ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা | Lalbagh Fort | Traditional Lalbagh fort | Lalbagh Kella

Описание к видео ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা | Lalbagh Fort | Traditional Lalbagh fort | Lalbagh Kella

#লালবাগ​ কেল্লা বাংলায় মোঘল ইতিহাসের অবিচ্ছেদ্য একটি অংশ। #রাজধানী​ ঢাকার দক্ষিণে বুড়িগঙ্গা নদীর তীরে বংশাল থানার লালবাগ নামক জায়গায় অবস্থিত। লালবাগ কেল্লার প্রাচীন নাম ছিল ‘কিল্লা আওরঙ্গবাদ’। মোঘল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র যুবরাজ আজম শাহ বাংলার সুবেদার হয়ে ১৬৭৮ সালে ঢাকায় আসেন ও তিনি কিল্লা আওরাঙ্গবাদ নামে একটি #প্রাসাদ​ দুর্গ নির্মাণের কাজ হাতে নেন। তবে তিনি এই দুর্গ নির্মাণের কাজ শেষ করতে পারেননি। কারণ মারাঠাদের মোকাবেলার জন্য সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। ফলে তিনি দুর্গটির নির্মাণ কাজ অসম্পূর্ণ রেখেই #ঢাকা​ ত্যাগ করেন।

পরে ১৬৮০ সালে শায়েস্তা খান দ্বিতীয়বার বাংলার সুবেদার হয়ে ঢাকায় আসেন। তখন কেল্লার কাজটি পুনরায় শুরু হয়। তিনি এর নাম পরিবর্তন করে রাখেন লালবাগ কেল্লা...


লালবাগ কেল্লার অজানা ইতিহাস | Lalbagh Kella | Old Dhaka | Fort Aurangabad | Mughal Period


Thanks for watching ❤️❤️❤️❤️🥰🥰

JK :(:

Комментарии

Информация по комментариям в разработке