ঢাকা থেকে টাঙ্গুয়ার হাওড় ভ্রমনের যাবতীয় সকল তথ্য ও ২ টি বিলাসবহুল হাউজ বোটের ডিটেলস নিয়ে সাজানো এইবারের ভিডিও ।।
#টাঙ্গুয়ার_হাওড়
#tanguar_haor
#House_boat
For business inquiries: [email protected]
Let’s connect Facebook page: / srzproduction
Facebook group: / 80325. .
Instagram: / srz_zahid
Try Epidemic Sound- https://share.epidemicsound.com/2l3kgo
শিমুল বাগানঃ
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর নিকটবর্তী মানিগাঁও গ্রামে প্রায় ১০০ বিঘারও বেশি জায়গা জুড়ে গড়ে তোলা এক শিমুল গাছের বাগান। নদীর ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে মায়ার নদী যাদুকাটা আর এপারে রক্তিম ফুলের সমারোহ, অগুণতি পাখির কলকাকলি।
২০০২ সালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিগাঁও গ্রামের যাদুকাটা নদী সংলগ্ন লাউয়ের গড়ে বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ধনাঢ্য ব্যবসায়ী জয়নাল আবেদীন নিজের প্রায় ২ হাজার ৪০০ শতক জমিতে শৌখিনতার বসে শিমুল গাছ রোপণের উদ্যোগ নেন। তিনি প্রায় তিন হাজার শিমুল গাছ রোপণ করেন। দিনে দিনে বেড়ে ওঠা শিমুল গাছগুলো এখন হয়ে উঠেছে শিমুল বাগান। বাগানের সঙ্গে লেবুর বাগানও গড়ে উঠেছে।
বসন্ত এলে দুহাজার শিমুল গাছ ফুলে ফুলে ভরে ওঠে। ফাগুনের অরুণ আলোয় ফোটে বাগানের শিমুল ফুলগুলো। চোখের তৃষ্ণা মেটাতে টাঙ্গুয়ার হাওর, মেঘলয় পাহাড়ের পাদদেশে ও রূপের নদী যাদুকাটার মধ্যস্থলের বিশাল শিমুল বাগানে ফুটে ওঠা টুকটুকে লাল শিমুল ফুলগুলো দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন শত শত পর্যটক। বসন্তের দুপুরে পাপড়ি মেলে থাকা শিমুলের রক্তিম আভা মন রাঙায় তো বটেই, ঘুম ভাঙায় শৌখিন হৃদয়ের। এ যেনো কল্পনার রঙে সাজানো এক শিমুলের প্রান্তর। ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে যাদুকাটা নদী আর এপাড়ে শিমুল বন। সব মিলে মিশে গড়ে তুলেছে প্রকৃতির এক অনবদ্য কাব্য।
বারেক টিলাঃ
মূলত এটি বড়গোপ টিলা হিসেবে পরিচিত। স্কুল, মসজিদ, মাদরাসার সাইনবোর্ড গুলোতেও এই নামের প্রতিনিধিত্ব করছে। দলিল, দস্তাবেজ কাগজপত্রেও এই নাম। একসময় আদিবাসীরা এখানে বসবাস করতেন এই পাহাড়ি টিলায়। টিলাটির নিচে পূর্ব ও উত্তরে পাহাড়ি নদী যাদুকাটা। এখন টিলার উত্তরের অংশে আদিবাসী জনগোষ্ঠী বসবাস করেন। দক্ষিণের অংশে ভাগ্যন্বেষনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা লোকজন বসবাস করেন। তাই আদিবাসীরা বাস্তুসংস্থান হারিয়ে উত্তরে চলে এসেছেন। ভাগ্যন্বেষণে আসা এক ভবঘুরে ব্যক্তি ও তার স্বজনরা প্রায় ২০ বছর ধরে বড়োপটিলার বদলে এটিকে বারেকের টিলা নাম দিয়েছেন। আর স্থানীয় সংস্কৃতি ও ইতিহাসের প্রতি উদাসীন পর্যটকরা মূল নামে বদলে দিয়েছেন। বারেক টিলা (যা বারিক্কা টিলা, বারেকের টিলা নামেও পরিচিত) সবুজে মোড়া উঁচু টিলার একপাশে পাহাড়, অন্যপাশে স্বচ্ছ জলের নদী। টিলার ওপর দাঁড়ালে হাতছানি দেয় মেঘ-পাহাড়। হাওর-নদী-পাহাড়ের এই অপরূপ সৌন্দর্যের এ লীলাভূমি একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান।
বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের লাউড়েরগড় এলাকায় ভারত সীমান্ত ঘেঁষে। একপাশে বাংলাদেশের সীমান্ত, ওপাশে ভারতের মেঘালয়, খাসিয়া পাহাড়। বারিক্কা টিলাতে রয়েছে ৪০ টির মত আদিবাসীদের পরিবার।[৩] এই এলাকায় ৩৬৫ একর জায়গাজুড়ে রয়েছে রঙ-বেরঙের নানা প্রজাতির গাছপালা।
দূরে পাহাড়, এক পাশে টিলা, তার পাশ দিয়ে নদী, সে এক অভূতপূর্ব দৃশ্য। ভারতের পাহাড়ে রয়েছে একটি তীর্থস্থান ও একটি মাজার। বছরের নির্দিষ্ট ভিন্ন ভিন্ন দিনে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার লোক জড় হয় পূণ্য স্নান ও উরসে, তখন ২-১ দিনের জন্য সীমান্ত উন্মুক্ত করা হয়।[৬] বর্ষায় উত্তর দিকে মেঘালয় পাহাড়ে মেঘগুলো মনে হয় হাত বাড়ালেই ধরা যাবে। পাহাড়ের গায়ে নানা রঙের মেঘের খেলা। মেঘ কখনো সবুজ পাহাড়কে ডেকে দিচ্ছে, আবার কখনো বৃষ্টি হয়ে ভিজিয়ে দিচ্ছে তার আপন ভালোবাসায়।[২] পাহাড় আর মেঘের সম্মিলনে এক অপরূপ শোভা। দেখা যায়, মেঘালয় পাহাড়ের আঁকাবাঁকা সড়কপথে চলাচল করছে ভারতীয় বিভিন্ন যানবাহন।
আম, জাম, কাঁঠল, জলপাই, লিচুসহ নানা ধরনের গাছ টিলা থেকে কেটে বাজারে বিক্রি ও জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে। একসময় বারেকটিলায় স্থানীয় আদিবাসী গারো সম্প্রদায়ের নিয়ন্ত্রণে ছিল। তখন আনারস, লেবু, কমলা, পানিজাম, বেল, কমলালেবু, টিলাজুড়ে বেত উলুবন ও কাশবনের বাগান শোভা পেত। বর্তমানে বৃক্ষহীন বারেকটিলায় পাথর উত্তোলনের জন্য আবাধে যত্রতত্র মাটি খোঁড়াখুঁড়ি, গাছ কেটে ফেলার কারণে টিলাগুলো দেখতে এখন কবরস্থানের মতো মনে হয়।
Tag:
শিমুল বাগান,শিমুল বাগান সুনামগঞ্জ,শিমুল বাগান তাহিরপুর,সুনামগঞ্জ শিমুল বাগান,শিমুল বাগান সুনামগঞ্জ ২০২২,শিমুল বাগান সুনামগঞ্জ ২০২৩,শিমুল বাগান তাহিরপুর সুনামগঞ্জ,সিলেট শিমুল বাগান,শিমুল ফুলের বাগান,শিমুল বাগান ভ্রমণ গাইড,জয়নাল আবেদন শিমুল বাগান,জয়নাল আবেদীন শিমুল বাগান,শিমুল,শিমুল বাগান সুনামগঞ্জ ২০২3,শিমুল বাগান সুনামগঞ্জ সিলেট,কম খরচে সুনামগঞ্জ শিমুল বাগান,এক নজরে শিমুল বাগান সুনামগঞ্জ,জয়নাল আবেদীন শিমুল বাগান সুনামগঞ্জ,শিমুল গাছ,শিমুল চাষ, বারেক টিলা,বারেক টিলা সুনামগঞ্জ,বারিক্কা টিলা,বারিক টিলা,বারেকের টিলা,#বারেক টিলা ট্যুর,বারেক টিলার সবুজ বন,টিলা,নীলাদ্রি বারেক টিলা শিমুল বাগান,বারেকেটের টিলা,সিলেট সুনামগঞ্জ বারেক টিলা বা বারিক্কা টিলা,বারিক্কা টিলা সীমান্ত,বারিক্কা টিলা সুনামগঞ্জ,বারিক্কা টিলা সীমান্ত সুনামগঞ্জ,বারিক্কা_টিলা,#নিলাদ্রী লেক ট্যুর,নীলাদ্রি লেক,এক নজরে বারেক টিলা | সিলেট | আজ দুজনায় |kazi nourin |aj dujonay | lady biker bangladesh,নিলাদ্রি,লাউরের গড়, টাংগুয়ার হাওড়,টাংগুয়ার হাওর,টাঙ্গুয়ার হাওড়,টাঙ্গুয়ার হাওর,টাঙ্গুয়ার হাওর ট্যুর প্যাকেজ,টাংগুয়ার হাওরে রাত্রী যাপন,টাংগুয়ার হাওরে যাওয়ার রাস্তা,টাঙ্গুয়ার হাওর ভ্রমণ,টাঙ্গুয়ার হাওড়ে কিভাবে যাবো,টাঙ্গুয়ার হাওর ভ্রমণ খরচ,টাঙ্গুয়ার হাওর
Информация по комментариям в разработке