Visited to Campus : https://jashimuddinpoly.edu.bd/vc/
আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, জামালপুর ও শেরপুর জেলার মধ্যে সনামধন্য প্রতিষ্ঠান “জসিম উদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউট” । আমাদের প্রতিষ্ঠানে খুবই কম খরচে উপবৃত্তি সহ ভর্তি অথবা যেকোন তথ্যের জন্য আপনার মোবাইল নাম্বরটি শেয়ার করুন অথবা ০১৯৩৬০০৫৮৮১/০১৯৩৬০০৫৮৮৪ এই নাম্বারে যোগাযোগ করুন । জসিম উদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউট, শফি মিয়ার বাজার সংলগ্ন, জামালপুর।
Visited to Campus : https://jashimuddinpoly.edu.bd/vc/
Website link : https://jashimuddinpoly.edu.bd/
🟩SSC উত্তীর্ণ শিক্ষার্থীদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে জসিম উদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউট এ ভর্তি চলছে... 🟩
Hotline: 01936005881, 01936005884
www.jashimuddinpoly.edu.bd
🟩 কোর্স সমূহ (৪ বছর মেয়াদী - ৮ সেমিস্টার)
১। ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
২। ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং
৩। ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
৪। ডিপ্লোমা ইন ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং
৫। ডিপ্লোমা ইন ইয়ার্ন ফেব্রিক ম্যানুফেকচারিং ইঞ্জিনিয়ারিং
৬। ডিপ্লোমা ইন এপারেল ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং
🟩 ভর্তি যোগ্যতা:
• SSC/সমমান পরীক্ষায় যে কোন গ্রুপ থেকে জিপিএ ২.০০ পেয়ে উত্তীর্ণ,
• বিজ্ঞান ও ভোকেশনাল থেকে পাসকৃত শিক্ষার্থীরা সরাসরি ভর্তি হতে পারবে।
🟩 বিশেষ দ্রষ্টব্যঃ
(১) HSC (ভোকেশনাল) উত্তীর্ণ শিক্ষার্থীরা ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে শুন্য আসনে ৪র্থ পর্বে ভর্তি হয়ার সুযোগ পাবে।
(২) HSC (বিজ্ঞান) উত্তীর্ণ শিক্ষার্থীরা শুন্য আসনে ৩র্থ পর্বে ভর্তি হওয়ার সুযোগ পাবে।
🟩 ল্যাব সুবিধা সমূহ:
• হার্ডওয়্যার ল্যাব
• নেটওয়ার্ক ল্যাব
• সিভিল ও ক্যাড ল্যাব
• ইলেকট্রিক্যাল মেশিন ল্যাব
• ইলেকট্রিক্যাল ওয়ারিং ল্যাব
• ইলেকট্রনিক্স ল্যাব
• মাইক্রো-কন্ট্রোলার ল্যাব •
• গার্মেন্টস ল্যাব • কনস্ট্রাকশন ল্যাব • পিএলসি ল্যাব
• টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল ল্যাব • ওয়েট প্রসেসিং ল্যাব
• ফেব্রিক ম্যানুফেকচারিং ল্যাব • ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ল্যাব
• কেমিস্ট্রি ল্যাব
• মেটারিয়াল টেস্টিং ল্যাব
• সার্ভেয়িং এন্ড প্লাম্বিং ল্যাব
• কম্পিউটার ল্যাব
• ইলেকট্রনিক্স ল্যাব
🟩 জসিমউদ্দিন পলিটেকনিকে কেন পড়বেন?
• প্রতিষ্ঠিত শিল্প-কারখানা ও কোম্পানিতে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর সু-ব্যবস্থা করা হয়।
• Job Placement Cell–এর মাধ্যমে পাসকৃত সকল ছাত্র-ছাত্রীদের চাকরি প্রাপ্তি নিশ্চিত করে।
• নিজস্ব পুস্তক সমৃদ্ধ সুবিশাল লাইব্রেরী ও গরীব ছাত্র-ছাত্রীদের কার্ড ইস্যুর মাধ্যমে বিনামূল্যে বই প্রদান।
• টেকনিক্যাল ট্রেনিংপ্রাপ্ত শিক্ষক দ্বারা এমন ভাবে পাঠদান করা হয় যে, কোন প্রকার গৃহশিক্ষকের প্রয়োজন হয় না।
• ক্লাসে অনুপস্থিতি, পরীক্ষার ফলাফল ও শিক্ষার্থীর মান উন্নয়নের বিষয়টি সম্মানিত অভিভাবকবৃন্দকে অবহিত করা হয়।
• শিক্ষার্থীদের তত্ত্বাবধানের জন্য গাইড শিক্ষক-শিক্ষিকাদের দ্বারা তদারকি ও সুব্যবস্থা।
• ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুবিধা
• মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সর্বাধিক ব্যবহারিক ক্লাস ও ল্যাবের সুবিধা।
• CC ক্যামেরার মাধ্যমে ক্লাস, ল্যাব সর্বোপরি পুরো ক্যাম্পাস মনিটরিং এর ব্যবস্থা রয়েছে।
• অত্যন্ত দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত।
• রাজনীতি ও ধুমপানমুক্ত ক্যাম্পাস।
🟩 ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরির ক্ষেত্রসমূহঃ
১। উপ-সহকারি প্রকৌশলী পদে সরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ রয়েছে।
২। গার্মেন্টস, শিল্প কারখানাসহ দেশে বিদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ব্যাপক চাহিদা ও চাকরির সুযোগ রয়েছে।
৩।পানি উন্নয়ন বোর্ড, পিজিসিবি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, টি এন্ড টি , টেলিভিশন, বেতার, আণবিক শক্তি কমিশন, আবহাওয়া অধিদপ্তর,ভোকেশনাল স্কুল-কলেজ, কারিগরি বিষয়ে শিক্ষক, সিটি কর্পোরেশনসমূহ, পৌরসভা সমূহ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিমানবাংলাদেশ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, ব্যাংক, পল্লী বিদ্যুৎ ইঞ্জিনিয়ারিং কলেজসমূহ , টিটিসি ছাড়াও অন্যান্য সরকারী প্রতিষ্ঠানে রয়েছে চাকরির সুযোগ।
৪। সরকারি চাকরির পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ রয়েছে।
🟩 যোগাযোগ:
জসিমউদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউট (JPI)
নিউ কলেজ রোড, শফি মিয়ার বাজার সংলগ্ন, জামালপুর
E-mail: [email protected]
Hotline: 01936005881, 01936005884
Информация по комментариям в разработке