Don't tell anyone about your dreams - Abu Taha Muhammad Adnan || যে স্বপ্ন দেখলে কাউকে বলবেন না_ আবু ত্বহা মুহাম্মদ আদনান
শেষ জামানায় কিন্তু মুমিন ব্যক্তিদের মধ্যে অনেক মুমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে। এটাও এসেছে। মুমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে। কোরআনে এমনও দলিল আছে যে কাফেরের স্বপ্নও সত্য হয়েছে। কোন সূরায় আছে? কে বলতে পারবেন? কাফের ব্যক্তির স্বপ্নও সত্যি হয়েছে এমন দলিল কোরআনের কোথায় আছে? কে বলতে পারবেন? হ্যাঁ, সূরা ইউসুফ কি নাম আপনার? আশিক। ঠিক আছে, মাশাআল্লাহ। আশিক ভাইয়ের জন্য আমাদের একটা হাদিয়া থাকবে ইনশাআল্লাহ। আপনি আলোচনার শেষে নিয়ে যাবেন। তো ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা সূরা ইউসুফ, সেখানে আছে যে অমুসলিম দুজন ব্যক্তির স্বপ্ন সত্য হয়েছে। হয় নাই? একজন এসে বলেছিলেন আমার মাথায় রুটি, রুটি খেয়ে নিচ্ছে পাখি। আরেকজন বলেছেন আমার হাতে ছিল শারাব, এই শারাব আমি পান করাচ্ছি রাজাকে, বাদশাকে। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে পান করাচ্ছে বাদশাকে সে নাজাত পেয়ে যাবে জেল থেকে, আর যার মাথা থেকে রুটি খাওয়া হচ্ছে তাকে শূলদণ্ড দেওয়া হবে। ঘটনা সত্য ছিল তো? আচ্ছা। এখানে এই দুই ব্যক্তি কিন্তু মুসলিম নন, তারা কিন্তু অমুসলিম। তো যেটা বলছিলাম যে আল্লাহর পক্ষ থেকে মুমিন ব্যক্তিকে সত্য স্বপ্ন দেখানো হতে পারে শেষ জামানায়। বেশি বেশি হতে পারে। তাই যখন ভালো কোন স্বপ্ন দেখবেন, শুকরিয়া আদায় করবেন আল্লাহর কাছে। আর যদি খারাপ কোন স্বপ্ন দেখেন, তাহলে কাউকে বলতে যাবেন না। খারাপ স্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না, বরং দু রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। আল্লাহ, আমি এই খারাপ স্বপ্ন দেখেছি, এর থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি।
পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরান এর ১৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন: "ইন্না দ্বীন ইন্দাল্লাহিল ইসলাম" আল্লাহ রব্বুল আলামীন নিজে বলছেন যে নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দ্বীন বা জীবন ব্যবস্থার নাম কী? ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? আমরা বলি শান্তি। সত্যিকার অর্থে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। যে ব্যক্তি আত্মসমর্পণ করে, যে ব্যক্তি ইসলাম পরিপূর্ণরূপে পালন করে, তাকে আমরা বলি মুসলিম। যেমন এই মুসলিম শব্দের সাথে যে নবীর নাম জড়িত, সেটা হলো তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সূরা হজ্ব পড়ে দেখবেন, "হুয়া সাম্মাকুমুল মুসলিমিন" তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম, এই জাতির নাম দিয়েছেন। তিনি আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা।
তো ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, "ইজ ক্বালা লাহু রব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরব্বিল আলামিন।" যখনই আল্লাহ পাক ইব্রাহিমকে বলতেন আলাইহিস সালাম, যে আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম কোন বিজ্ঞান, যুক্তি, দর্শন খুঁজতে যেতেন না। তিনি বলতেন, "আসলামতু লিরব্বিল আলামিন" আমি বিশ্বজগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। উদাহরণ দিচ্ছি, আল্লাহ রব্বুল আলামীন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন স্ত্রী এবং সন্তানকে জনমানবশূন্য কাবা ঘরের পাশে রেখে আসতে। ঠিক আছে? জানি তো আমরা। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন সেখানে কোন মানুষ নেই, কোন পানি নেই, কোন প্রাণীও নেই, না খাবার আছে না পানি আছে না কোন প্রাণী আছে। এরপরেও তিনি স্ত্রী এবং সন্তানকে সেখানে রেখে আসলেন। আল্লাহ পাককে প্রশ্ন করলেন না, কেন রেখে আসব, এর পিছনে কারণ কি, যুক্তি কি, দর্শন কি? জিজ্ঞেস করেছেন? "ইজ ক্বালা লাহু রব্বুহু আসলিম" যখনই আল্লাহ পাক বলেছেন আত্মসমর্পণ করো, মেনে নাও, তিনি বলেছেন "আসলামতু" আমি মেনে নিলাম "লিরব্বিল আলামিন"। আল্লাহ রব্বুল আলামীন তাকে বলেছেন যে তোমার সন্তান ছোট, হয়তো বয়স হবে ১০, ১২ বা ১৫ বছর, আল্লাহ পাক তাকে বলছেন সন্তানকে জবাই করতে হবে। কি করতে হবে? জবাই করতে হবে। তিনি চলে গেলেন, সন্তানকে বললেন, "ইয়া বুনাই, হে আমার সন্তান" যার নাম ইসমাইল আলাইহিস সালাম। "ইন্নি আরা ফিল মানামি আন্নি আজবাহুক" আমি আমার স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। কি করছি? জবাই করছি। আর নবী-নবী-দের স্বপ্ন কিন্তু ওহী। নবীদের স্বপ্ন কি হয়? ওহী। ওহী মানে কি? আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ, আল্লাহর পক্ষ থেকে মেসেজ। সবার স্বপ্ন কিন্তু ওহী নয়। নবীদের স্বপ্ন কি? ওহী। ওহী মানে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান, যেটা আল্লাহ পাক তাঁর বান্দাদের মধ্য থেকে কিছু কিছু বান্দার কাছে পাঠান বাছাইকৃতভাবে। কীভাবে পাঠান? আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে পাঠান। নবীদের স্বপ্ন ওহী আর শেষ জামানায় কিন্তু মুমিন ব্যক্তিদের মধ্যে অনেক মুমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে। #আবু_ত্বহা_মুহাম্মদ_আদনান #আবু_ত্বহা_মোহাম্মাদ_আদনান_এবং_মুজাফফর_বিন_মহসিনের_ফেতনার_জবাব #আবু_ত্বহা_মুহাম্মাদ_আদনান #আবু_ত্বহা_মোহাম্মদ_আদনান
Информация по комментариям в разработке