আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা পোষ্ট। বিজয়ী সনদে বাংলা তারিখ! ★★আহা কি আনন্দ আকাশে বাতাসে★★। আমার লেখা সচেতনতা মূলক কবিতা " বিষফোঁড়া পণ্ডিত " এবং " সৎ নেতৃত্ব চাই " কবিতার জন্য আমাকে বিজয়ী ঘোষণা করায় এবং বিজয়ী সনদ এ বাংলা তারিখ লেখার জন্য সম্মানিত বিচারকমণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
গত পহেলা বৈশাখ ০১ বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ। ১৪ এপ্রিল, ২০১৮ ইং হইতে সকল কর্মকাণ্ডে আমার ★বাংলা তারিখ★ এর পাশাপাশি ইংরেজি তারিখ লেখার জন্য আমার অনুরোধ ★বাস্তবায়ন★ করার জন্য সকল বাঙালির পক্ষ হতে স্বনামধন্য সাহিত্য সংগঠন ★ কাইফা হালুকার সাহিত্য অঙ্গন ও পরিবারের ★ বিচক্ষণ বলিষ্ঠ নেতৃত্বের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা রইলো।
বিজয়ী সকল বন্ধুর প্রতি অভিনন্দন জানিয়ে সম্মানিত সকল কবি সাহিত্যিক সহ বাংলাভাষী সকলের প্রতি নিয়মিত বাংলা তারিখ লেখার জন্য সবিনয় আহবান করছি।
মন্তব্যে প্রেরণা দান এর জন্য সম্মানিত কবি পাঠক বন্ধুদের প্রতি ভালোবাসা অবিরাম।
বিজয়ী কবিতা:
১। বিষফোঁড়া পণ্ডিত।
মোঃ সাখাওয়াত হোসাইন।
১৬ শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ।
৩১/০৭/২০১৮ ইং।
অজুহাতের পণ্ডিত হারায় প্রভাত
সকাল দুপুর রাত,
নেতিবাচক মনোভাব দেখায় বাবুসাব
গুটিয়ে রেখে হাত।
চাকরী! অসম্ভব কঠিন বিষয়
বসের আদেশে চলা,
স্বাধীনতা সেতো অজ্ঞাত রয়
জীহুজুর জীহুজুর বলা।
ক্ষুদ্র ব্যবসা! ওরে বোকা
মূলধন রবে বাঁকি,
চৌদ্দ ঘণ্টা বন্দি থাকা
প্রাপ্তিতে শুধু ফাঁকি।
বৃহৎ ব্যবসা! হাসালি মোরে
বাবার কি আছে?
কে টাকা দেবে তোরে?
ছিঁড়বি নাকি গাছে!
বিদেশ যাবি খাটবি জেল
আবার আসবি ফিরে,
বাজাবি শুধু ভাঙা পাতিল
বন্দি হয়ে নিড়ে।
নেটওয়ার্ক মার্কেটিং কি বলিস!
সব প্রতারকের দল,
অভিজাত পোশাকে আনাগোনা বেশ
সর্বহারা ফেলবি জল।
কি করবি এদেশে আর
হবেনা তো কিছু ভাই,
কিছু টাকা দিবি ধার
চল দুজনে চা খাই।
ভেঙ্গে দেয় মনোবল এভাবে
আবার হাত পাতে,
শোধরায় না কখনো স্বভাবে
কাটে দরিদ্রতার সাথে।
ইন্টারনেট মোবাইল বিমানে ভ্রমণ
প্রযুক্তির যতো ব্যবহার,
নেটওয়ার্ক করে পৃথিবী নিয়ন্ত্রণ
উন্নয়নের যতো কারবার।
হয়তো কিছু অসৎ মানুষ
জনগণে দেয় ধোকা,
চরিত্রবান সৎ নাকি ফানুস
নয়কো তুমি বোকা।
সাহসী তুমি নেতৃত্ব দাও
অসৎ করো দূর,
পারণা কেন হতাসা ছড়াও
কণ্ঠে বিরহী সুর।
বদলে যাও এসেছে বন্ধু প্রযুক্তির যুগ
বিষফোঁড়া পণ্ডিত তুমি হও সামাজিক,
ভালো গ্রহণ - মন্দের বিদায়ে পাবে সুখ
জেনেবুঝে সজ্ঞানে দাও প্রেরণা অধিক।
( কঃনং ২৭৫।
২। ★★ সৎ নেতৃত্ব চাই ★★।২৭০
মোঃ সাখাওয়াত হোসাইন ।
০৬ শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ।
২১/০৭/২০১৮ ইং।
যেমন কর্ম তেমন ফল সত্যি যদি তবে,
চাষার ছেলের কি বা দোষ চাষাই কেন হবে।
ধনী পিতার পুত্রকন্যার দারুণ প্রাইভেটকার,
দরিদ্র যিনি হেঁটেই তিনি উচ্চ বিদ্যালয় পার।
বিশ্ববিদ্যালয় শিক্ষার আলোর দৃশ্যে ভেদাভেদ,
লক্ষ টাকার আমজনতার পাঠে ব্যবচ্ছেদ।
ধনীর দুলাল শিক্ষা শেষে বৃহৎ শিল্পপতি,
চাকরিপ্রার্থী দরিদ্র ঘুষে রুদ্ধ কেন গতি?
