মুরগি আগে না ডিম আগে⁉️ | মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী | #foryou #shorts #vairal #waz
১. কলেমা তাইয়্যিবা (Kalima Tayyibah)
আরবি:
لَا إِلٰهَ إِلَّا اللهُ مُحَمَّدٌ رَسُوْلُ اللهِ
উচ্চারণ:
লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
অর্থ:
আল্লাহ্ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর রাসূল।
২. কলেমা শাহাদাত (Kalima Shahadat)
আরবি:
أَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ
উচ্চারণ:
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শরীকালাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
অর্থ:
আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সা.) তাঁর বান্দা ও রাসূল।
৩. কলেমা তামজীদ (Kalima Tamjeed)
আরবি:
سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ للهِ وَلَا إِلٰهَ إِلَّا اللهُ وَاللهُ أَكْبَرُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ الْعَلِيِّ الْعَظِيْمِ
উচ্চারণ:
সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিইল আজীম।
অর্থ:
আল্লাহ পবিত্র, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ মহান। সমস্ত শক্তি ও ক্ষমতা কেবল মহান ও মহীয়ান আল্লাহরই।
৪. কলেমা তাওহীদ (Kalima Tawheed)
আরবি:
لَا إِلٰهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، يُحْيِيْ وَيُمِيْتُ، وَهُوَ حَيٌّ لَا يَمُوْتُ، أَبَدًا أَبَدًا، ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ، بِيَدِهِ الْخَيْرُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
উচ্চারণ:
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ইউহিই ওয়াইয়ুমিতু, ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু, আবাদান আবাদা, যুল জলালি ওয়াল ইকরামি, বিইয়াদিহিল খাইরু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর।
অর্থ:
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। সার্বভৌমত্ব তার, প্রশংসাও তার জন্য। তিনিই জীবন দান করেন ও মৃত্যু দেন। তিনি চিরঞ্জীব, কখনো মরবেন না। তিনি মহিমা ও সম্মানের অধিকারী। কল্যাণ তাঁর হাতেই, আর তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান।
৫. কলেমা ইস্তেগফার (Kalima Istighfar)
আরবি:
أَسْتَغْفِرُ اللهَ رَبِّيْ مِنْ كُلِّ ذَنْبٍ أَذْنَبْتُهُ عَمَدًا أَوْ خَطَأً سِرًّا أَوْ عَلَانِيَةً وَأَتُوْبُ إِلَيْهِ مِنَ الذَّنْبِ الَّذِيْ أَعْلَمُ وَمِنَ الذَّنْبِ الَّذِيْ لَا أَعْلَمُ، إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ وَسَتَّارُ الْعُيُوْبِ وَغَفَّارُ الذُّنُوْبِ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ الْعَلِيِّ الْعَظِيْمِ
উচ্চারণ:
আস্তাগফিরুল্লাহা রব্বি মিন কুল্লি জান্বিন আজনাবতুহু আমদান আও খাতা-আন সিররান আও আলানিয়াতান, ওয়াতুবু ইলাইহি মিনাজ জান্বিল্লাযী আ’লামু, ওয়া মিনাজ জান্বিল্লাযী লা আ’লামু। ইন্নাকা আনতা আল্লামুল গুইয়ুবি, ওয়াসাত্তারুল উইয়ুবি, ওয়া গাফফারুয্ যুনুবি, ওয়ালা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিইল আজীম।
অর্থ:
আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার প্রতিপালকের কাছে, প্রত্যেক গোনাহের জন্য, যা করেছি জেনে বা না জেনে, গোপনে বা প্রকাশ্যে। আমি তাঁর কাছে তওবা করছি সেই গোনাহ থেকে যা জানি এবং যা জানি না। নিশ্চয়ই তুমি গুপ্ত বিষয়সমূহের জ্ঞাতা, দোষসমূহ ঢেকে রাখো, গোনাহসমূহ ক্ষমা করো। আর সমস্ত শক্তি ও ক্ষমতা কেবল মহান ও মহীয়ান আল্লাহরই।
Информация по комментариям в разработке