Biren Gosai || আমি হয়েছি পাগল আরহব কি || M.V.30নম্বরে শ্রী মনিন্দ্র গোসাই এর জন্ম উৎসব 2021

Описание к видео Biren Gosai || আমি হয়েছি পাগল আরহব কি || M.V.30নম্বরে শ্রী মনিন্দ্র গোসাই এর জন্ম উৎসব 2021

বিশেষ সমাচার এই যে,01/12/2021 তারিখ । ভারত, ওড়িশা, মালকানগিরি ডিস্ট্রিক্ট ,গ্রাম M.V.30নম্বরে,(শ্রী মনিন্দ্র গোসাই এর জন্ম উৎসব) মহাউৎসব অনুষ্ঠিত হয়েছিলো ।

আমাদের চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে পেতে এখনি Subscribe করে রাখুন এবং Notification বেল আইকন অন করে দিন। Subscribe:    / @amimatua  
__________________________________

বিদ্যা ছাড়া কথা নাই বিদ্যা কর সার ।
বিদ্যা ধর্ম বিদ্যা কর্ম অন্য সব ছার ।।
(শ্রী শ্রী গুরুচাদ চরিত)

হরিভক্ত হয়ে বরং বাঁচে পঞ্চদিন ।
বৃথা সে সহস্র কল্প হরিভক্তি হীন ।।
(শ্রীশ্রী হরিলীলামৃত)

জাতি ছিল দুঃখে-জারা বন্ধু নাহি ছিল ।
গুরুচাদ বন্ধু হয়ে সে ঘরে আসিল ।।

যাত্রা কালে উচ্চ কণ্ঠে বলে দয়াময় ।
মাের শেষ বাণী যথা ধৰ্ম্ম তথা জয় ।।

অর্থ দেয় অন্ন জল অর্থ রাখে প্রাণ ।
অর্থের সংহতি রহে জীবের কল্যাণ ।।
__________________________________________
পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যে দ্বাদশ বানী আমাদের দিয়েছেন মনে প্রানে পালন করলে তার আর সাধন ভজনের প্রয়জন হয়না।
সদাসত‍্য বাক‍্য বল হয়েসচেতন।
বাক‍্য সিদ্ধ মহাপুরুষ হওসর্বব জন।।
পরনারী মাতৃজ্ঞানে করিবে প্রনাম।
জাগিবে কুল কুন্ডলিনী হইবে নিস্কাম।।
মাতা পিতার চরণ করিবে পূজন।
মহাশক্তিমান হবে পাবে প্রেম ধন।।
জীবেপ্রেম কর সবে শুদ্ধ রাখ মন।
শ্রীহরিময় বিশ্বরূপ পাবে দরশন।।
সৎচরিত্র ব‍্যক্তির নাই জাতির বিচার।
সতীপতি চরিত্রবান সুখী সংসার।।
কাহারও ধর্ম্ম নিন্দা কভু না করিবে।
প্রতি গৃহে পুত্র কন‍্যা উচ্চ শিক্ষা দিবে।।
বাহ‍্য অঙ্গ সাধু সাজ ত‍্যাগ কর সবে।
অজপা হরিনামে সদায় ডুবে রবে।।
শ্রীহরি মন্দির প্রতিস্ঠা কর সবে মিলে।
বুধবার হরিসভা কর দলে দলে।।
ষড় রিপুর নিকট সাবধান থাক ভাই।
কাম ক্রোধ লোভ ম‍দ মোহ মাৎসর্য ঠাই।।
হাতে কাম মুখেনাম কর সর্ব ক্ষণ।
দূরে যাবে ত্রিতাপ জ্বালা পালাবে শমন।।
দৈনিক প্রার্থনা কর ভেসে নয়ন জলে।
শান্তি হরি দেখা দিবে হৃদয় কমলে।।
শ্রীহরিকে আত্মদান কর সর্ব জন।
ঘরে ঘরে কর সবে যুগল ভজন।।

পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ বানী
_________________________
Channel: Ami Matua
Administrator & Editing: SUNIL SARKAR
Ami Matua Team Contact number/WhatsApp +919178415460
বিশেষ অনুরোধ একান্ত প্রয়োজনে যোগাযোগ করবে
________________________
#Biren_Gosai #মহাউৎসব_2021 #ami_matua #আমি_মতুয়া

Комментарии

Информация по комментариям в разработке