#islamic #history #islamicshorts #bangla #islamicstory #allah #allahuakbar
#শবে_কদর #shobekodor #lailatulqadar
মহিমান্বিত লাইলাতুল কদর বা শবে কদর, এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এক বিরাট নিয়ামত।
কদরের রাত পাপমুক্তি রাত জাহান্নাম থেকে বাঁচার রাত, জান্নাতে যাওয়ার অপূর্ব সুযোগ।
লাইলাতুল কদর কে উর্দু ও ফার্সিতে শবে কদর বলা হয়। শবে অর্থ রাত্র, কদর অর্থ সম্মান।
সুতরাং শবে কদর অর্থ সম্মানের রাত্র।
আবার কদরের অন্য অর্থ হচ্ছে তাকদির, এই শব্দটি ব্যাপক গুরুত্ব বহন করে।
এই রাতের বর্ণনা দিতে গিয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামীন পূর্ণাঙ্গ একটি সূরা, সূরা আল কদর নাজিল করেছেন।
এই সূরায় আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি কোরান নাজিল করেছি কদরের রাত্রে, আপনি কি জানেন শবে কদর কতো বড়ো জিনিশ, শবে কদর হাজার মাশের চেয়েও উত্তম।
এই রাত্রে ফেরেশতাগণ অবতীর্ণ হন এবং এই রাত্রিতে রুহুল কুদ্দুস অর্থাৎ হজরত জিবরাঈল আলাইহিস সালামও অবতীর্ণ হন।
ফেরেশতাগণ তাঁদের রবের হুকুমে প্রত্যেক ভালো, কল্যাণকর বিষয় নিয়ে জমিনের দিকে অবতরণ করেন।
এই রাত্রিটি শুরু হতে শেষ পর্যন্ত সালাম এবং শান্তির মধ্যে থাকে, এই রাত্রে উল্লিখিত বরকতসমূহ শুবহে সাদিক পর্যন্ত অবস্থান করে।
শবে কদরের নিয়ামত এই উম্মতকে প্রদানের তাৎপর্য, কুরআনুল কারীমে এ শবে কদরকে হাজার মাশের চেয়েও উত্তম বলা হয়েছে।
কতই না ভাগ্যবান ওই ব্যক্তি, যার এই রাত্রে ইবাদত করার তৌফিক হয়ে থাকে।
কারণ যে ব্যক্তি এই রাত্রি ইবাদতের মধ্য দিয়ে কাটিয়ে দিলো, সে যেনো তিরাশি বছর চার মাশের বেশি সময় ইবাদতের মধ্যে কাটিয়ে দিল।
যাঁরা এই মোবারক রাতের কদর বুঝেছে, তাদের জন্য বাস্তবিক ইহা আল্লাহ তা আলার একটি অপরিসীম নিয়ামত।
দূরে মানসুর কিতাবে হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি বানি এসেছে যে, আল্লাহ তা আলা শবে কদর আমার উম্মতকে দান করেছেন,পূর্ববর্তী উম্মতদেরকে তা দেওয়া হয়নি।
কী কারণে এই উম্মতকে তাঁর দান করা হয়েছে এ ব্যাপারে বিভিন্ন রকম রেওয়ায়েতে বর্ণিত রয়েছে।
শবে কদরকে গোপন রাখার মধ্যে রয়েছে আল্লাহ তাআলার বিরাট হিকমত ও রহস্য।
প্রত্যেক মূল্যবান বস্তু হাসিল করা যেমন কষ্টসাধ্য ব্যাপার, তেমনই আল্লাহর উদ্দেশ্য হলো, এই মহামূল্যবান রাতের অনুসন্ধানে বান্দাগণ সাধনা করুক।
এক রাতের জন্য অন্তত পবিত্র রমজান মাশে তিরিশটি রাত জাগ্রত থাকুক।
মানুষ দুনিয়ার কত তুচ্ছ জিনিসের জন্য কত রাতের নিদ্রা হারাম করে দেয়।
কিন্তু একহাজার মাশেরও অধিক মর্যাদাসম্পন্ন একটি রাতের জন্য কিছু কষ্ট স্বীকার করতে পারে না।
