নিতু বালা | Radha Tomay Bara Bara Korita Mana | নতুন গান | o radhe | রাধে তোমায় বারে বারে |O Radhe O Radhe | বাউল শিল্পী নিতু বালা | nitu bala | tmc 205
#রাধে_তোমায়_বারে_বারে_করছি_যে_মানা
#Radhe_tumay_bare__bare_korchi je_mana
ও রাধে, ও রাধে
ও রাধে, ও রাধে
রাধে তোমায় বারে বারে করছি যে মানা,
রাধে তোমায় বারে বারে করছি যে মানা,
যমুনাতে জল আনিতে একলা যেও না ;
ও রাধে, ও রাধে
ও রাধে, ও রাধে।।
কৃষ্ণে ভালোবেসে তোমার হল যে বদনাম
কৃষ্ণে ভালোবেসে তোমার হল যে বদনাম
ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম,
ও রাধে, ও রাধে
ও রাধে, ও রাধে।
যার বাঁশিতে যমুনার জল
উজান বয়ে যায়,
যার বাঁশিতে যমুনার জল
উজান বয়ে যায়,
ডাকলে বাঁশি রাধা রাধা
ঘরে থাকা দায়,
ও রাধে, ও রাধে
ও রাধে, ও রাধে।।
কালার বাঁশি তোমার হাসি
কাইড়া ফেরে হায়,
কালার বাঁশি তোমার হাসি
কাইড়া ফেরে হায়,
আনমনা মন উতলা হয়
গেলে যমুনায়,
ও রাধে, ও রাধে
ও রাধে, ও রাধে।
ইচ্ছে কোরে কাঁদিয়ে তোমায়
করে যে ছারখার,
ইচ্ছে কোরে কাঁদিয়ে তোমায়
করে যে ছারখার,
তোমার মত কে বলে আর কৃষ্ণ আমার,
ও রাধে, ও রাধে
ও রাধে, ও রাধে।।
কৃষ্ণ ধনে ধনী তুমি
তিনি তোমার প্রান,
কৃষ্ণ ধনে ধনী তুমি
তিনি তোমার প্রান,
তাইতো নগর বাঁশি গায় তোমার জয়গান
ও রাধে, ও রাধে
ও রাধে, ও রাধে।
তোমার পথের পথিক পদ্মা
জয়দেব মীরাবাঈ,
তোমার পথের পথিক পদ্মা
জয়দেব মীরাবাঈ,
রজকিনী চন্ডীদাস আর গৌরাঙ্গ গোঁসাই,
ও রাধে, ও রাধে
ও রাধে, ও রাধে।।
রাধার মত কৃষ্ণ ধনে
ধনী যদি হও,
রাধার মত কৃষ্ণ ধনে
ধনী যদি হও,
জনম তোমার হবে ধন্য
কৃষ্ণেন্দু তাই কয়,
ও রাধে, ও রাধে
ও রাধে, ও রাধে।
রাধে রাধে বলো রাধে রাধে
রাধে রাধে রাধে বলো রাধে রাধে রাধে
রাধে রাধে রাধে বলো রাধে রাধে রাধে।
"Rs music"
"Rs music live"
"Krishnendu bhunia"
"Krishnendu bhowmik"
"Radha sudarshan music"
"Banglar rs music"
"New song 2019"
"New folk song"
"New baul song"
"New lokogiti"
"New devotional song"
"Radhe tomay bare bare korchhi je mana"
"Sucharita saha das"
"O radhe"
"Shyamji"
"O Radhe O Radhe" "3"
"O Radhe O Radhe Dj Song" "3"
"ও রাধে" "3"
"iskcon" "3"
"bhajan" "5"
"india" "3"
"Vrindavan" "4"
"Radhe Radhe" "4"
Информация по комментариям в разработке