দেনমোহর কখন দিতে হবে না, আর কখন অর্ধেক দিলেও চলবে? স্ত্রী কখন, কি অবস্থায়, কেন দেনমোহর পাবে না?

Описание к видео দেনমোহর কখন দিতে হবে না, আর কখন অর্ধেক দিলেও চলবে? স্ত্রী কখন, কি অবস্থায়, কেন দেনমোহর পাবে না?

#দেনমোহর #AsrafulFaruque #দেনমোহরেরশর্ত #whenthewifewillnotgetthedenmohor?
দেনমোহর কখন দিতে হবে না, আর কখন অর্ধেক দিলেও চলবে? স্ত্রী কখন, কি অবস্থায়, কেন দেনমোহর পাবে না?
এই ভিডিওতে আলোচনা করা হয়েছে :
1. আপনার স্ত্রীর দেনমোহর কখন দিতে হবে না, আর কখন অর্ধেক দিলেও চলবে
2. কখন আপনি না দিয়েও মাফ পাইতে পারেন?
3. কোন কোন প্রেক্ষাপট সৃষ্টির কারণে স্ত্রী দেনমোহর পাবে না
এসব নিয়েই আমাদের আজকের আলোচনা।
যদি বৈধ বিবাহ হয় এবং দেনমোহর নির্ধারণ হয়ে থাকে কিন্তু স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক, সহবাস অর্থাৎ দাম্পত্য ভালবাসা পালন না হয় সেক্ষেত্রে স্ত্রীকে অর্ধেক দেনমোহর দিতে হবে। এ ব্যাপারে পবিত্র কুরআনের সুরা আল-বাকারার ২৩৭ নং আয়াত বলছেন “আর যদি মোহর সাব্যস্ত করার পর স্পর্শ করার পূর্বে তালাক দিয়ে দাও, তাহলে যে মোহর সাব্যস্ত করা হয়েছে তার অর্ধেক দিয়ে দিতে হবে।

তবে দাম্পত্য সম্পর্ক স্থাপন হয়নি বা হয়েছে-এরকম প্রশ্ন উত্থাপিত হলে হলে তা কিন্তু আইনগতভাবে প্রমাণ করতে হবে।

এবার আসি স্ত্রী কখন কোন দেনমোহর একেবারে নাই পেতে পারেন। যদি বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে সহবাস অনুষ্ঠিত হওয়ার আগেই স্বামী স্ত্রীকে তালাক দেয় এবং এক্ষেত্রে যদি দেনমোহর বিবাহ অনুিিষ্ঠত হওয়ার সময় নির্ধারিত না হয়ে থাকে তাহলে স্ত্রী দেনমোহর পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন।

এবার আসি আরেকটি পয়েন্টে। যদি বিয়েটি অনিয়মিত হয় এবং স্বামী স্ত্রীর মাধ্যে সহবাস অনুষ্ঠিত হওয়ার আগেই কোন পক্ষের মৃত্যু বা তালাক যেভাবেই বিয়েটির সমাপ্তি ঘটুক না কেন এবং এক্ষেত্রে যদি দেনমোহর নির্ধারিত হয়েও থাকে তোহলেও স্ত্রী কোন দেনমোহর পাবে না। এখন প্রশ্ন উঠতে পারে অনিয়মিত বিয়েটা কি? যেমন, বিয়ের সময় সাক্ষীর উপস্থিতি না থাকা, চারটা স্ত্রী থাকা অবস্থায় পঞ্চম স্ত্রী গ্রহণ, ইদ্দত কালে বিয়ে ইত্যাদি।

মুসলিম আইনে নারীদের হাতে তালাকের তিনটি পথ খোলা আছে। ১. ‘খুল’ বা ‘খুলা’ তালাক, খ. মুবারাত এবং গ. আদালতের মাধ্যমে বিচ্ছেদ। খুলা তালাকে স্বামী এবং স্ত্রী উভয়ের সম্মতির ভিত্তিতে বিবাহ বিচ্ছেদ হয়ে থাকে। তবে উল্লেখ্য, এই ধরনের তালাকে বিবাহ বিচ্ছেদের জন্য স্ত্রী তার স্বামীকে ক্ষতিপূরণ দিয়ে থাকে। সাধারণত ক্ষতিপূরণ হিসেবে স্ত্রী তার আর্থিক দাবির কোনো অংশ ত্যাগ করে এবং তখন স্বামী তালাক দেয়ার মাধ্যমে স্ত্রীকে বিবাহবন্ধন থেকে মুক্ত করে দেয়। কাজেই খোলা তালাক হচ্ছে স্বামীর দেনমোহর প্রদান থেকে অব্যহতি পাওয়ার একটি মোক্ষম হাতিয়ার। আর মুবারাত তালাক হলো পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিবাহ বিচ্ছেদ। এ ধরনের বিবাহ বিচ্ছেদের বেলায় উভয়ই বিবাহ বিচ্ছেদে সম্মত হয় বলে কাউকে কোনো ক্ষতিপূরণ দেয়া লাগে না। এক্ষেত্রেও স্বামী মোহরানা থেকে পরিত্রান পেতে পারে।

Hi there, I am Md. Asraful Faruque Chowdhury and I am a law student. I am 22 years old and I am in my fourth year of my bachelor's. I usually make videos regarding laws of Bangladesh.
I have created this channel ( Asraful Faruque ) for providing some good and sensible videos on every current and burning issues regarding Law & Awareness except RELIGIOUS or POLITICAL.

If your new in this channel, please consider subscribing.

... If you're interested in checking out my other social media, I am also active on Instagram, Facebook, and Twitter (@asrafulfaruque) where I share more of my day-to-day life.

Make sure to let me know if you have any particular video requests.

Комментарии

Информация по комментариям в разработке