ঠাকুর সবাইকে বলতেন, ‘গিরিশের বিশ্বাস পাঁচসিকে পাঁচআনা’: বক্তা: সঞ্জীব চট্টোপাধ্যায়।

Описание к видео ঠাকুর সবাইকে বলতেন, ‘গিরিশের বিশ্বাস পাঁচসিকে পাঁচআনা’: বক্তা: সঞ্জীব চট্টোপাধ্যায়।

ঠাকুর সবাইকে বলতেন, ‘গিরিশের বিশ্বাস পাঁচসিকে পাঁচআনা’: বক্তা: সঞ্জীব চট্টোপাধ্যায়।

ভক্ত ভৈরব গিরিশচন্দ্র ঘোষ। শ্রীশ্রী রামকৃষ্ণের অবতার লীলায় তাঁর প্রখর ভূমিকা। নট, নাট্যকার, মহাকবি। Father of bengalee stage.অসাধারণ মেধা। বিপুল লেখাপড়া। পাণ্ডিত্য। নরেন্দ্রনাথের শ্রদ্ধেয়। ‘গিরিশ মদ খায়’। ঠাকুর বললেন, ‘ বেশ করে, তার মতো একটা নাটক লিখে আনো দেখি— চৈতন্যলীলা, শঙ্করাচার্য, গৌতম বুদ্ধ, দক্ষযজ্ঞ।’ প্রায় একশোটির মতো পৌরাণিক নাটক লিখেছিলেন। স্টেজ কাঁপানো অভিনেতাল বিরাট এক পুরুষ। বাংলার গ্যারিক। তিনি ছিলেন ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণদেবের মহালীলার একটি স্তম্ভ।
Apurba Chatterjee, [email protected] , facebook.com/apurba.chatterjee.313?mibextid=ZbWKwL,@apurba1964।
★Subscribe to us: sanjibani sudha,

Комментарии

Информация по комментариям в разработке