অন্নদাশঙ্কর রায়ের সেই কীর্তিমান শেখ মুজিবুর রহমান কি মুহূর্তেই গড়ে উঠেছিলেন, নাকি ধীরে ধীরে ছেলেবেলা থেকেই তৈরি হচ্ছিলেন স্বাধীনতার এই মহানায়ক? একজন দেশপ্রেমিক যেমন একদিনে সৃষ্টি হয় না, তাঁর মন, চারপাশের জগতের সাথে তাঁর মিথস্ক্রিয়া তাঁকে যোগ্য বীর হিসেবে গড়ে তোলে। তেমনি কেমন ছিল জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ছেলেবেলা? কিভাবে ধীরে ধীরে বাংলার মাটি ও মানুষের সাথে তাঁর নাড়ীর সম্পর্ক গড়ে উঠেছিলো? বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকে রাজনীতির কবি বাংলার মহানায়কের জীবন নিয়ে নির্মিত হয়েছে আগামীল্যাবস এর এনিমেশন "খোকা থেকে বঙ্গবন্ধু জাতির পিতা"।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুকাল থেকেই স্বভাবসুলভ নেতৃত্বগুণে, অনন্য সাধারণ ও স্বতন্ত্র দর্শনে এবং বহু ত্যাগের বিনিময়ে আদরের খোকা থেকে হয়ে উঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা।
শিশুকাল থেকে তাঁর নেতৃত্বের মধ্যে দেখা যায় সকলের জন্য মঙ্গলজনক স্বতন্ত্র সামাজিক দর্শন, সকল ধর্মের মানুষের প্রতি সহমর্মিতা, জাতীয়তাবাদী মনোভাব ও গণতন্ত্রের প্রতি অগাধ আস্থা। কিন্তু বঙ্গবন্ধুর এই বর্ণিল শৈশব ও কৈশোর এখনো অনেক শিশুকিশোর ও তরুণদের অজানা। আগামী-প্রজন্ম তথা আজকের শিশুকিশোরতরুণসহ সবার কাছে প্রাণপ্রিয় নেতা স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শন এনিমেশনের মাধ্যমে সহজে বোধগম্য করে উপস্থাপন করা এই চলচ্চিত্রের মূল লক্ষ্য। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে আগামীল্যাবসের নিবেদন প্রায় ৯২ মিনিট দৈর্ঘ্যের এই এনিমেশন।
এনিমেশনে উপস্থাপন করা করা হয়েছে শিশু মুজিবের মনে মানুষকে সমমর্যাদা দেবার এক ব্যতিক্রমী চিত্র এবং গতানুগতিক পারিবারিক নিয়মের বাইরে গিয়ে মানব সেবার কাজে তার বাবা মায়েরও ছিল প্রবল সমর্থন, যা বর্তমান সময়ের বাবা-মায়েদের জন্য একটি অনুসরণীয় দিক হতে পারে। বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর ও তারুণ্য আজকের শিশু-কিশোর-তরুণদের ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পথ দেখাবে। তাঁর আদর্শ এসময়ের শিশু-কিশোর ও তরুণদের যথার্থ নেতা অথবা আদর্শ শিক্ষক কিংবা অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে প্রতিবাদী সঙ্গী হয়ে ওঠার প্রেরণা যোগাবে। তখনকার কলকাতার হিন্দু-মুসলিম দাঙ্গা বঙ্গবন্ধুর মনে গভীর রেখাপাত করেছিল বলে তিনি সকল ধর্মের মানুষের জন্য হিতকর ধর্মনিরপেক্ষতার কথা ভেবেছিলেন। দেশভাগ তাঁর মনোজগতে প্রবলভাবে রেখাপাত করেছিল এবং সমসাময়িক রাজনীতি তাঁকে আরো পরিপক্ক ও জাতীয়তাবাদী করে তুলেছিল। শৈশব কৈশোর ও তারুণ্যের সমস্ত পালাক্রমের মধ্যে দিয়েই টুঙ্গিপাড়ার খোকা হয়ে উঠেন বিশ্বনেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
চলচ্চিত্রটিতে যা আছেঃ চলচ্চিত্রটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার “শেখ মুজিব আমার পিতা“সহ জাতীয় পাঠ্যপুস্তকের অবলম্বনে নির্মিত।
কলকাতার বেকার হোস্টেলে থেকে শৈশবের স্মৃতি চারণ দিয়ে মুভিটি শুরু হয়। তারপর কলকাতার দাঙ্গা, দেশ ভাগ, নতুন ছাত্র প্রতিষ্ঠান তৈরি, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী আন্দলন-ছাত্রত্ব বাতিল, ভাষা আন্দলন, ৬ দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা, উনসত্তরের গণঅভ্যুত্থান, বঙ্গবন্ধু উপাধি, ৭০-এর নির্বাচন, ৭ই মার্চের ভাষণ, এবং স্বাধীনতার ঘোষণা দিয়ে ১ঘণ্টা ৩২মিনিটের মুভিটি শেষ হয়।
