How to start learning English in Bengali ? ইংরেজি শেখা কিভাবে শুরু করবেন? প্রশ্নবোধক বাক্যের গঠন?

Описание к видео How to start learning English in Bengali ? ইংরেজি শেখা কিভাবে শুরু করবেন? প্রশ্নবোধক বাক্যের গঠন?

আজ আমরা শিখব বাংলা ভাষার মাধ্যমে ইংরেজি শেখা কিভাবে শুরু করবেন? How to start learning English in Bengali ? এবং প্রশ্নবোধক বাক্যের গঠন কেমন হবে? আমি আগেই বলে রাখি এই ভিডিওটি তাদের জন্য যারা এখন পর্যন্ত মুখ ফুটে ইংরেজি বলতে পারেনি, কিন্তু ইংরেজি বলার ইচ্ছে আছে তাদের জন্য। এই ভিডিওটি তাদের জন্য আমি মনে করি খুবই উপকারি।

আবার ভেবে বসবেন না যে আমি ইংরেজি শেখার যত টিপস আছে সেগুলি নিয়ে আলোচনা করব। তাহলে বলি আপনার ধারনা ভুল। আমি particular একটি বিষয় নিয়ে বলব যেটি আপনাকে দ্রুত ইংরেজি বলতে সাহায্য করবে।

ইংরেজি বলার সময় আমাদের প্রধান সমস্যা হল বলতে গিয়ে আটকে যাওয়া। বা কি বলবেন সেটা খুঁজে না পাওয়া। অনেকেই আছেন দুটো একটা লাইন বলতে পারেন কিন্তু তারপরে আর কিছু মাথায় আসে না কি বলবেন। মানে আপনার conversation হয়ে যায় ছোট। আপনি জানেন কি কিভাবে একটি conversation দীর্ঘ হয়? আপনার অপর প্রান্তে যে বসে আছে তাকে প্রশ্ন করতে হয়? যদি আপনি ঠিক ঠাক প্রশ্ন করতে পারেন এবং তার যদি ঠিক ঠাক উত্তর দিতে পারেন তাহলে আপনার conversation কখনো থামবে না।

Conversation এর সময় যে বিষয় গুলি মাথায় রাখতে হবে-
যে বিষয় সম্পর্কে আপনি ভালো জানেন বা ধারনা আছে আলোচনায় সেই বিষয়টি নিয়ে আসুন।
ধরুন এমন কিছু বিষয় নিয়ে কথা হচ্ছে যেটা সম্পর্কে আপনি কিছুই জানেন না। তখন স্মার্টলি বিষয়টি change করার চেষ্টা করুন।
যেহেতু আপনি beginner তাই আপনার উচিত ছোট ছোট বাক্যে কথা বলা।
তাড়াহুড়ো না করে ধীরে ধীরে ভেবে বলুন বা উত্তর দিন।
আর অবশ্যই আপনাকে প্রশ্ন করতে জানতে হবে।
কারন একটা conversation কে প্রশ্নই অনেক দীর্ঘ করতে পারে।
প্রশ্ন গুলি খুব মন দিয়ে শুনুন আর তার উত্তর দেবার চেষ্টা করুন।

এখন আমরা শিখব প্রশ্নবোধক বাক্যের গঠন কি রকম হয়? আমি খুব details এ যাব না। খুব সহজে দুটি format শেখানোর চেষ্টা করব যা দিয়ে আপনি বাজিমাত করতে পারবেন আশা করি। ভয় নেই আপনাকে গ্রমারের জটিল নিয়মের মধ্যে জড়িয়ে ফেলব না। একদম সহজ দুটি নিয়ম জেনে রাখুন প্রশ্নবোধক বাক্যে গঠন করার জন্য

ইংরাজি শেখার জন্য আরও কিছু ভিডিওঃ ইংরাজি শিখুন খুব সহজে। ইংরাজিতে ভয় আর নয়!

Follow me on Facebook
  / b2esc  

Watch my YouTube channel:
   / banglatoenglishspeakingcourse  

Subscribe My Channel"Bangla to English speaking course"
https://goo.gl/sZwqSz

Follow me on Google+
https://goo.gl/TEjgGM

Visit My Blog for more Bengali to English tutorials:
https://english-bengali.blogspot.in

Комментарии

Информация по комментариям в разработке