যেকোনো ধরনের জাহাজ নির্মাণ করতে সক্ষম এই ডকইয়ার্ড শিল্প। সদরঘাট- ঢাকা।

Описание к видео যেকোনো ধরনের জাহাজ নির্মাণ করতে সক্ষম এই ডকইয়ার্ড শিল্প। সদরঘাট- ঢাকা।

যেকোনো ধরনের জাহাজ নির্মাণ করতে সক্ষম এই ডকইয়ার্ড শিল্প। নৌকায় করে বুড়িগঙ্গা নদী পার হওয়া এবং জাহাজ নির্মাণ শিল্প এগিয়ে চলেছে দেখতে পেয়ে অনেক ভালো লাগলো।

রাজধানীর বুড়িগঙ্গা তীরে জাহাজ নির্মাণ, জাহাজ মেরামতের এক বিশাল কর্মযজ্ঞ চলছে দীর্ঘদিন ধরে। সদরঘাট লঞ্চ টার্মিনালের বিপরীত দিকে গড়ে উঠেছে প্রায় অর্ধ শতাধিক ডকইয়ার্ড। এসব ডকইয়ার্ডের মাধ্যমে দেশের নৌ পরিবহন খাতের বড় চাহিদা পূরণ করা হচ্ছে। নৌযান নির্মাণ ও মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বুড়িগঙ্গা তীরের ডকইয়ার্ডগুলো।

সরেজমিনে দেখা যায়, টুংটাং শব্দে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। কেউ জাহাজের রং তুলছেন। কেউ লোহার শিট ঝালাই করছেন। কেউ প্রপেলার লাগানোর কাজে ব্যস্ত। পুরনো জাহাজের বডি থেকে লোনা তোলা হচ্ছে। অনেক জাহাজে সাগরের লোনা পানিতে মরিচা ধরেছে। এসব রং করায় ব্যস্ত শ্রমিকরা। এ ছাড়া জাহাজের বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং পণ্য এখানে তৈরি হয়। এক সময় প্রপেলার দেশের বাইরে থেকে আমদানি করা হতো। বর্তমানে কেরানীগঞ্জে তা তৈরি হয়। আকার ভেদে একেকটি জাহাজ নির্মাণ করতে ছয় মাস থেকে এক বছর লেগে যায়। ক্ষেত্রবিশেষে দুই বছরও লাগে। নতুন জাহাজ নির্মাণ শেষে বিআইডব্লিউটিএ থেকে চলাচলের অনুমতিপত্র সমুদ্র পরিবহন অধিদপ্তরে পাঠায়। জানা যায়, ঢাকা নদীবন্দর তৈরির আগে থেকেই বুড়িগঙ্গাপাড়ের ডকইয়ার্ডের জন্ম।

Thanks & Regards,
S.M. Hafizul Islam
Please Subscribe for more Videos.

Комментарии

Информация по комментариям в разработке