পথেঘাটে গৃহকোণে ধর্ষিতার কি দোষ!
ভোট বঞ্চিত ভোটারের লাশে চোর খুনি নির্দোষ।
আইন-শৃঙ্খলা রক্ষাকারি করছে চাঁদাবাজি,
আড়াল হতে মাসোহারা নেন ঠাকুর বাবাজি।
ঘুষ দিয়ে চাকরি জোটে গণতান্ত্রিক দেশে,
নীতি পালায় দুর্নীতির গ্রাস চক্র বক্র হেসে ।
আইন আছে স্মিত হেসে আবার বদলে যায়,
কোটকাচারির নিখুঁত প্যাঁচে জনতা অসহায়।
আইন করে মানুষ তার যেমন নিয়ন্ত্রণ,
অমানুষের হাতে জনতা নির্মম দুঃশাসন।
বিদেশি চ্যানেল জটিল হয়ে সভ্যতাকে গ্রাস,
লজ্জাবতীর ঘোমটা নিয়ে করছে উপহাস।
প্রযুক্তির এই আধুনিক যুগে ইন্টারনেটে সুখ,
ঢুকলে তোমায় দেখতে হবে অশ্লীলতার মুখ।
তাই বলে কি করবেনা ভাই সঠিক ব্যবহার,
প্রযুক্তি বিহীন অচল তুমি নেতৃত্বে দুরাচার।
যেমন কর্ম তেমন ফল বিতর্কে আজ,
পথের কুকুর কামড় কাণ্ডে গদির মহারাজ।
আমজনতা নেই মমতা পড়শী বিভাজন,
হিংস্র কুকুর কামড়ে দেবে জলাতঙ্কে মন।
পড়শীর ধন মান লুটছে লুটুক আমার তাতে কি,
রোজ গৃহদ্বার বন্ধ করে খাই পান্তা ভাতে ঘি।
দুদিন পড়েই আমিও তো সেই সর্বহারা দল,
বন্ধু পড়শী স্বজনহারা একলা ফেলি জল।
যেমন কর্ম তেমন ফল সামাজিক কাজে বুঝি,
বিচ্ছিন্ন থাকার করুণ দশা ঐক্য এখন খুঁজি।
মামা খালু চাইনা সন্ত্রাস পাড়ার দুলাভাই,
স্বাধীনতার স্বাদ স্থায়ী পেতে সৎ নেতৃত্ব চাই।
( কঃনং ★★★২৭০★★★
শুভ কামনায়: মোঃ সাখাওয়াত হোসাইন।
আলোর ভুবন Md Sakhawat Hossain ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতমঃ • শহীদ রমিজ উদ্দিন স্কুলকলেজ এর শহীদ ও আন্দ...
কৃতজ্ঞতা পোষ্টঃ https://mbasic.facebook.com/groups/15...
বিষফোঁড়া পণ্ডিত কবিতার বিজয়ী ঘোষণা লিংকঃ https://mbasic.facebook.com/photo.php...
Информация по комментариям в разработке