‘‘The Repon Tech and Education‘‘ channel regularly provides technology and educational posts along with various government rules, notifications, circulars and explanatory notes and explanations of the law.
I request you to subscribe to the channel to get regular updates of such videos. Encourage by liking and commenting. You can contact me at the following links to contact me regularly.
Facebook Page: / btv985229
Instagram: / repon_youtuber
Youtube: / @bdserviceregulation
পুলিশ যদি বেআইনি দ্রব্যাদি পকেটে ঢুকিয়ে গ্রেফতার দেখায়, এমতাবস্থায় কী পদক্ষেপ নেওয়া উচিত? প্রশ্নের উত্তরে বাংলাদেশ পুলিশ এর সাবেক অ্যাডিশনাল এসপি জনাব শেখ যাহিদ ফুয়াদ বলেন
শুধুমাত্র আপনার প্রশ্ন অনুযায়ী ঘটনা সত্য হলে যা করবেন-
১. যে বাহিনী আপনাকে এভাবে গ্রেপ্তার করবে তার ইউনিট চীফ এবং বাহিনী প্রধানের কাছে আপনি জেল হাজতে থাকলে, আপনার পক্ষে, আপনার মাতা যদি বেঁচে থাকে তবে তিনি (বাবা নয়), মাতা পুরোপুরি অক্ষম হলে আপনার পিতা বা অন্য কোন অভিভাবক, জামিনে থাকলে আপনি নিজে, একজন শিক্ষিত এবং আইনজ্ঞ ব্যক্তির দ্বারা ন্যায় বিচারের আবেদন চেয়ে একটি দরখাস্ত লিখবেন।
২. দরখাস্তে জব্দ তালিকায় উল্লেখিত পাবলিক সাক্ষীদের নাম উল্লেখ করবেন। আপনার দরখাস্তের অনুসন্ধানকারী অফিসার যেন তাদের পৃথক পৃথক ভাবে জিজ্ঞাসাবাদ করে তাদের বক্তব্য লিপিবদ্ধ করেন তা অনুরোধ করবেন।( জব্দ তালিকা বা সিজার লিষ্টের কপি, এজাহারের কপি ইত্যাদি কোর্ট থেকে সহজেই পাবেন)
৩. আপনাকে গ্রেপ্তারকারী দলের প্রতি জন সদস্যকে পৃথক ভাবে জিজ্ঞাসাবাদ করতেও অনুরোধ করবেন।
৪. ঘটনা স্থলের খুব নিকটবর্তি হকার/ দোকানদারকে জিজ্ঞাসাবাদ করারও অনুরোধও করতে পারেন- যদি আপনি মনে করেন তারা প্রকৃত ঘটনাটি দেখেছে এবং সত্যি কথাটিই তারা বলবে।
৫. আপনাকে গ্রেপ্তারের সময় আপনার স্বজন, বন্ধু-বান্ধব কেউ সাথে থাকলে তাদেরকেও যেন জিজ্ঞাসাবাদ করে তাদের বক্তব্য লিপিবদ্ধ করা হয় তার আবেদন করবেন।
৬. ঘটনার আগে/পরে আপনার কিম্বা আপনার আত্মিয়-স্বজনদের নিকট কোন অন্যায় লাভের দাবী করা হয়ে থাকলে তা উল্লেখ করবেন। কথা রেকর্ড করা থাকলে সিডি আকারে তা দরখাস্তের সাথে দিবেন।
৭. বেআইনি দ্রব্যটি মাদক দ্রব্য হলে আপনাকে ডোপ টেষ্ট করার অনুরোধ করবেন। তাতে আপনি বিক্রেতা হন আর না হন আপনি যে মাদক সেবী না তা প্রমাণ হবে।
৮. গ্রেপ্তারকারীরা আপনাকে এজাহারে বেআইনি দ্রব্যটির বিক্রেতা হিসাবে উল্লেখ করলে দরখাস্তে আপনার প্রকাশ্য পেশা উল্লেখ করে তার দু/এক কপি নথি সংযুক্ত করে দিন।
৯. একজন ঊর্ধ্বতন অফিসার কর্তৃক অনুসন্ধান চাইবেন।
★ আপনি যদি নির্দোষ হন অনেক পথই খোলা পাবেন। তবে সব কিছুই করতে হবে পুলিশের অভিযোগ পত্র দাখিলের আগে। অভিযোগ পত্র দাখিল হয়ে গেলে এসব পদক্ষেপ তেমন কোন কাজে আসবে না। সে ক্ষেত্রে এসব পয়েন্টের কিছু কিছু আদালতে কাজে লাগতে পারে।
বেআইনি দ্রব্যটি মাদক দ্রব্য হলে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুয়ায়ী একজন তদন্ত কারী অফিসার প্রথমে ৩০ দিন, ৩০ দিনে তদন্ত শেষ না হলে আরো ১৫ দিন সময় পান। পরের ১৫ দিনেও তদন্ত শেষ না হলে তদন্তকারী অফিসার কোর্টকে তা অবহিত করে যুক্তিসঙ্গত সময় পর্যন্ত তদন্ত চালিয়ে যেতে পারেন। তদন্তকারী অফিসারের তদন্ত সমাপ্ত হয়ে গেলে মামলা রুজুর পর থেকে তদন্ত সময়সীমা শেষ হওয়ার পূর্বে যেকোন সময়ের মধ্যেই অভিযোগপত্র দাখিল করে দেন।
পুলিশ আইন,
পুলিশ আইনের সকল ধারা,
পুলিশ আইন ১৮৬১,
পুলিশ আইনের এমসিকিউ,
পুলিশ আইনের সূচি,
পুলিশ আইনের ২৩ ধারা,
পুলিশ আইন ক্লাস,
পুলিশ আইনের ৩৪ ধারা,
পুলিশ আইনের ২৯ ধারা,
পুলিশ আইনের ৩৪,
law aid পুলিশ আইন
পুলিশ গ্রেফতার,
স্বপ্নে পুলিশ গ্রেফতার করতে দেখলে কি হয়,
কাবিলা কে পুলিশ গ্রেফতার,
ফেনীতে ধর্ষণ মামলায় পুলিশ গ্রেফতার,
ভুয়া পুলিশ গ্রেফতার,
ফারহান পুলিশ গ্রেফতার,
গ্রেফতার বাংলা মুভি প্রসেনজিৎ পুলিশ
latest police law bd,
police law and news,
25 law enforcement,
25 law enforcement recruits,
2023 new police laws,
law enforcement lawsuit,
case law for law enforcement,
chicago new police law
Информация по комментариям в разработке