নামিবিয়া | আফ্রিকার মরুভূমির রত্ন । Namibia | World History BD

Описание к видео নামিবিয়া | আফ্রিকার মরুভূমির রত্ন । Namibia | World History BD

আফ্রিকা মহাদেশের দক্ষিণ পশ্চিমে আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত একটি মরুময় দেশ নামিবিয়া।
একটি মরুময় দেশ হলেও নামিবিয়ার প্রাকৃতিক সুন্দয আফ্রিকার অন্যান্য দেশ থেকে অনেকটাই আলাদা। বিভিন্ন জীবজন্তু পশু পাখি এ দেশের মুল আকর্ষণের কেন্দ্র। নামিবিয়া প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ একটি দেশ। দেশটি আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত হওয়ায় এ দেশের পরজটন ব্যবস্থা চোখে পড়ার মতো।

সু প্রিয় দর্শক তাহলে চলুন আফ্রিকার একটি অনন্য সুন্দর দেশ নামিবিয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসি।

দেশটির পশ্চিমে আটলান্টিক মহাসাগর, উত্তরে জাম্বিয়া ও অ্যাঙ্গোলা, পূর্বে বটসোয়ানা এবং দক্ষিণ ও পূর্বে দক্ষিণ আফ্রিকা।

নামিবিয়া তে ঠিক কখন থেকে মানব সভ্যতার সূচনা হয়েছিল তার সঠিক প্রমান খুজে পাওয়া যায় নি।
তবে প্রাচীন উপজাতি ও ঔপনিবেশিক শাসনের সাথে এর ইতিহাস বেশ পুরনো ।

নামিবিয়ার প্রথম অধিবাসীরা ছিল সান, দামারা, ও নামা জনগোষ্ঠী। এ সব আদিবাসী গোষ্ঠী গুলো প্রায় ৬,০০০ বছর আগে থেকেই এই অঞ্চলে বাস করত।

১৫ শতকের শেষ দিকে প্রথম ইউরোপীয় পর্তুগিজ অভিযাত্রীরা নামিবিয়ার উপকূলে আসে। তবে তারা মূলত উপকূলীয় এলাকায় সীমাবদ্ধ ছিল। ১৮৮৪ সালে নামিবিয়া জার্মান উপনিবেশে পরিণত হয়। জার্মানরা এখানে অবকাঠামো উন্নয়ন করে, প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯২০ সালে লীগ অব নেশনস দক্ষিণ আফ্রিকার কাছে নামিবিয়ার নিয়ন্ত্রণ হস্তান্তর করে। এর পর থেকে স্বাধীনতা র আগ পরযন্ত দেশটি দক্ষিণ আফ্রিকারই নিয়ন্ত্রণে ছিলো ।
১৯৫০ এবং ১৯৬০-এর দশকে দক্ষিণ-পশ্চিম আফ্রিকা পিপলস অর্গানাইজেশন (SWAPO) স্বাধীনতার জন্য সংগ্রাম শুরু করে। দীর্ঘ মুক্তিযুদ্ধের পর, আন্তর্জাতিক চাপে ১৯৮৮ সালে দক্ষিণ আফ্রিকা নামিবিয়ার স্বাধীনতার পথ সুগম করে।
এর পর ১৯৯০ সালের ২১ মার্চ নামিবিয়া স্বাধীনতা অর্জন করে।

Комментарии

Информация по комментариям в разработке