নার্সিং ভর্তি পরীক্ষা প্রস্তুতি ২০২৩ | কলেজ চয়েস | জেলা কোটা | Nursing Admission | নার্সিং আবেদন
উল্লেখ্য, কলেজ তালিকা দেখতে আমাদের whatsapp group এ জয়েন করুন। মেসেঞ্জার গ্রুপে এড হওয়ার জন্য Rubel Hossain Munshi 'তে মেসেজ দিন।
নার্সিং ভর্তি পরীক্ষা প্রস্তুতি WhatsApp গ্রুপে যারা এড নেই, নিচের লিংকে ক্লিক করে জয়েন করুন, লিংক দিয়ে জয়েন করতে না পারলে 📲 01866-074200 নাম্বারে মেসেজ দিন।
______________________________________________
WhatsApp group (female students)
https://chat.whatsapp.com/FlmzFF6FkxR...
WhatsApp group (male students)
https://chat.whatsapp.com/Bx8kxOjvvt6...
______________________________________________
নার্সিং ভর্তি পরীক্ষায় আবেদন করতে কী কী লাগে?
১) SSC & HSC এর Roll Number, Reg. Number, পাসের সাল ও Board এর নাম।
২) আবেদন ফিঃ
বিএসসি আবেদন ফি ৭০০ টাকা, ডিপ্লোমা আবেদন ফি ৫০০ টাকা। উল্লেখ্য, কম্পিউটার দোকান থেকে আবেদন করলে ৫০-১০০ টাকা বেশি লাগতে পারে।
৩) যে কোর্সে আবেদন করবেনঃ
A. BSc in Nursing
B. Diploma in Nursing Science & Midwifery / Diploma in Midwifery
৪) অভিভাবকের নামঃ
৫) বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানাঃ
যেমনঃ গ্রাম, উপজেলা, জেলা।
৬) পোস্ট কোডঃ
আপনার বাবা/মায়ের NID কার্ডের পিছনের অংশে পোস্ট কোড লেখা থাকে, লিখে নিতে পাবেন। অথবা গুগুলে আপনার থানার কোড লিখে সার্চ দিলেও পেয়ে যাবেন। না পারলে কম্পিউটার দোকানদার থেকে হেল্প নিন।
৭) মোবাইল নাম্বার
৮) এক কপি পাসপোর্ট সাইজের ছবি
৯) শিক্ষার্থীর সাক্ষরঃ
কম্পিউটার দোকানে গিয়ে সাক্ষর সাদা কাগজে সাক্ষর করলে, সেটা দোকানদার স্ক্যান করে নিবে।
১০) কলেজ চয়েসের পর্যায়ক্রমঃ
বিএসসি হলে ১৫ টি কলেজ চয়েস দিবেন।
ডিপ্লোমা ইন নার্সিং এ ভর্তি হতে চাইলে ৪৭ টি ডিপ্লোমা নার্সিং ইন্সটিটিউট চয়েস দিবেন, এবং
ডিপ্লোমা ইন মিডওয়াইফারি'তে ভর্তি হতে চাইলে 62 টি ডিপ্লোমা মিডওয়াইফারি ইন্সটিটিউট চয়েস দিবেন।
আর ডিপ্লোমা মেয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে আপনি চাইলে সর্বোচ্চ ৪৭+৬২ টি ডিপ্লোমা ইন্সটিটিউট সব গুলোই চয়েস দিতে পারবেন আপনার পছন্দের পর্যায়ক্রমে।
তবে, নিজের বিভাগের ইন্সটিটিউট যেগুলো কমপিটিশন কম বা দূরের জেলা গুলো যেগুলোতে কমপিটিশন কম, সেগুলো আগে সিলেক্ট করলে ভালো।
১১) পরীক্ষা কেন্দ্র সিলেক্টঃ
নার্সিং ভর্তি পরীক্ষা কেন্দ্র ২০ টি, যথাঃ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, গাজীপুর, টাংগাইল, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, যশোর, বগুড়া, দিনাজপুর, পটুয়াখালী, হবিগঞ্জ, রাঙামাটি ও গোপালগঞ্জ।
নার্সিং কলেজ/ইন্সটিটিউট চয়েস দেওয়ার সাথে পরীক্ষা কেন্দ্রের কোনো সম্পর্ক নেই। আপনি উল্লেখিত ২০ টি কেন্দ্রের যেকোনো ১ টি কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন।
Rubel Hossain
Registered Nurse & Instructor
#নার্সিং_ভর্তি
#নার্সিং_ভর্তি_পরীক্ষা
#জেলা_কোটা
#কলেজ_চয়েস
#বিএসসি_নার্সিং
#ডিপ্লোমা_নার্সিং
Информация по комментариям в разработке