প্রবাসীদের পেনশন অবসর ভাতা আইন কার্যকর | পেনশন ২০ লক্ষ টাকা? ড.ইউনূসের বড় ঘোষণা | Pension Calu News 2025
#পেনশন_চালুর_ঘোষণা #প্রবাসী_নিউজ_tv #প্রবাসীদের_২০_লক্ষ_টাকা_পেনশন #pension_calu
আসসালামু আলাইকুম,
অবশেষে প্রবাসীদের শেষ বয়সে অবসর ভাতা বা পেনশন চালুর ব্যাপারে বিভিন্ন সময়ে আহ্বান জানানো হয়েছিলো এবং বিগত সরকারের আমলে সর্বজনীন পেনশন স্কিমের মাধ্যমে প্রবাসীদের এই সুবিধার আওতায় আনার চেষ্টা করা হয়েছিলে।
গত ২০২৩ সালে বিগত সরকার সর্বজনীন পেনশন স্কিম চালু করে, যা ১৮ থেকে ৫০ বছর বয়সী যেকোনো বাংলাদেশি নাগরিকের জন্য প্রযোজ্য ছিলো এবং প্রবাসীরাও এতে অংশগ্রহণ করতে পারতেন । এই স্কিমের আওতায় প্রবাসীরা নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিয়ে অবসরের পর পেনশন সুবিধা পেতে পারতেন , যা তাদের শেষ বয়সে আর্থিকভাবে সাহায্য করবে বলে আশা প্রকাশ করেছিলেন বিগত সরকার।
তবে বর্তমান বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, প্রবাসীদের চাদার মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিম বাতিল করে নতুন ভাবে প্রবাসীদের অবসর ভাতা বা পেনশন স্কিমের আওতায় আনা হবে।
প্রবাসীদের অবসর ভাতার দাবি ও সুযোগ ,
সর্বজনীন পেনশন স্কিম:
বিগত সরকার দেশের সব নাগরিকের জন্য একটি পেনশন স্কিম চালু করেছিলো , যা প্রবাসীদেরও অন্তর্ভুক্ত করে। এই স্কিমের উদ্দেশ্ ছিলো সকল নাগরিককে অবসরের পর আর্থিক নিরাপত্তা দেওয়া।১ ৮ বছর থেকে ৫০ বছর বয়সী যেকোনো প্রবাসী নাগরিক, যারা এনআইডি (জাতীয় পরিচয়পত্র) ধারণ করেন, তারা এই পেনশন স্কিমে অংশগ্রহণ করতে পারতেন। ৫০ বছরের বেশি বয়সী নাগরিকরাও বিশেষ বিবেচনায় অংশ নিতে পারতেন। তবে সেটি বন্ধ করে নতুন করে অবসর ভাতা বা পেনশন স্কিম চালু করতে যাচ্ছে অন্তবর্তীকালীন সরকার। এই পেনশন বা অবসর ভাতা নিতে হলে কোন চাঁদা বা কোন ফি দিতে হবে না। শুধুমাত্র নিদিষ্ট কয়েকটি শর্ত পূরণ করেই এই পেনশন স্কিমের আওতায় আসতে পারবেন প্রবাসীরা।
এদিকে মধ্যেপ্রাচ্যের সোদিআরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান, মালয়েশিয়া, বাহরাইন, জর্ডান সহ ইতালি, ইংল্যান্ড, আমেরিকা, সিঙ্গাপুর, ফ্যান্স, জার্মানি, সাউথ আফ্রিকা, লেবানন, মালদ্বীপ, কানাডা, গ্রিস, নেদারল্যান্ডস, স্পেন, ইরাক, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, লিবিয়া, সুইডেন, পর্তুগাল সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ২ কোটি প্রবাসী বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধারা অবস্থান করছেন তাদের স্ব স্ব দেশের দূতাবাসের মাধ্যমে শীঘ্রই জানিয়ে দেওয়া হবে, যে কিভাবে অবসর ভাতা বা পেনশন স্কিমের জন্য আবেদন করতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে এবং সকল প্রসেসে জানিয়ে দেওয়া হবে।
এমনকি প্রবাসে কত বছর থাকলে আপনাকে কত টাকা পেনশন স্কিমের আওতায় আনা হবে, এই পেনশন স্কিম মাসিক ভিত্তিতে দেয়া হবে নাকি বাৎসরিক ভিত্তিতে দেওয়া হবে নাকি এককালীন দেওয়া হবে, দেশে আসার পরে দেওয়া হবে নাকি প্রবাসে থাকা অবস্থাতে আপনি অবসর ভাতার আওতায় আসতে পারবেন এই বিষয় সম্পর্কে পরবর্তীতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দূতাবাসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
কারণ বিগত সরকারের আমলে যে পেনশন বা অবসর ভাতা সিস্টেমের আওতায় প্রবাসী বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধাদের এনেছিল সেটা জানিয়ে দেওয়া হয়েছিল যে মাসিক চাঁদার সিস্টেমে তাদেরকে একটি অংশ ব্যাংকে টাকা পাঠানোর মাধ্যমে তাদের ওই টাকার উপরে তাদেরকে পেনশন বা কিছু টাকা লভ্যাংশ দেওয়া হতো
এটি দূতাবাস থেকে জানিয়ে দেওয়া হয়েছিল পরবর্তীতে কিন্তু এই অবসর ভাতা বা পেনশন স্কিমের বিস্তারিত স্ব স্ব দেশের দূতাবাসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, এমনকি কোন কোন ডকুমেন্টস বা কি কি কাগজপত্র লাগবে এটাও দূতাবাস থেকে জানিয়ে দেয়া হবে।
Информация по комментариям в разработке