ইউরোপের🇪🇺 সমুদ্র ভ্রমণের যাত্রা পথে প্রায় ২ঘন্টা যানজটে বাসে বসে রইলাম। প্রচন্ড গরমে বাসের এসি নষ্ট।

Описание к видео ইউরোপের🇪🇺 সমুদ্র ভ্রমণের যাত্রা পথে প্রায় ২ঘন্টা যানজটে বাসে বসে রইলাম। প্রচন্ড গরমে বাসের এসি নষ্ট।

ইউরোপের🇪🇺 সমুদ্র ভ্রমণের যাত্রা পথে প্রায় ২ঘন্টা যানজটে বাসে বসে রইলাম।আগস্ট মাসের ইটালি সহ ইউরোপের বিভিন্ন জায়গায় প্রচন্ড গরম পড়ে থাকে ।এই প্রচন্ড গরমের মধ্যে ইউরোপের বেশ কিছু দেশে এই আগস্ট মাসে বন্ধ থাকে।প্রচন্ড গরমে ইউরোপীয় এবং ইতালি দেশগুলোর মানুষগুলো সবাই, এই গরমে বেশিরভাগ সময় সাগর পাড়ে যায়। তাই সাগর পাড়ের রাস্তা প্রচন্ড পরিমাণে যানজট থাকে। যেখানে এক ঘন্টায় পৌঁছানোর রাস্তা সেইখানে এত পরিমানে যানজটের জন্য প্রায় তিন ঘন্টা সময় লেগে যায। এরকম একটি আমাদের যাত্রা সময় প্রচুর পরিমাণে যানজটের জন্য প্রায় তিন ঘণ্টা পরে আমরা সমুদ্রসৈকতে গিয়ে পৌঁছিয়েছি । প্রচন্ড গরমে ইতালির বাসের এসি নষ্ট হয়ে গেল তারপর আমাদের অর্ধেক রাস্তায় নিয়ে অন্য একটি বাসে উঠিয়ে দিল।প্রে তিন ঘন্টা আমরা বাসে বসে এই বোরিং সময়টা কিভাবে উপভোগ করেছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি । ইউরোপে যখন আপনি ঘুরতে যাবেন তখন, যতই আপনার দেরি হোক যাত্রা পথে বাহিরে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনি কখন আপনার গন্তব্যে পৌঁছে যাবেন আপনার সেটা মনেও থাকবে না। ইউরোপের এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে সমুদ্র পারে, প্রায় তিন ঘন্টা যাত্রা পথ পার করলাম।

Комментарии

Информация по комментариям в разработке