দোয়া নূর - যা আপনাকে সুন্দর ও আকর্ষণীয় করবে ইনশাল্লাহ । Due E Noor | Dua Noor | দোয়া নূর
দোয়া নূর - যা আপনাকে সুন্দর ও আকর্ষণীয় করবে ইনশাল্লাহ । Due E Noor | By Shamsul Haque | Sikhun Sura
DUA E NOOR | Beautiful Voice | Shaykh Mishary Alfasy | English & Urdu Subtitles
দোয়া নূর - যা আপনাকে সুন্দর ও আকর্ষণীয় করবে ইনশাল্লাহ । Due E Noor | By Shamsul Haque
আল্লাহর নিকট নূর প্রার্থনা করে দু'আ।
দোয়া নূর - রাসূল (সাঃ) নূর বৃদ্ধির জন্য এ দোয়া করতেন | Dua e noor | Mishary | মুত্তাকী |
dua noor
দোয়া নুর
dua bangla
dua e noor
দোয়া নূর
দোয়া
Due E Noor
নূর বাড়ানোর দোয়া
শিখুন দোয়া নূর
Due E Nur
Dua Nur
dua
noor
দোয়া নূর বাংলা
দোয়া নূর এর ফজিলত
======================================
দোয়া নূর - যা আপনাকে সুন্দর ও আকর্ষণীয় করবে ইনশাল্লাহ ।
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ أَبِي رِشْدِينَ وَهُوَ كُرَيْبٌ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: بِتُّ عِنْدَ خَالَتِي مَيْمُونَةَ بِنْتِ الْحَارِثِ وَبَاتَ رَسُولُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَهَا، فَرَأَيْتُهُ قَامَ لِحَاجَتِهِ فَأَتَى الْقِرْبَةَ فَحَلَّ شِنَاقَهَا، ثُمَّ تَوَضَّأَ وُضُوءًا بَيْنَ الْوُضُوءَيْنِ، ثُمَّ أَتَى فِرَاشَهُ فَنَامَ، ثُمَّ قَامَ قَوْمَةً أُخْرَى فَأَتَى الْقِرْبَةَ فَحَلَّ شِنَاقَهَا، ثُمَّ تَوَضَّأَ وُضُوءًا هُوَ الْوُضُوءُ، ثُمَّ قَامَ يُصَلِّي وَكَانَ يَقُولُ فِي سُجُودِهِ: «اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا، وَاجْعَلْ فِي سَمْعِي نُورًا، وَاجْعَلْ فِي بَصَرِي نُورًا، وَاجْعَلْ مِنْ تَحْتِي نُورًا، وَاجْعَلْ مِنْ فَوْقِي نُورًا، وَعَنْ يَمِينِي نُورًا، وَعَنْ يَسَارِي نُورًا، وَاجْعَلْ أَمَامِي نُورًا، وَاجْعَلْ خَلْفِي نُورًا، وَأَعْظِمْ لِي نُورًا»، ثُمَّ نَامَ حَتَّى نَفَخَ، فَأَتَاهُ بِلَالٌ فَأَيْقَظَهُ لِلصَّلَاةِ
ইব্ন আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ
----------------------------------------------
তিনি বলেন, আমি আমার খালা মায়মূনা বিনত হারিছের নিকট রাত্রি যাপন করিলাম। রাসূলুল্লাহ (সাঃ) ও তাঁহার নিকট রাত্রি যাপন করিলেন। আমি তাঁহাকে দর্শন করিলাম যে, তিনি তাঁহার প্রয়োজনে উঠিয়া দন্ডায়মান হইলেন। তিনি এক পানির পাত্রের নিকট আসিয়া তাহার ঢাকনা বা আবরণ খুলিলেন। অতঃপর তিনি তাঁহার হস্তদ্বয় ধৌত করিলেন। পরে তিনি তাহার শয্যা বা বিছানায় আগমনের সহিত নিদ্রায় গেলেন। পুনরায় তিনি নিদ্রা হইতে জাগ্রত হইলেন। ওই পাত্রের পানির নিকট আসিয়া তাহার ঢাকনা খুলিয়া সালাতের ওযুর ন্যায় ওযু করিলেন। অতঃপর দন্ডায়মান হইয়া সালাত প্রতিষ্ঠা করিলেন এবং সেজদারত অবস্থায় এই দোয়াখানি পাঠ করিয়াছিলেন।
(সুনানে আন- নাসায়ী. ১১২১)
اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُوراً، وَفِي لِسَانِي نُوراً، وَفِي سَمْعِي نُوراً، وَفِي بَصَرِي نُوراً، وَمِنْ فَوْقِي نُوراً، وَمِنْ تَحْتِي نُوراً، وَعَنْ يَمِينِي نُوراً، وَعَنْ شِمَالِي نُوراً، وَمِنْ أَمَامِي نُوراً، وَمِنْ خَلْفِي نُوراً، وَاجْعَلْ فِي نَفْسِي نُوراً، وَأَعْظِمْ لِي نُوراً، وَعَظِّم لِي نُوراً، وَاجْعَلْ لِي نُوراً، وَاجْعَلْنِي نُوراً، اللَّهُمَّ أَعْطِنِي نُوراً، وَاجْعَلْ فِي عَصَبِي نُوراً، وَفِي لَحْمِي نُوراً، وَفِي دَمِي نُوراً، وَفِي شَعْرِي نُوراً، وَفِي بَشَرِي نُوراً».
