বিজয় দিনের গান 🇧🇩🇧🇩🇧🇩 । বিজয় দিবসের অসাধারণ কবিতা ।

Описание к видео বিজয় দিনের গান 🇧🇩🇧🇩🇧🇩 । বিজয় দিবসের অসাধারণ কবিতা ।

বিজয় দিবসের কবিতা । ১৬ ই ডিসেম্বরের কবিতা । বাংলা কবিতা আবৃত্তি । Bijoy dibosher Kobita । ১৬ ডিসেম্বর কবিতা । 16 December Kobita । মুক্তিযুদ্ধের কবিতা । muktijuddher kobita ।

কবিতাঃ বিজয় দিনের গান Poem: Bijoy Diner Gan
কলমে ও কণ্ঠেঃ সালমা আহমেদ ( Voice: Salma Ahmed)

বিজয় দিনের গান
-সালমা

বিজয়! বিজয়! বিজয়!
বিজয় কেন কান্না ভেজা হয়?
কেন চির অন্তিম, চির দুর্জেয়, রক্তে রঙিন হয়
কেন ফুলের রঙে নয়?
বিজয় কেন বোনের হাতের মেহেদী রঙে রঙিন হবার নয়?

প্রশ্ন যাগে ছোট্ট মেয়ের মনে, বৃথাই অকারণে,
বিজয় কি আর শিশু মনের সহজ বোধ্য হয়?
বিজয় মানে কত রক্ত, যুদ্ধ, মৃত্যু, ক্ষয়।
বিজয় মানে গোলাপের লাল নয়।
বিজয় আনতে কত শোক, কত রক্ত ঝরাতে হয়।

সেই বিজয়ের গল্প বলি শোনো,
বিজয় কিন্তু সহজ নয় টা জেনো।
সেই যে ছেলে যুদ্ধে গেল, আর এল না ফিরে।
দুখিনী মা তার কাঁদছে বসে শান্ত নদীর তীরে।
কেমন করে ফিরবে খোকা, ফিরবে মায়ের কোলে!
খোকার রক্ত পতাকার লাল বৃত্ত হয়ে জলে।

বিজয়ের মানে ছোট্ট শিশু বুঝবে কেমন করে?
কাঁদছে বসে মায়ের আঁচল ধরে।
বধ করে সব পাক হানাদার, বাবা যে তার ফিরল না আর,
ফিরলো শুধু বাবার ক্লান্ত স্তব্ধ নিথর দেহ,
বাবা বলে ডাকলে যে আর দেয়না সারা কেহ।
বাবার রক্ত বাংলা মায়ের সবুজ বুকে মিশে,
লাল সবুজের পতাকাটা ছিনিয়ে আনলো শেষে।
ভয়ের টুটি চিপে ধরে, মৃত্যু করে জয়,
বাংলা মায়ের দামাল ছেলে আনলো ডেকে বিজয়।

তাদের রক্তে পূব আকাশে সূর্য ছড়ায় দ্যুতি,
জীবন দিয়ে লিখে গেছে মোদের বিজয় গীতি।
বিজয় মানে লক্ষ কোটি প্রানের বলিদান,
তাইতো এমন অশ্রু সিক্ত বিজয় দিনের গান।

দূর হয়েছে পাক হানাদার, বাংলার বুকে নেই হাহাকার,
আকাশে বাতাশে ধ্বনি তুলে শহীদ গাজীর হাসি,
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

গল্প কবিতা গান । Golpo Kobita Gan
#বিজয়দিবস #bijoydibosh #kobita #১৬ডিসেম্বর #kobita #মুক্তিযুদ্ধেরকবিতা

Комментарии

Информация по комментариям в разработке