আজ পহেলা মে, মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে বাংলাদেশসহ বিশ্বজুড়ে এ দিবস পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। এছাড়া সারা দেশে নানা আয়োজনে বিশেষ এ দিনটি পালিত হয়েছে।
‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ স্লোগানে সারা দেশে নানা কর্মসূচিতে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন ও শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি পালন করছে।
দিবসটি উপলক্ষে সকালে জয়পুরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শ্রমিক সংগঠন রামদেও বাজলা স্কুল থেকে থেকে একটি র্যালি বের করে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশ নেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমারসহ বিএনপি ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।
এদিকে, দিবসটি উপলক্ষ্যে বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বরগুনা আঞ্চলিক কমিটির উদ্যোগে শহরে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় মিলিত হয়। এসময় জেলা প্রশাসক শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, বরগুনা শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দিন মোল্লাসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার আয়োজনে মে দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন গাংনী উপজেলা শাখার সভাপতি মোফিজুর রহমানের সভাপতিত্বে এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, জেলা শাখার সভাপতি আব্দুর রউফ মকুল। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর গাংনী উপজেলা শাখার আমির রবিউল ইসলাম, মেহেরপুর জেলা জামায়াতের শুরা সদস্য নাজমুল হুদাসহ অনেকে উপস্থিত ছিলেন। পাশাপাশি দিবসটি উপলক্ষে রাজবাড়ীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলার শ্রমিকরা প্রতিষ্ঠান মালিকদের বিরুদ্ধে নানা বৈষম্যের অভিযোগ করেন।
এছাড়া গাজীপুরের বাসন, নরসিংদী, মাদারীপুর, পিরোজপুর, রংপুর, ভৈরব, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালীর কলাপাড়া, বরিশালের বাকেরগঞ্জ, চাঁদপুরের মতলব, সাতক্ষীরা, চলনবিলের সলঙ্গা, নওগাঁ, বদলগাছী, মুন্সিগঞ্জ, নোয়াখালী, ঝালকাঠি ও লালমনিরহাটেও নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে।
copyright © A BIJOY TV Production-2025
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Youtube: / bijoytvofficial
Информация по комментариям в разработке