কোন দেশে কৃষি কাজের দীর্ঘস্থায়ী বিকাশের জন্য পরিকাঠামোগত উন্নয়নে যেসব আধুনিক কৃৎকৌশল প্রয়োগ করা হয় তাদের কৃষির আধুনিক উপাদান বলে।বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ১৯৬০এর দশক থেকে কৃষিতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার শুরু হয় যা পরবর্তীকালে সবুজ বিপ্লবের ভিত রচনা করে।
১৯৬০-র দর্শকের পূর্ব পর্যন্ত ভারতীয় কৃষির মূল বৈশিষ্ট্য ছিল-
১)মাথাপিছু জমির পরিমাণ কম এবং কৃষি জোত ছোট ও বিক্ষিপ্ত,
২) জমির উপর মানুষের চাপ খুব বেশি ছিল,
৩) কৃষিকাজ পুরুষানুক্রমে চলত,
৪)কৃষি উৎপাদনে যন্ত্রপাতির তুলনায় কায়িক শ্রমের প্রাধান্য ছিল বেশি,
৫)ফসল উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রায় ছিল না বললেই চলে (উন্নত বীজ ,সার ,কীটনাশক ,জলসেচ প্রকৃতি)
৬) কৃষির উন্নতিতে ব্যাংক ও সরকারের ভূমিকা ছিল নগণ্য
প্রভৃতি।
কিন্তু কৃষিতে আধুনিক উপাদান প্রয়োগের ফলে 1950 থেকে 2010 সালের মধ্যে ভারতীয় কৃষির আমূল পরিবর্তন ঘটে।
আজ এই ভিডিওতে মূলত আমরা জেনে নেবো বিভিন্ন ধরনের আধুনিক কৃষি উপকরণ গুলি কিভাবে কৃষির উন্নতি ঘটিয়েছে এবং সবুজ বিপ্লব এর কারণ, ইতিহাস ও ফলাফল এবং স জীবিকা সত্ত্বা ভিত্তিক কৃষি কিভাবে বাণিজ্যিক কৃষিতে স্থানান্তরিত হয়েছে।
Today we will learn-
#Agriculture,
কৃষিকাজ,
কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ,
সবুজ বিপ্লব,
উচ্চ ফলনশীল বীজ,
রাসায়নিক সার ও কীটনাশক,
কৃষিঋণ ও বীমা,
বিজ্ঞান ও প্রযুক্তি,
জীবিকা সত্ত্বা ভিত্তিক কৃষির বাণিজ্যিক কৃষিতে স্থানান্তরণ,
Modern inputs in agriculture,
Technological shifting from subsistence to commercial farming,
#GreenRevolution,
Science and technology,
irrigation,
high yielding variety seed,
Chemical fertilizer,
Plant protection chemicals,
Farm machinery,
farm credit, crop insurance,
This video is designed for:
Online Higher Secondary Geography,
Geography according to West Bengal Council of Higher Secondary Education,
Geography for all Competitive Examination,
For Class-XII,
ALL COMPETITIVE EXAMINATION PREPARATION,
Информация по комментариям в разработке