ARD Studio Resort - Eco-friendly Rural Housing Development Model Project Coconut Tree Management এআরডি স্টুডিও রিসোর্টে এবং পরিবেশবান্দব গ্রামীণ আবাসন উন্নয়ন মডেল প্রকল্পে নারিকেল গাছের ব্যাবস্থাপনা ২০২৩
খাটো জাতের নারিকেল গাছের ব্যাবস্থাপনা/coconut fertilizer management
গাছ লাগানোর পর প্রতিবছর নিম্নলিখিত হারে সার প্রয়োগ করবোঃ-
১-৪ বছর বয়সী নারিকেল গাছের জন্যে
গোবর সারঃ-১০ কেজি, ইউরিয়াঃ-২০০ গ্রাম, টিএসপিঃ-১০০ গ্রাম,এমওপিঃ-৪০০ গ্রাম
জিপসামঃ-১০০ গ্রাম, জিংক সালফেটঃ-৪০গ্রাম, বোরিক এসিডঃ-১০ গ্রাম
ভিয়েতনামী খাটো জাতের নারিকেল চাষাবাদ ও পরিচর্যাঃ
পরিচিতি : নারিকেল বাংলাদেশের অন্যতম প্রধান অর্থকরী ফসল।
উৎপাদন প্রযুক্তি
মাটি : নিকাশযুক্ত দো-আঁশ থেকে বেলে দো-আঁশ মাটি।
রোপণের সময় : জুন-সেপ্টেম্বর।
রোপণের দূরত্ব : ৬ x ৬ মিটার হিসেবে হেক্টরপ্রতি ২৭৮টি চারা প্রয়োজন। পিট তৈরি : আদর্শ পিটের মাপ হবে ৩ ফুট x ৩ ফুট x ৩ ফুট। গর্ত তৈরির পর প্রতি গর্তে ১৫ থেকে ২০ কেজি পচা গোবর অথবা আবর্জনা পচা সার দিতে হবে। মাটিতে অবস্থানরত পোকার আক্রমণ থেকে চারা রক্ষার জন্য প্রতি গর্তে ৫০ গ্রাম বাসুডিন প্রয়োগ করতে হবে। চারা রোপণ : গর্তের মাঝখানে নারিকেল চারা এমনভাবে রোপণ করতে হবে যাতে নারিকেলের খোসা সংলগ্ন চারার গোড়ার অংশ মাটির ওপরে থাকে। চারা রোপণের সময় মাটি নিচের দিকে ভালোভাবে চাপ দিতে হবে যাতে চারাটি শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে। আন্তঃপরিচর্যা * ১ম মাস : চারা রোপণের পর চারার চারপাশের মাটি ভালোভাবে চাপ দিয়ে শক্ত করে দিতে হবে। এরপর সেচ দিতে হবে। নারিকেল ফসলের জন্য সেচ ও নিষ্কাশনের ভূমিকা গুরুত্বপূর্ণ। শুষ্ক মৌসুমে প্রতিদিন সেচ এবং বর্ষার সময় পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। ২০ দিন পর আগাছা পরিষ্কার করতে হবে। ছত্রাক জাতীয় রোগ থেকে মুক্তির জন্য ১৫ দিন পরপর ছত্রাকনাশক স্প্রে করতে হবে। * ২য় ও ৩য় মাস : নিয়ম অনুযায়ী যথাযথ সেচ প্রদান করতে হবে। পোকামাকড় ও রোগবালাই আক্রমণের দিকে লক্ষ্য রাখতে হবে। ছত্রাক রোগ দমনে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। নিয়মিত মাটি নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার রাখতে হবে। * ৪র্থ মাস : নিয়মিত ছত্রাকনাশক স্প্রে ও আগাছা দমন করতে হবে। শিকড় বৃদ্ধির জন্য মাটির আর্দ্রতা সবসময় ৪০% থেকে ৮০% এ রাখতে হবে। এ মাসে প্রথম ডোজের সার প্রয়োগ করতে হবে। চারা প্রতি ২৫০ গ্রাম ইউরিয়া, ১০০০ গ্রাম টিএসপি, ৪০০ গ্রাম এমওপি এবং ১০ কেজি গোবরজাত সার ভালোভাবে মাটিতে মিশিয়ে দিতে হবে। সার প্রয়োগের পরপরই সেচ দিতে হবে। এ সময় চারা থেকে পাতা ছড়ানো শুরু হবে। * ৫ম ও ৬ষ্ঠ মাস : নিয়মিত ছত্রাকনাশক স্প্রে এবং আগাছা দমনের ব্যবস্থা নিতে হবে। এ সময়ে গণ্ডার পোকা দমনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। * ৭ম মাস : অন্যান্য মাসের মতো নিয়মিত পরিচর্যা করতে হবে। এ সময় থেকে গাছের গোড়া থেকে ১ ফুট দূরত্বে সেচ ও সার প্রয়োগ করতে হবে। * ৮ম মাস : এ মাসে সারের ২য় ডোজ দিতে হবে। চারা প্রতি ২৫০ গ্রাম ইউরিয়া, ১০০০ গ্রাম টিএসপি, ৪০০ গ্রাম এমওপি এবং ১০ কেজি গোবরজাত সার ভালোভাবে মাটিতে মিশিয়ে দিতে হবে। সার প্রয়োগের পরপরই সেচ দেয়া প্রয়োজন। * ৯ম মাস : এ সময়ে ছত্রাকের আক্রমণ কমতে থাকে বিধায় ছত্রাকনাশকের ব্যবহার কমানো যেতে পারে। তবে পাতা কাটা পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য নিয়মিত কীটনাশক স্প্রে করতে হবে। মাটির আর্দ্রতা বজায় রাখতে হবে।
I am Sumsun Nahar Begum, known to everyone as Sumsun Nahar Moonni. I am operating ARD Studio Channel. Through this channel, I try to answer various questions of general interest about sustainable development master plans, rural development, farm development, green architecture, trouble and tourism architecture, entrepreneurship development, work housing construction projects, etc. Besides, we give practical videos of on-site management, the use of building materials, installation, and landscape design.
In this channel, you will find various architectural tips and tricks with current architectural career opportunities or videos about work or life-related things, Facts and Factors as well as some lifestyle.
The ARD Studio Channel sounds like a fantastic channel you have! It's great to see your focus on sustainable development, rural development, farm development, green architecture, trouble and tourism architecture, entrepreneurship development, work housing construction projects, and more. ARD Studion Channel Providing practical videos on on-site management, building materials, installation, and landscape design can be very helpful for your viewers.
By offering architectural tips and tricks along with information on current architectural career opportunities, you're providing valuable content for aspiring architects and those interested in the field. Your channel seems to cover a wide range of topics related to architecture and development, which can attract a diverse audience.
Keep up the good work, and I hope your channel continues to grow and provide insightful content to your viewers!ARD is sustainable affordable socio-economic science, technology, innovation, and cultural architecture research-based consultancy master planning-based production and development company. Partnering for Solutions for Sustainable Development
#architect,#Sustainable architecture,#design,
Информация по комментариям в разработке