#ফার্মিং এ লাভ করতে হলে অবস্যই #উতপাদন খরচ কমিয়ে আনতে হবে। খামারে উতপাদন খরচ কমাতে পারলেই আপনি লাভবান হতে পারবেন। তাই খামারে অযথা কোনো খরচ করবেন না।
#নিজেই মাংসের মুরগি পালন করার সুবিধা:
মাংসের মুরগির জন্য সবচাইতে মুরগি হচ্ছে বলের মুরগি, যা আমরা স্থানীয় ভাষায় পোল্ট্রি মুরগি বলে থাকি, এটি খুবই দ্রুত বর্ধনশীল, এবং বয়লার মুরগির উৎপাদন খরচ খুবই কম হওয়ায় এটি পালনের সুবিধা লাভবান হওয়া যায়। নিজের বাসায় বা বেলকনিতে বা ঘরের কোনে খাঁচায় পাঁচটি বা ১০ টি বয়লার মুরগি পুষলে আপনার পারিবারিক মাংসের চাহিদা পূরণ হওয়ার পাশাপাশি সুন্দর সুস্বাদু মাংস উপভোগ করতে পারবেন। এবং যেহেতু এটি নিজের পোষ্য তাই এটিতে কোন প্রকার অ্যান্টিবায়োটিক বা প্রবায়োটিক (নিজে না দিলে)
কোন প্রকার সন্ধেও থাকবে না। এবং বলের মুরগির যে একটি প্রকৃত স্বাদ আছে সেটি পাবেন। নিজে মুরগি পালন করলে তা বাজারে কেনা মুরগির থেকে শতগুণে ভালো হওয়ার পাশাপাশি অনেক সহজলভ্য হবে। এছাড়াও অতিথি আপ্যায়নে সুবিধা হবে।
গরমে খামারে প্রস্তুতি : গরমে মুরগিকে পরিস্কার ফ্রেস পানি দিন। ভিটামিন সি/ ( vitamin c ) জাতিয় স্যালাইন দিন বা গ্লুকোজ দিন। চাইলে লেবু - চিনি দিয়ে পানি দিতে পারেন। ব্রয়লার বা দেশি মুরগি খাবার না খেলে রুচির ঔষধ দিতে পারেন। লিটার / তুষ / কাঠের গুড়া / ভুষি ভেজা থাকলে তা পরিষ্কার করে দিন। #মুরগি কে #পরিষ্কার ঠান্ডা পানি দিন 🌊🦃। মুরগিকে ঠান্ডা পরিবেশ দিন। মুরগির ঠান্ডা লেগেছে কিনা খেয়াল রাখুন। মুরগি ঠিক করে খাচ্ছে কিনা খেয়াল রাখুন। গরমে মুরগির হজমের সমস্যা হতে পারে তাই এনজাইম ওষুধ খায়িয়ে রাখবেন। মুরগি গরম পেলে খাবেনা এবং মুরগির ওজন কমে যাবে।
Boiler murgi khbar, boiler murgi, boiler murgi palon, broiler murgi baccha, murgi baccha, murgir baccha, murgi dim, murgir dim, layer murgi, fawmi murgi, sonali murgi, vaccine, vertical, murgir khacha, খাচায় মুরগি পালন, মুরগির খাচা তৈরি, মুরগির ঔষধ, মুরগির ওষুধ, বয়লার মুরগি পালন, মুরগির খামার, মুরগির খাবার, মুরগির বাচ্চা, মুরগির বাচ্চা পালন, মুরগি পালন, মুরগির বাচ্চার ব্রুডিং, গরমে মুরগির বাচ্চার ব্রডিং, গরমে মুরগির ঔষধ, কোয়েল পাখির ঠান্ডা লাগলে করনীয়, মুরগির ঠান্ডা লাগলে করনীয়, কোয়েল পাখির বাচ্চার ব্রুডিং, কোয়েলের বাচ্চা ব্রুডিং, কোয়েল পাখির ব্রুডিং, ব্রুডিং করার নিয়ম, কোয়েল পাখির খামার, murgi palon, murgir baccha, broiler, boiler, poultry, farming, dim para murgir khabar, layer layer 1 feed, deshi murgi, gorom a murgir khamare koronio, মুরগির খামার, মুরগির বয়স অনুযায়ী খাদ্য তালিকা, মুরগিকে কোন বয়সে কোন ফিট দিবেন, ব্রয়লার মুরগির খাবার তালিকা, বলার মুরগির লিটার ব্যবস্থাপনা, বলার মুরগির লাইটিং, বয়লার বাচ্চা বোর্ডিং, গরমে বয়লার বাচ্চা বোর্ডিং, ব্রয়লার মুরগি ১ কেজি হতো কতোদিন সময় লাগে, ব্রয়লার মুরগী ১ কেজি ওজন হতে কতটুক খাবার খায়, ব্রয়লার মুরগি ২ কেজি হতে কতোদিন সময় লাগে, ২০ দিনের ব্রয়লার বাচ্চার ওজন কতো হয়, গরমে মুরগির যত্ন, গরমে ব্রয়লার মুরগির যত্ন, মুরগি স্ট্রোক করে কেন, মুরগী স্ট্রোক কমানোর ঔষধ, মুরগির শরীর ঠান্ডা রাখার ঔষধ,
HashTags
#reels #shorts #video #farming #foryou #দেশি #murgi #boiler #koyel #koyal #koel #titir #deshimurgi #murgirbaccha #khamar #alfadanga #faridpur #ফার্ম
#খামার #মুরগি #মুরগিরবাচ্চা #ফিড #বয়লার #ব্রয়লার #broiler
#feed #rnagro #rnagrofarm
আমার কাছে ০-১ দিনের বাচ্চা থেকে ব্রুডিং কমপ্লিট বাচ্চা পাবেন 🐣 এছাড়াও ১০/২০/২৫/৩০ দিনের বাচ্চা পাওয়া যাবে 💞🐣💞
#সোনালী সুপার হাইব্রিড মুরগির A+ মানের বাচ্চা ও ডিম সংগ্রহ করতে call করুন🦃
#চিনা-হাসের বাচ্চা নিতে চাইলে বা বুকিং করতে কল করুন নিচের নাম্বারে🐣🦆
Pure #দেশি মুরগির বীজ ডিম ও বাচ্চা নিতে কল করুন 🐣🦃
Location : Paragram, Alfadanga, Faridpur🏁
CN: 01326395660
Proprietor: S.M. Habibur Rahman ( RumaN ) 💞
Cash on Delivery ও পাওয়া যাবে। তবে location ও দুরত্ব বুঝে আলোচনা সাপেক্ষে চার্য নির্ধারন করা হবে! 🐣
Информация по комментариям в разработке