হবিগঞ্জ জেলার বিভিন্ন পর্যটন জায়গা পর্ব-০১ ।। Different tourist places of Habiganj district Part-01
সুফি সাধক হযরত শাহজালাল (রঃ) এর অনুসারী সৈয়দ নাছির উদ্দিন (রঃ) এর পূণ্যস্মৃতি বিজড়িত খোয়াই, করাঙ্গী সুতাং, বিজনা, রত্না প্রভৃতি নদী বিধৌত হবিগঞ্জ একটি ঐতিহাসিক জনপদের নাম । ঐতিহাসিক সুলতানসী হাবেলীর প্রতিষ্ঠাতা সৈয়দ সুলতানের অধঃস্তন পুরুষ সৈয়দ হেদায়েত উল্লাহর পুত্র সৈয়দ হবিব উল্লাহ খোয়াই নদীর তীরে একটি গঞ্জ বা বাজার প্রতিষ্ঠা করেন । তাঁর নামানুসারে হবিবগঞ্জ থেকে কালক্রমে তা হবিগঞ্জে পরিণত হয়
এ জেলার আয়তনে ২,৬৩৬.৫৮ বর্গ কিলোমিটার।[২] হবিগঞ্জ জেলার উত্তরে সুনামগঞ্জ ও সিলেট জেলা, দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে মৌলভীবাজার জেলা এবং পশ্চিমে ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলা। হবিগঞ্জ জেলা চায়ের বাগান, হাওর ও বনাঞ্চলের জন্যে অতি পরিচিত। হবিগঞ্জ জেলার দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য হলো; কালেঙ্গা অভয়ারণ্য, রাবার বাগান, সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চল, রেমা কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চল, বিতঙ্গল আখড়্ বিবিয়ানা গ্যাস ফিল্ড ইত্যাদি।
হবিগঞ্জ এর সকল দর্শনীয় স্থানের নামের তালিকা
1. সিপাহসালার হজরত শাহ সৈয়দ
নাসির উদ্দিনের (রহ.) মাজার,
2. সাতছড়ি রিজার্ভ ফরেস্ট,
3. ফরুটসভ্যালি,
4. রেমা চা-বাগান,
5. সাতছড়ি চা-বাগান,
6. কালেঙ্গা রিজার্ভ ফরেস্ট,
7. দেউন্দি চা-বাগান,
8. লালচান্দ চা-বাগান,
9. পারকুল চা-বাগান,
10. দারাগাঁও চা-বাগান,
11. আমু চা-বাগান,
12. নালুয়া চা-বাগান,
13. চান্দপুর চা-বাগান,
14. চন্ডীছড়া চা-বাগান,
15. লস্করপুর চা-বাগান,
16. চাকলাপুঞ্জি চা-বাগান,
17. রাবারবাগান,
18. শ্রীবাড়ী চা-বাগান,
19. বানিয়াচং প্রাচী রাজবাড়ির
ধংসাবশেষ,
20. সাগরদীঘি,
21. বানিয়াচং পুরানবাগ মসজিদ,
22. নাগুড়া ফার্ম,
23. হব্যা গোমার দারা গুটি,
24. বিথঙ্গল আখড়া,
25. চুনারুঘাট বাল্লা স্থল বন্দর ।
বিখ্যাত ব্যক্তি-
সৈয়দ নাসির উদ্দীন - শাহ জালালের সঙ্গী ও তরফ বিজয়ী বীর;
সৈয়দ সুলতান (১৫৫০-১৬৪৮) - মধ্যযুগের প্রখ্যাত কবি;
সৈয়দ গোয়াস উদ্দীন - সৈয়দ সুলতান এর জ্যেষ্ঠ পুত্র, সাধক ও সমাজ সংস্কারক;[৩][৪]
শেখ ভানু (১৮৮৯-১৯১৯) - প্রখ্যাত সাধক;
বিপিন চন্দ্র পাল (১৮৫৮-১৯৩২) - ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব;
জগৎজ্যোতি দাস (১৯৪৯-১৯৭১) - বীরবিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের দাস বাহিনীর প্রধান;
এম এ রশীদ - বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রথম ভাইস চ্যান্সেলর ও সাবেক মন্ত্রী;
আব্দুর রউফ চৌধুরী (১৯২৯-১৯৯৬) - দ্রোহী কথাসাহিত্যিক;
আজিম- (১৯৩৭-২০০৩) - অভিনেতা
সিরাজুল হোসেন খান - রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য;