اللَّهُمَّ اجْعَلْ لِي نُوراً فِي قَبْرِي... وَنُوراً فِي عِظَامِي وَزِدْنِي نُوراً، وَزِدْنِي نُوراً، وَزِدْنِي نُوراً وَهَبْ لِي نُوراً عَلَى نُورٍ.
:উচ্চারণ:
=======
উচ্চারণঃ আল্লা-হুম্মাজ‘আল ফী ক্বালবী নূরান, ওয়া ফী লিসানী নূরান, ওয়া ফী সাম্‘য়ী নূরান, ওয়া ফী বাসারী নূরান, ওয়া মিন ফাওকী নূরান, ওয়া মিন তাহ্তী নূরান, ওয়া ‘আন ইয়ামীনী নূরান, ওয়া ‘আন শিমালী নূরান, ওয়া মিন আমামী নূরান, ওয়া মিন খলফী নূরান, ওয়াজ‘আল ফী নাফ্সী নূরান, ওয়া আ‘যিম লী নূরান, ওয়া ‘আয্যিম লী নূরান, ওয়াজ‘আল্ লী নূরান, ওয়াজ‘আলনী নূরান; আল্লা-হুম্মা আ‘তিনী নূরান, ওয়াজ‘আল ফী ‘আসাবী নূরান, ওয়া ফী লাহ্মী নূরান, ওয়া ফী দামী নূরান, ওয়া ফী শা‘রী নূরান, ওয়া ফী বাশারী নূরান। আল্লা-হুম্মাজ‘আল লী নূরান ফী কাবরী, ওয়া নূরান ফী ‘ইযামী, ওয়া যিদ্নী নূরান, ওয়া যিদনী নূরান, ওয়া যিদনী নূরান, ওয়া হাবলী নূরান ‘আলা নুর।
:অর্থ:
======
হে আল্লাহ! আপনি আমার অন্তরে নূর বা আলো দান করুন, আমার যবানে আলো দান করুন, আমার শ্রবণশক্তিতে আলো দান করুন, আমার দর্শনশক্তিতে আলো দান করুন, আমার উপরে আলো দান করুন, আমার নীচে আলো দান করুন, আমার ডানে আলো দান করুন, আমার বামে আলো দান করুন, আমার সামনে আলো দান করুন, আমার পেছনে আলো দান করুন, আমার আত্মায় আলো দান করুন, আমার জন্য আলোকে বড় করে দিন, আমার জন্য আলোকে বাড়িয়ে দিন, আমার জন্য আলো নির্ধারণ করুন, আমাকে আলোকময় করুন। হে আল্লাহ! আমাকে নূর বা আলো দান করুন, আমার পেশীতে আলো প্রদান করুন, আমার গোস্তে আলো দান করুন, আমার রক্তে আলো দান করুন, আমার চুলে আলো দান করুন ও আমার চামড়ায় আলো দান করুন। হে আল্লাহ! আমার জন্য আমার কবরে আলো দিন, আমার হাড়সমূহেও আলো দিন, আমাকে আলোয় বৃদ্ধি করে দিন, আমাকে আলোয় বৃদ্ধি করে দিন, আমাকে আলোয় বৃদ্ধি করে দিন আমাকে আলোর উপর আলো দান করুন।
=======================================
#bangla_amaliyat_abhijaan
#dua_e_noor
#dua_noor
#দোয়া_নূর
#দোয়া_নুর
Информация по комментариям в разработке