Country that loves India. ভারতকে ভালোবাসে এই দেশ।
   • This Country Will Fight For India!😲  ভারতে...  
নমস্কার, প্রনাম, সালাম বন্ধুরা। 'Bengol Fact' এর, আরো একটি নতুন ভিডিওতে, আপনাদের সবাইকে, স্বাগত। চলুন সময় নষ্ট না করে, আলোচনা করা যাক👍 
আজকের বিষয়টি হলো, ভারতকে ঘৃণা করে, অর্থাৎ পছন্দ করে না, এমন পাঁচটি দেশ। 
ভারত পৃথিবীর, বৃহৎ শক্তিশালী দেশগুলির, একটি হলেও... বিগত 5000 বছরের ইতিহাসে, ভারত কাওকে আক্রমণ করেনি। বরং বহিরাগত দ্বারা বার বার আক্রান্ত এবং গণহত্যা, লুটপাট প্রভৃতির শিকার হয়েছে। এমনকি ভারত, নিউক্লিয়ার শক্তিধর দেশ হওয়া সত্ত্বেও 'No Frist Use' পলিসি গ্রহণ করেছে। অর্থাৎ, ভারত যুদ্ধে কোনো শত্রু দেশের উপর আগে নিউক্লিয়ার Attack করবে না। এবং কোনো শত্রু দেশের কাছে যদি নিউক্লিয়ার বোম না থাকে, তাহলে ভারত সেই দেশের বিরুদ্ধে নিউক্লিয়ার বোমের ব্যাবহার করবে না। বিনামূল্যে Vaccine কিংবা ওষুধ দেওয়ার ব্যাপারে যে দেশটি দ্বিতীয় বার ভাবে না, সেই মহান Buddha এবং Gandhi দেশটি হলো ভারতবর্ষ । তাই ভারতবর্ষকে ভালোবাসে এমন দেশের সংখ্যা নেহাতি কমনই। তবুও কিছু ছোট এবং অপ্রত্যাশিত কারণে এই দেশগুলি ভারতকে কিছুটা হলেও ঘৃণা করে।
5. তুর্কী (Turkey) ভারতকে শুধুমাত্র, নিজের অহংকারের জন্যে, ঘৃনা করে যে দেশটি, সেটি হলো Turkey , তুর্কী সবসময়, ভারতের বিরুদ্ধে, উত্তেজিত ভাষণ দেয়, এবং Muslim community হওয়ায়, এই দেশটি, সবসময় ভারতের শত্রু দেশ, পাকিস্তান কে support করে। তাছাড়া Jammu নিয়ে, ভারতের বিরুদ্ধে, খোলামেলা বয়ান দিতেও দেখা যায় এই দেশটিকে।
4. বাংলাদেশ (Bangladesh) 1971 সালে সৈন্য, অস্ত্র, ইত্যাদি দিয়ে বাংলাদেশকে সাহায্য করেছে ভারত। Bangladesh কে স্বাধীন করার পেছনে ভারতের অবদান অনস্বীকার্য। যার ফলস্বরূপ ভারতকে যুদ্ধের মতোন পরিস্থিতির সামনাও করতে হয়েছিল। এসব কারণ সত্ত্বেও, বাংলাদেশ কিছুটা হলেও ভারতকে ঘৃণা করে। তাছাড়া ধর্মগত বিভিন্নতা এবং পশ্চিম বঙ্গ সরকারের পদ্মা নদীতে জলবণ্টন গত সিদ্ধান্তের কারণেও বাংলাদেশের সরকার এবং সাধারণ মানুষ অখুশি। যার ফলে প্রায়ই বাংলাদেশকে চীনের সঙ্গে দূরত্ব কমাতে দেখা যায়।
3. শ্রীলঙ্কা (Srilanka) বার বার গৃহ যুদ্ধ এবং চীনের কাছে ধীরে ধীরে বিক্রি হচ্ছে যে দেশটি সেটি হলো শ্রীলঙ্কা। ভারত সবসময় অর্থ, ওষুধ প্রভৃতি দিয়ে সাহায্য করে শ্রীলঙ্কাকে। তবুও কিছু কারণের জন্যে এই দেশের সরকার এবং জনগণ ভারতকে ঘৃণা করে। যেমন ভারত এবং Srilanka র মধ্যে জল সীমানা বিবাদ প্রায়ই দেখা যায়। শ্রীলঙ্কাতে অবস্থিত তামিল জনগোষ্ঠীর উপর অত্যাচার, LTTE জঙ্গী গোষ্ঠীকে শেষ করার পেছনে ভারতের হাত, ইত্যাদি কারণে ভারতকে ঘৃণা করে শ্রীলঙ্কা ।
2. চীন (China) 1965 সালের ভারত চীন যুদ্ধ থেকে শুরু করে আজকের ডুকলাম বিবাদ পর্যন্ত চীন এর কমিউনিস্ট সরকার এবং কিছু সাধারণ মানুষ ভারতকে ঘৃণা করে। চীন সবসময় ভারতের অখণ্ড অংশ অরুণাচল প্রদেশ, সিকিম প্রভৃতি স্থান গুলি দখল করার স্বপ্ন দেখে। তাছাড়া Akshai Chin আগের থেকেই চীনের দখলে। চীন ভারতের শত্রু দেশ পাকিস্তানকে সবসময় অস্ত্র সস্ত্র দিয়ে ভারতের বিরুদ্ধে ব্যাবহার করে। এবং পাকিস্তানকে জম্মু কাশ্মীর ছিনিয়ে দেওয়ার মিথ্যা স্বপ্ন দেখায়।
1. পাকিস্তান (Pakistan) ভারতকে সবচেয়ে বেশি ঘৃণা করে এবং সম্পূর্ণ চীনের কাছে বিক্রি হয়ে গেছে যে দেশটি সেটি হলো পাকিস্তান। ভারত পাকিস্তান মোট পাঁচ বার যুদ্ধ হয়েছে, আর প্রত্যেক বারই হেরেছে পাকিস্তান। ভারতের অখণ্ড অংশ জম্মু কাশ্মীরকে নিজের অংশ বলে মনে করে পাকিস্তান, এবং হিন্দু  মুসলিম ধর্মীয় বিবাদের জন্যেও পাকিস্তান ভারতকে ঘৃণা করে।
তো এই ছিল পাঁচটি দেশ যারা ভারত দেশটিকে কম বেশী অপছন্দ করে।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে, Like, Comment, Share এবং Subscribe, অবশ্যই করবেন।ভারতের জন্যে যুদ্ধও করতে পারে যে পাঁচটি দেশ, এই ভিডিওটির লিংকটি Description box এ দেওয়া আছে, না দেখে থাকলে অবশ্যই দেখবেন।আবারও দেখা হবে, Bengol Fact এর, নতুন কোনো editionএ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
                         
                    
Информация по комментариям в разработке