এইজন্য উচিত হল রমজানের শেষ দশকের প্রতিটি রাত্রে জাগ্রত থেকে, কিছু জিকির আসকার, কোরআন তিলাওয়াত ও অন্য নামাজের মাধ্যমে শবে কদরের ফজিলত অর্জনের চেষ্টা করা।
এই রাত্রে অনেক আলামতের মধ্যে একটি হলো, এই রাত্রটি নির্মল ঝলমলে হবে, নিঝুম নিথর, না অধীর গরম, না অধিক ঠান্ডা, বরং মধ্যম ধরনের হবে।
চন্দ্র উজ্জ্বল রাতের মতো মনে হবে।
এই রাতের সকাল পর্যন্ত, শয়তানের প্রতি তারকা নিক্ষেপ করা হয় না।
এর আরও একটি আলামত এই যে, পরদিন সকালে সূর্যকিরণ বিহীন, একেবারে গোলাকার পূর্ণিমার চাঁদের মতো উদিত হয়।
আল্লাহপাক এই দিনে সূর্যোদয়ের সময়ে, উহার সহিত শয়তানের আত্মপ্রকাশ বন্ধ করে দেন।
শবে কদরের তারিখ নির্ধারিত নেই, তবে অধিকাংশ ওলামায়ে কেরামের মতে, পবিত্র রমজান মাশের শেষ দশ দিনের বেজোড় রাতগুলোতে শবে কদরের অনুসন্ধান করতে হয়।
অর্থাৎ রমজানের একুশ, তেইশ, পঁচিশ, সাতাশ ও উনত্রিশ তারিখ সমূহের যেকোন এক রাতে শবে কদর ঘটতে পারে।
তাই রমজানের শেষ দশ দিন বেজোড় রাতসমূহের মধ্যে লাইলাতুল কদরের তালাশ করতে হয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও ইরশাদ করেন, তোমরা লাইলাতুল কদরকে, মাহে রমজানের শেষ দশকের মধ্যে তালাশ করো।
হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম,
হে আল্লাহ রাসূল, আমি যদি কদরের রাত সম্পর্কে অবহিত হতে পারি, তবে আমি কি দোয়া করব?
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, এই দোয়াটি পাঠ করবে,আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া, ফাফু আন্নী।
অর্থাৎ হে আল্লাহ। আপনি বড় ক্ষমাশীল, ক্ষমা কে ভালোবাসেন। অতএব আমাকে ক্ষমা করে দিন।
আসসালামু আলাইকুম। আমাদের ইসলামিক ইতিহাস চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেলে আমরা ইসলামের প্রথম দিনগুলো থেকে মধ্যযুগ থেকে আধুনিক কাল পর্যন্ত ইসলামিক সমাজ ও সংস্কৃতির উন্নয়নের ইতিহাস নিয়ে আলোচনা করব। এছাড়াও আমরা ইসলামিক ধর্মের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, যেমন কুরআন, হাদিস, ইসলামী শরীয়ত, সাহাবীদের জীবন ও আরও অনেক কিছু।
আমরা আশা করি আমাদের চ্যানেলে পাওয়া যেকোনো তথ্য এবং বিষয়বস্তু আপনার জ্ঞান ও জ্ঞানকেন্দ্রিক প্রয়োজনগুলি পূরণ করবে। তাই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে ইসলামিক সমাজ ও সংস্কৃতির সম্পূর্ণ ইতিহাস অনুসরণ করুন। জাজাকাল্লাহ খায়ির।
Please Follow & Subscribe to us for more content Like This.
Facebook Link: / civilizationoffaith
Youtube link: / @civilizationoffaith
Tiktok Link: / civilizationoffaith
Instagram Link: / civilizationoffaith
Информация по комментариям в разработке