যে তিন শ্রেনীর মানুষ নামাজ পড়েও জাহান্নামে যাবে।

Описание к видео যে তিন শ্রেনীর মানুষ নামাজ পড়েও জাহান্নামে যাবে।

যে তিন শ্রেনীর মানুষ নামাজ পড়েও জাহান্নামে যাবে।


#যে_নামাজি_নামাজ_পড়েও_জাহান্নামী#সুন্নতি_আমল_টিভি

#পবিত্র কুরাআনে ইরশাদ হয়েছেঃ সুতরাং ঐ নামাজীদের জন্য অনিষ্ট রয়েছে যারা আপন নামাজ থেকে ভুলে বসেছে, ওই সব ব্যক্তি , যারা লোক দেখানো (ইবাদত) করে। (সূরা মা'উন- আয়াতঃ ৪-৫-৬)

#হাদিস শরীফে এসেছেঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, মানুষের মধ্যে সর্বাপেক্ষা বড় চোর ওই ব্যক্তি যে, তাঁর নামাজ চুরি করে। সাহাবীরা জিঙ্গেস করলেন, হে আল্লাহর রাসুল! সে কিভাবে নামাজ চুরি করে? তিনি বলেন, সে নামাজে রুকু ও সিজদা পূর্ণ করে না।' (মুসনাদে আহমদ, হাদিসঃ ২২৬৯৫)

#আল্লাহ তায়ালা অন্য আয়াতে বলেছেনঃ নিশ্চয় মুনাফিক লোকেরা নিজেদের ধারনায়, আল্লাহকে প্রতারিত করতে চায়; বস্তুতঃ তিনিই তাদেরকে অন্যমনস্ক করে মারবেন; আর যখন নামাজে দাঁড়ায় তখন মনভোলা অবস্থায় দাঁড়ায়, লোক দেখানোর জন্য এবং আল্লাহকে স্বরন করে না কিন্তু অল্প সংখ্যক লোক। (সূরা নিসা, আয়াত- ১৪২)

#হাদিসে কুদসিতে এসেছেঃ মহান আল্লাহ বলেন, আমি অংশিবাদিতা (শিরক) থেকে সব অংশীদারের তুলনায় বেশি মুখাপেক্ষীহীন। যে ব্যক্তি কোন আমল করে এবং তাতে অন্যকে আমার সঙ্গে শরিক করে, আমি তাকে ও তা আমলকে বর্জন করি। ( মুসলিম শরীফ)

Facebook link :-
  / sunnatiamoltv  

Комментарии

Информация по комментариям в разработке