রূহের চিকিৎসা | কিতাবঘর বুক রিভিউ | Kitabghor

Описание к видео রূহের চিকিৎসা | কিতাবঘর বুক রিভিউ | Kitabghor

বন্ধুদের সঙ্গে আমাদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকে। স্ত্রীর সঙ্গে থাকে প্রেমময় ভালবাসার অনুভূতি। আবার আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি আমাদের হৃদয়ে সুপ্ত থাকে অসীম মহব্বতের ফল্গুধারা। বাবা-মা,সন্তান-সন্ততি—সবার প্রতি আমরা আত্মার টান অনুভব করি। বন্ধুত্ব,প্রেম-ভালবাসা,মহব্বত ও রক্তের দৃঢ় বন্ধন—এই সবকিছুর মধ্য থেকে কোনটার ধরন কেমন?আমাদের আসলে কার ক্ষেত্রে কেমন অনুভূতি হওয়া উচিত?

আমরা কি জগতের নানা সম্পর্কের প্রতি অধিক গুরুত্ব দিব না মহান আল্লাহর সঙ্গে আমাদের পবিত্র সম্পর্ককে সুদৃঢ় করার চেষ্টায় থাকব?বন্ধুত্বই বা কেমন ব্যাপার! একজন মানুষ আরেকজন মানুষের বন্ধু হবে এমনটা স্বাভাবিক কিন্তু সেই বন্ধুত্বের প্রকৃত রূপ কেমন হওয়া উচিত?বন্ধুত্বের সুদৃঢ় ও ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে শূন্যতা কোথায়?এই সমস্ত সম্পর্কের তুলনায় কেন আমাদের জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করা সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ?আমরা যখন আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় ও একান্ত করে ফেলব তখন স্বাভাবিকভাবে আমাদের সমস্ত সম্পর্কের বোঝাপড়ায় ভারসাম্য আসবে। কিন্তু মহান আল্লাহর সঙ্গে থাকা আমাদের চিরস্থায়ী সম্পর্ককে এড়িয়ে অন্য যে কোন সম্পর্কে আমাদের জন্য শান্তি ও নিরাপত্তা নেই।

মহান আল্লাহর প্রতি আমাদের ভালবাসা থাকবে। কিন্তু সেই ভালবাসা ও মহব্বতের দাবী কেমন হবে?এই মহব্বতের দায় ও গুরুত্ব কতটুকু?আমরা কী কী কাজ করতে পারলে মহান আল্লাহর প্রতি আমাদের মহব্বতের দায় পূর্ণ হবে। একইসঙ্গে গায়রুল্লাহ প্রতি আমাদের ভালবাসা কতটুকু সীমিত ও উদার হওয়া উচিত—আল্লাহকে ভালবাসাবো এই মুখস্ত বুলি আমরা প্রতিনিয়ত আওড়ালেও বাস্তবে কি সেই ভালবাসা ও তার দায় পূর্ণ হচ্ছে?—এই সমস্ত গুরুত্বপূর্ণ ও একান্ত প্রয়োজনীয় বিষয় নিয়ে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়ার সুদীর্ঘ ও সমৃদ্ধ আলোচনা রয়েছে রূহের চিকিৎসা বইটিতে। অন্তরের সঙ্গে সম্পর্কিত এমন আরো অনেক বিষয়—যেসব বিষয় নিয়ে আমরা প্রায়ই দ্বিধাদ্বন্দ্বে পড়ে থাকি,উপযুক্ত কোনো সমাধান পাই না—তা নিয়ে ইমাম ইবনু তাইমিয়ার বিশদ আলোচনা রয়েছে বইটিতে। যে কোনো মুসলিম পাঠকের জন্য বইটি জরুরী এবং অবশ্যপাঠ্য।

নাম :রূহের চিকিৎসা
লেখক: শাইখুল ইসলাম তাকিউদ্দিন ইবনে তাইমিয়া
প্রকাশনী: : মাকতাবাতুল আসলাফ
পৃষ্ঠা সংখ্যা : 384
📙 বই লিংক: https://www.kitabghor.com/products/de...
-----------

আমাদের ফেসবুক পেজঃ www.facebook.com/kitabghor

-----------

কল করে বই অর্ডার করতে: 096 138 29654

-----------

আরও নতুন নতুন বই সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন:    / @kitabghor8169  

-----------
Music Provided By NoCopyrightNasheeds
Title Peaceful & Calming Background Nasheed┇Vocals Only [No Copyright Nasheeds]
Watch httpsyoutu.be6EiZaoi0NqQ

Комментарии

Информация по комментариям в разработке