কুরআনি প্রজন্ম গড়ার কৌশল ও রুপরেখা | Abdullah Al Masud | Saleh Ahmed Toha

Описание к видео কুরআনি প্রজন্ম গড়ার কৌশল ও রুপরেখা | Abdullah Al Masud | Saleh Ahmed Toha

কুরআন মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে একটি আসমানি গ্রন্থ। হেদায়েতের গ্রন্থ। জীবনচলার পথে প্রয়োজনীয় দিকনির্দেশনাগুলো কুরআন আমাদের কে জানায়। কুরআন মুমিনের প্রশান্তি। হৃদয়ের সুকুন।

যে জন কুরআন থেকে যত দূরে সে তত ভ্রান্তির মাঝে। অতীতে এই হেদায়েতী গ্রন্থের পরশে বর্বর একটি জাতি নিজেদের সম্মানের শীর্ষ চূড়ায় নিয়ে গিয়েছিল। কুরআন মুমিনের সফলতা। কুরআনকে ভুলে যাওয়া, কুরআন থেকে দূরে চলে যাওয়া মুমিনের চরম ব্যর্থতা।

আফসোসের বিষয় হলো বর্তমান মুসলিম প্রজন্মে দিন দিন ব্যর্থতার এই চিত্র স্পষ্ট হচ্ছে। কীভাবে আমাদের মাঝে কুরআন চর্চা, কুরআন ভাবনার প্রচার প্রসারের সাথে আমরা একটি কুরআনি প্রজন্ম গড়ে তুলবো যে প্রজন্মের সবাই কুরআনকে ভালোবাসবে, কুরআনের বাণী প্রচার, সংরক্ষণ, অপরকে শিখানোর কাজে নিজের জীবনকে উৎসর্গ করবে ইত্যাদি বিষয়গুলো ইসলাম জোনের সময় উপযোগী এই আলোচনা।

Комментарии

Информация по комментариям в разработке