সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকান্ড, ২৪ এর ছাত্র-জনতার অভ্যুন্থানে শহীদ দ্যা রিপোর্টের রিপোর্টার তৌহিদ জামান প্রিয় ও ঢাকা টাইমসের সিনিয়র রিপোর্টার হাসান মেহেদী, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবু তাহের মোহাম্মদ তুরাব, ভোরের আওয়াজের স্টাফ রিপোর্টার মোঃ শাকিল হোসাইন এবং দৈনিক খবরপত্রের প্রদীপ কুমার ভৌমিকসহ রংপুর বিভাগ ও দেশের সকল সাংবাদিক হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে বিচার, সাইবার নিরাপত্তা আইনসহ গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সকল নিবর্তনমূলক আইন বাতিল, নির্বাচন কমিশনের সার্ভারে সাংবাদিক পেশা উল্লেখ নিশ্চিত করা, ঢাকা এবং ঢাকার বাইরে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত ও ওয়েজবোর্ড বাস্তবায়ন, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং হামলা, মামলা, হয়রানি বন্ধের দাবিতে আওয়াজ তুলতে ১১ জানুয়ারী ২০২৫ রংপুর টাউন হলে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপি ইউজে আয়োজিত বিভাগীয় সাংবাদিক সমাবেশে যারা বক্তব্য দিয়েছেন। তাদের প্রতি আমাদের বিনম্র কৃতজ্ঞতা।
সমাবেশের উদ্বোধক ২৪ এর জুলাই বিপ্লবে শহীদ সাংবাদিক দ্যা রিপোর্টের রিপোর্টার তাহির জামান প্রিয়র গর্বিত মা এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্য জনাব শামসি আরা জামান কলি। প্রধান অতিথি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে এর সভাপতি(ভারপ্রাপ্ত) জনাব ওবায়দুর রহমান শাহিন, প্রধান বক্তা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে এর মহাসচিব ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সিও জনাব কাদের গণি চৌধুরী।বিশেষ অতিথি ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি জনাব মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সহকারী মহাসচিব জনাব ড. সাদিকুল ইসলাম স্বপন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাংগঠনিক সম্পাদক জনাব এরফানুল হক নাহিদ, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের পরিচারলা বোর্ডের সদস্য দৈনিক যুগের আলোর প্রকাশক ও সম্পাদক জনাব মমতাজ শিরীন ভরসা। সম্মানিত অতিথি রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আমিনুল ইসলাম, রংপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার(সিটিএসবি) জনাব হাবিবুর রহমান, রংপুরের ডিসি জনাব মোহাম্মদ রবিউল ফয়সাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহবায়ক জনাব সাইফুল ইসলাম, সদস্য সচিব জনাব আনিছুর রহমান লাকু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা আহবায়ক জনাব ইমরান হোসেন, সদস্য সচিব জনাব ডা. জামিল আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকার। বক্তব্য রাখেন রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব একুশে টেলিভিশন, দৈনিক সংবাদ ও বাংলা ট্রিবিউন রংপুর ব্যুরো প্রধান জনাব লিয়াকত আলী বাদল, রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিউজে এবং রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশন ও নয়া দিগন্তের জ্যেষ্ঠ প্রতিবেদক ও ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব জিএম হিরু, রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকালের ব্যুরো প্রধান জনাব স্বপন চৌধুরী, বাংলাদেশে ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের বাণীর চীফ ফটো সাংবাদিক জনাব আসাদুজ্জামান আফজাল, রংপুর টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের ভিডিও সাংবাদিক জনাব এহসানুল হক সুমন, রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি জনাব শরীফা বেগম শিউলি, রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্য নির্বাহী সদস্য দৈনিক কালেরকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জনাব আবুল খায়ের জায়েদ।
সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রামের সাংবাদিকদের পক্ষ থেকে দৈনিক কালেরকণ্ঠের উত্তরাঞ্চলীয় প্রতিনিধি জনাব তামজিদ হাসান, গাইবন্ধা থেকে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি জনাব সৈয়দ রুকুনুজ্জামান, নীলফামারী থেকে এনটিভির প্রতিনিধি ইয়াসির মোহাম্মদ সিথুন, দিনাজপুর থেকে দৈনিক মানবজমিন ও সংগ্রাম প্রতিনিধি মোঃ কামরুজ্জামান, ঠাঁকুরগাঁও থেকে দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি জনাব আল মামুন জীবন, লালমনিরহাট থেকে একুশে টেলিভিশনের প্রতিনিধি জনাব গোকুল রায়, পঞ্চগড় থেকে বাংলাভিশন ও দৈনিক কালবেলার প্রতিনিধি জনাব মোশাররফ হোসেন।
বক্তব্য রাখেন রংপুরের মাহিগঞ্জ প্রেসক্লাব দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি জনাব বাবলু নাগ, রংপুরের গঙ্গাচড়া থেকে দৈনিক যুগান্তরের প্রতিনিধি নুরুল হুদা নাহিদ, কাউনিয়া থেকে দৈনিক দিনকাল ও সকালের খবরের প্রতিনিধি সাইদুল ইসলাম, পীরগাছার মানবজমিনের প্রতিনিধি জনাব কাজী শহিদুল ইসলাম, মিঠাপুকুরের দৈনিক কালবেলার প্রতিনিধি জনাব শেখ সাদী, বদরগঞ্জের ভোরের দর্পনের প্রতিনিধি জনাব শ্যামল লোহানী, তারাগঞ্জের দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি জনাব খবির উদ্দিন প্রামাণিক, রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মখদুমী, কুড়িগ্রামের বাংলা ট্রিবিউন প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যান, রংপুরের দৈনিক অবজারভার প্রতিনিধি লাবনী ইয়াসমিন লুনি।
সমাবেশে পবিত্র কোরআন তেলাওয়াত করেন যমুনা টেলিভিশনের ভিডিও সাংবাদিক জনাব আলমগীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের যুগ্ম সাধারণ সম্পাদক নিউজ২৪ টেলিভিশনের ব্যুরো প্রধান ও বাসসের স্টাফ রিপোর্টার জনাব রেজাউল করিম মানিক।
সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে সভাপতি দৈনিক দিনকালের ব্যুরো প্রধান জনাব সালেকুজ্জামান সালেক। সঞ্চালনা করেন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিউজে এবং রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশন ও নয়া দিগন্তের জ্যেষ্ঠ প্রতিবেদক ও ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান। #subscribe #followme #news
Информация по комментариям в разработке