চরিত্রঃ চলচ্চিত্রে #বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সাথে আছেন তাঁর মা, বাবা, সহধর্মিণী মহানায়কের মহাপ্রেরণা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা, শিশু শেখ হাসিনা, শেখ কামাল, শেখ জামাল, শিশু রাসেল জাতীয় চার নেতা, মাওলানা ভাসানী, শামসুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এ.কে.ফজলুক হক, তোফায়েল আহমেদ সহ অসংখ্য ঐতিহাসিক চরিত্র ।
অন্তরালেঃ ২০১৯এর শুরু থেকে এনিমেশনটির কাজ শুরু হয়। দশজন এনিমেটর ছাড়াও একশতর অধিক আর্টিস্ট ও ভয়েজ আর্টিস্ট কাজ করেছে।
প্রতিবন্ধকতাঃ সম্পূর্ণ আগামীল্যাবসের নিজস্ব অর্থে এবং করোনা মহামারির মন্দা অর্থনীতিতে পরিচালক ও প্রযোজকের প্রায় সব সঞ্চয় খরচ করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। সম্মুখীন হতে হয়েছে দক্ষ জনবলের অভাব।
নির্মাণঃ রিসার্চ টিম।স্টোরি তৈরি।স্ক্রিপ্টিং।স্টোরি বোর্ড।ইলাস্ট্রেশন।ভয়েজ রেকর্ডিং।এনিমেশন।মডিফিকেশন।ফাইনাল সাউন্ড।ফাইনাল রেন্ডার। এনিমেশন সফটওয়্যার এনিমি স্টুডিও (মোহো) এবং এফ.এল স্টুডিও সাউন্ড নির্মাণে ব্যবহার করা হয়েছে।
উল্লেখ্য যে, ২০২০ সালের ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ও ২০২১ সালের ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে ধারাবাহিকভাবে চলচ্চিত্রের প্রথম ২২মিনিট ও প্রথম ৪০মিনিট জনপ্রিয় টেলিভিশন একুশে টিভিতে সম্প্রচারিত হয়। কোভিড-১৯ এর করাল থাবায় যখন বিশ্ব স্থবির হয়ে পড়েছিল, তখনো আগামীল্যাবসের সকল কুশীলব ঘরে বসেই চলচ্চিত্রটির নির্মাণকাজ এগিয়ে নিয়ে যেতে থাকেন। চলচ্চিত্র পরিচালকের দক্ষতা ও আগামীল্যাবসের ব্যবস্থাপনা পরিচালকের ঐকান্তিক ইচ্ছায় অর্থকষ্টসহ শত বাধা ডিঙ্গিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলে এনিমেশনের কাজ। আগামীল্যাবস সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে চলচ্চিত্রটি তৈরি করে বঙ্গবন্ধুর প্রতি অশেষ কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিবেদন করছে। এবং বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মক্ষণ রাত ৮:৪৫মিনিটে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যার প্রতি শ্রদ্ধা জানিয়ে চলচ্চিত্রটি অনাড়ম্বরভাবে আগামীল্যাবসের ইউটিউব চ্যানেল AGAMi TV তে সকলের জন্য উন্মুক্ত করেছে।
“খোকা থেকে বঙ্গবন্ধু জাতির পিতা” এনিমেটেড চলচ্চিত্রটি পরিচালনা করেছেন প্রফেসর ড. মোঃ হানিফ সিদ্দিকী। কাহিনী সম্পাদনা করেছেন #AGAMiLabs ব্যবস্থাপনা পরিচালক ও এই চলচ্চিত্রের প্রযোজক তসলিমা খানম, বিশিষ্ট লেখক রুদ্র সাইফুল ও সানজিদা শারমিন প্রমি। এনিমেশনের মত জটিল কাজে নেতৃত্ব দিয়েছেন একঝাঁক তরুণ এনিমেটর ও চিত্রশিল্পী। নাট্যকলার সাথে সম্পৃক্ত একঝাঁক তরুণ অভিনেতার কণ্ঠে ফুটে উঠেছে কাহিনীচিত্র। পৃথ্বিরাজ রঞ্জন নাথের মিউজিক ডিরেকশন ও শব্দ কৌশলে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।
Please #Subscribe to our channel.
Need to know more about us?
Go to: https://agamilabs.com
Информация по комментариям в разработке