আপন বলতে আমার কেউ নেই||স্মৃতি রানী রত্না || বাংলা কবিতা || @RatnaWebBlog
কবি:সমিউল বিশ্বাস।
আপন বলতে আমার কেউ নেই।
তবু খুঁজেই চলেছি এতকাল,
গ্রামগঞ্জের মাটির ঘর থেকে
শহরতলীর কানাগলি এক করে
খুঁজেই চলছি,
অক্লান্ত পায়ে হেঁটে হেঁটে আজ যে আমি ক্লান্ত,
সত্যিই খুব ক্লান্ত।
তবু বসে থাকলে চলবে না,
হেরে গেলে চলবে না,
হেরে যাওয়া মানুষকে যে
কেউ আপন বলে পরিচয় দেয় না।
আপন বলতে আমার কেউ নেই।
আপন কাউকে পাইনি খুঁজে আজও,
যে শুনবে আমার বাসি-পান্তা গল্প।
সেসব গল্পের বোঝা ঘাড়ে নিয়েই
আমি পাড়ি দেবো দূরে, অন্য কোনো শহরে,
কিন্তু রাতের অন্ধকার প্লাটফর্মে যে
আমি ছাড়া আর কেউ নেই!
নির্জন অন্ধকারে আশা হয়ে এলো
ট্রেনের আলো, হুইসেল ছাড়াই,
বোধহয় ট্রেনেরও আমার সাথে কথা বলার
কোনো ইচ্ছা নেই।
আপন বলতে আমার কেউ নেই।
ট্রেনের সিটে জানালার পাশে একলা বসে আমি,
পাশে বসবে এমন একজন সঙ্গী নেই।
শুধু আছে একরাশ স্তব্ধতা,
আছে কাঁধের বোঝাতে গল্পগুলোর ছটফটানি।
এ বোঝা বইবো কতদিন?
আর না, পারছি না, এবার হেরে যাবো,
জানি হেরে যাওয়া মানুষকে
কেউ আপন বলে পরিচয় দেয় না।
তবুও হেরে যাবো,
ঠিক করেছি কারোর আপন হবো না,
চাইনা আপন কাউকে, তবু এ বোঝা বইবো না।
নেমে যাবো পরের স্টেশনে,
সকাল হওয়ার আগেই,
ছুঁড়ে ফেলবো সমস্ত ভার লোহার পাতের ওপর,
ফেলে যাবো কালো পাথরের ভিড়ে।
ট্রেনের চাকায় কাটা পড়বে আমার গল্পগুলো।
অচেনা লোকালয়ে, আমি হারিয়ে যাবো
অপরিচিত হয়ে।
#poetryrecitation #poetry #poetryvideo #কবিতা #বাংলাকবিতা #কবিতা_আবৃত্তি #banglakobitaabriti #newpoetry #popularpoetry
আপন বলতি আমার কেউ নেই,
আপন বলতে আমার কেউ নেই,
কেউ আপন নয়,
পৃথিবীতে আপন বলতে নাইরে কিছু নাই,
এই শহরে তো আপন বলতে কেউ নেই আমার,
আমার আপন কেউ নাই,
এই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নেই,
আমার কেউ নেই কেউ ছিল না,
আমার কেউ নেই,
আমার আপন কেউ নেই,
পৃথিবীতে আপন বলতে কেউ নেই,
এই দুনিয়ায় আপন বলতে আমার কেউ নেই গান,
আপন বলতে কেউ নেই,
আপন বলতে কেউ নেই আমার শরিফ উদ্দিন,
এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই,
আপন বলতে কেউ নেই আমার নাটক,
আমি ছাড়া আমার আপন বলতে কেউ নেই,
আমার আপন বলতে কেউ নেই গান,
এই শহরে আপন বলতে কেউ নেই আমার,
এই দুনিয়ায় আপন বলতে আমার কেউ নেই,
এই শহরে আপন বলতে কেউ নেই আমার নাটকapon bolte amar keu nei,
apon bolte kew nei amar status,
apon bolte kew nai amar,
keu nei amar keu nei,
keu nei amar keu nai
Информация по комментариям в разработке