মৌলানা আছাদ আলী - রাজনীতিবিদ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক;
শাহ এ এম এস কিবরিয়া - সাবেক অর্থমন্ত্রী, কূটনীতিক, পররাষ্ট্র সচিব এবং এসকাপের সাবেক নির্বাহী সচিব;
কমান্ড্যান্ট মানিক চৌধুরী - রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা;
দেওয়ান ফরিদ গাজী - মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও রাজনীতিবিদ;
মেজর আব্দুল ওয়াহেদ চৌধুরী - (১৯১৪-১৯৬৫) প্রতিষ্ঠাকালীন দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক, প্রশিক্ষন রেজিমেন্ট ,ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট ,১৯৪৮ ইং ;
মোহাম্মদ আবদুর রব - মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সেকেন্ড ইন কমান্ড, বাংলাদেশের প্রথম সেনাবাহিনী প্রধান;
মেজর জেনারেল (অবঃ) সি আর দত্ত - মুক্তিযুদ্ধের সংগঠক ও সেক্টর কমান্ডার;
সিরাজুল হোসেন খান - রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য;
এনামুল হক মোস্তফা শহীদ - মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক সংসদ সদস্য;[৫]
রামনাথ বিশ্বাস - ভূপর্যটক
সৈয়দ এ. বি. মাহমুদ হোসেন - সাবেক প্রধান বিচারপতি;
সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন - সাবেক প্রধান বিচারপতি;
ফজলে হাসান আবেদ (১৯৩৬ - ২০১৯) - ব্র্যাক-এর প্রতিষ্ঠাতা;
সেগুফতা বখ্ত চৌধুরী সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক;
সৈয়দ মোস্তফা কামাল - সাহিত্যিক, প্রাবন্ধিক, শেকড় সন্ধানী গবেষক, ইতিহাসবিদ,লেখক ও সাবেক ডি ডি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ;[৬]
আবদুল মান্নান চৌধুরী - সাবেক সংসদ , ইংল্যান্ডে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক;
মোহাম্মদ ফরাসউদ্দিন - বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর;
নাজমুল হোসেন (জন্মঃ ১৯৮৭) - জাতীয় দলের ক্রিকেটার;
অনুদ্বৈপায়ন ভট্টাচার্য - শিক্ষাবিদ ও শহীদ বুদ্ধিজীবী;
হেমাঙ্গ বিশ্বাস - ভারতের স্বাধীনতা আন্দোলনের ব্যক্তিত্ব, কবি ও গায়ক;
সৈয়দা রিজওয়ানা হাসান - আইনজীবি ও পরিবেশবিদ;
সুবীর নন্দী - কন্ঠশিল্পী।
হবিগঞ্জ জেলার বিভিন্ন পর্যটন জায়গা পর্ব-০১ ।। Different tourist places of Habiganj district Part-01, হবিগঞ্জ জেলার বিভিন্ন পর্যটন জায়গা পর্ব-০১, #11tv Bangla, #Habiganj district, habiganj news, habiganj district bangladesh, habiganj drone, হবিগঞ্জ জেলা, সিলেট বিভাগ, habiganj sadar upazila, হবিগঞ্জ জেলার খবর, হবিগঞ্জ জেলার দর্শনীয় স্থান, হবিগঞ্জ জেলার ইতিহাস, beautiful bangladesh 4k, beautiful bangladesh tvc, হবিগঞ্জ জেলার সকল দর্শনীয় স্থান Habiganj district documentary
~-~~-~~~-~~-~
Please watch: "ঘর বেঁধেছে ভাল ঘর আমি ।। চমৎকার লালন সাইজীর গান ।। প্রখ্যাত সঙ্গীত শিল্পী শফি মন্ডল ও ডলি মন্ডল "
• ঘর বেঁধেছে ভাল ঘরামি ।। চমৎকার লালন সাইজীর...
~-~~-~~~-~~-~
Информация по комментариям в разработке