Arctic Ocean: হাতে মাত্র ১০ বছর, বরফশূন্য হবে সুমেরু মহাসাগর | NEW2NEWZ

Описание к видео Arctic Ocean: হাতে মাত্র ১০ বছর, বরফশূন্য হবে সুমেরু মহাসাগর | NEW2NEWZ

Arctic Ocean: হাতে মাত্র ১০ বছর, বরফশূন্য হবে সুমেরু মহাসাগর | NEW2NEWZ

#banglanews #bengalinews #new2newz #arcticocean

আর মাত্র ১০ বছর। সারা বছর রফের চাদরে মোড়া সুমেরু মহাসাগরে আর দেখা যাবে না বরফ। নতুন গবেষণায় উঠে এসেছে এমনই হার হিম করা তথ্য। আর সেই তথ্য ঘুম কাড়ছে আবহাওয়াবিদ ও বিজ্ঞানীদের। এমনকী এর বরফ গলে গেলে সারা বিশ্বের আবহাওয়া এবং সমুদ্রপৃষ্ঠের উপর প্রভাব ফেলবে। ইউনিভার্সিটি অফ কলোরাডো বোল্ডারে পরিচালিত একটি সমীক্ষা অনুসারে, চরম গরমেও আর্কটিকে তুষার দেখা যায়। তবে আগামী কয়েক বছরের মধ্যে তা শেষ হয়ে যাবে। শীতেও থাকবে না কোনও বরফ।

উল্লেখ্য, সুমেরু মহাসাগরকে ইংরেজিতে বলা হয় আর্কটিক ওশেন। পৃথিবীর একদম উত্তর প্রান্তে অবস্থিত থাকায় এটিকে উত্তর মহাসাগরও বলা হয়। আর এই মহাসাগর সব সময় বরফের চাদরে মোড়া থাকে। কিন্তু গবেষণার ফলাফল সামনে আসার পরে বিজ্ঞানীরা দাবি করেছেন, দশ বছরে বরফ গলে যাবে তা নিশ্চিত। এই শতাব্দীর মাঝামাঝি, সেপ্টেম্বর মাসে আর্কটিক সাগরে বরফ দেখা যাবে না। তবে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে পারলেই যে এই পরিস্থিতি তৈরি হবে না, তা কিন্তু একেবারেই নয়। তবে বরফ গলে গেলে এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে আর্কটিকের প্রাণীদের ওপর। সীল এবং মেরু ভালুকের মতো প্রাণীরা আর টিকে থাকতে পারবে না। ফলে পৃথিবীতে ভয়ানক এক অবস্থা দেখা দেবে। আর সেই দিন বেশি দূরে নেই।

Комментарии

Информация по комментариям в разработке