ফিঞ্চ পাখির বাচ্চা মারা যায় কেন | ফিঞ্চ পাখি পালন | Why bangoly finch baby die | Grow Life

Описание к видео ফিঞ্চ পাখির বাচ্চা মারা যায় কেন | ফিঞ্চ পাখি পালন | Why bangoly finch baby die | Grow Life

ফিঞ্চ পাখির বাচ্চা মারা যায় কেন | ফিঞ্চ পাখি পালন | Why bangoly finch baby die | Grow Life | সোসাইটি ফিঞ্চ পাখির বাচ্চা পালন | বেঙ্গলি ফিঞ্চ পাখির বাচ্চা পালন |
শরীর দূর্বল হয়ে যায় বলে।
1, বাচ্চা ফোটার আগে সারাদিন তার ডিমের মধ্যে বসে থাকে যার ফলে তার খাওয়া-দাওয়ার রুটিন কিছুই ওইভাবে ঠিক থাকে না। রেজাল্ট হিসাবে পাখি এক ধরনের স্ট্রেস এ এসে যায়। পাখি যেমন বাচ্চাদের ঠোকর দেয় এবং মারার চেষ্টা করে প্রিন্স সেটা করে না কিন্তু সে যেহেতু এত স্ট্রেস নিতে পারছে না এবং শারীরিকভাবে দুর্বল হয়ে গেছে এজন্য সে কিছু বাচ্চাকে রেখে বাকিগুলোকে ফেলে দেয়ার চেষ্টা করে।

2, ডিম লুকিয়ে ফেলার চেষ্টা করে তাই বারবার দেখবেন না।

3য় পয়েন্টে যাওয়ার আগে কিছু কথা
আপনাদের বাজারিগার ঘুঘু ককাটেল ফিঞ লাভবারড সহ সব পাখিকে সুস্থ সবল রাখতে এবং তাদের দিয়ে সফলভাবে ডিম বাচ্চা করানোর জন্য সঠিক পুষ্টিমান মেনে তৈরি পরিষ্কার খাবার সীডমিক্স আমরা সাপ্লাই দিচ্ছি। তাই এখন থেকে আর বাইরের বালিযুক্ত ময়লা খাবার না খাইয়ে পাখিকে অসুস্থ করবেন না। আপনি চাইলে সরাসরি আমার কাছ থেকে খাবার ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোন জায়গা থেকে। অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করুন কিংবা আমাদের ফেসবুক পেইজ grow life official এ মেসেজ করুন। ফেসবুক পেইজের লিংক ভিডিওর প্রথম কমেন্টে দেয়া আছে।

৩, অল্প বয়সে ব্রীডিং করলে বাচ্চা মারা যায়।
৪, কেটের ফিস বোন আর মিনারেল ব্লক না দিলে

৫, অত্যন্ত গরম পরিবেশে থাকলে ডিমের ভিতর বাচ্চা মারা যায়।
৬, পাখির পায়খানা ডিমে লেগে থাকলে ডিমে ভিতর বাচ্চা মারা যায়
৭, খাবার প্লান ফলো না করলে ও ময়লা খাবার দিলে

Комментарии

Информация по комментариям в разработке