আসসালামু-আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
প্রিয় দর্শক,
মহান আল্লাহ পাক দুনিয়ার গজব সম্পর্কে সূরা শূরা’র ৩০ নং আয়াতে বলেন,
আর তোমাদের প্রতি যে মুসীবত আপতিত হয়, তা তোমাদের কৃতকর্মেরই ফল। আর অনেক কিছুই তিনি ক্ষমা করে দেন। (গজব তোমাদের হাতের কামাই)
এ থেকে উদ্দেশ্য যদি ঈমানদাররা হয়, তবে অর্থ হবে, তোমাদের কোন কোন পাপের কাফফারা সেই বিপদাপদ হয়, যা তোমাদের গুনাহের কারণে তোমাদের উপর আপতিত হয় এবং কিছু গুনাহ মহান আল্লাহ তো এমনিই ক্ষমা করে দেন। আল্লাহর সত্তা বড়ই দয়ালু। ক্ষমা করে দেওয়ার পর আখেরাতে এর জন্য আর পাকড়াও করবেন না, হাদীসে এসেছে যে, ‘‘মু’মিন যে কোন কষ্ট এবং দুশ্চিন্তা ও দুঃখের শিকার হয়; এমনকি তার পায়ে কাঁটাও যদি ঢুকে যায়, তাহলে তার ফলে মহান আল্লাহ তার গুনাহ মাফ করে দেন।’’ (বুখারীঃ কিতাবুল মারয্বা, মুসলিমঃ কিতাবুল বির্র) পক্ষান্তরে উদ্দেশ্য ও সম্বোধন যদি ব্যাপক ও সাধারণ হয়, তাহলে অর্থ হবে, দুনিয়াতে যে বিপদাপদের তোমরা সম্মুখীন হও, এ সবই তোমাদের পাপের ফল। অথচ মহান আল্লাহ অনেক পাপ তো এমনিই মাফ করে দেন। অর্থাৎ, হয় চিরদিনকার জন্য মাফ করে দেন। অথবা পাপের শাস্তি সত্বর দেন না। (আর শাস্তি দানে বিলম্ব করাও এক প্রকার ক্ষমাশীলতা) যেমন, অন্যত্র বলেছেন, {وَلَوْ يُؤَاخِذُ اللهُ النَّاسَ بِمَا كَسَبُوْا مَا تَرَكَ عَلَى ظَهْرِهَا مِنْ دَآبَّةٍ} অর্থাৎ, আল্লাহ যদি মানুষকে তাদের কৃতকর্মের কারণে পাকড়াও করতেন, তবে ভূপৃষ্ঠে চলমান কাউকে ছেড়ে দিতেন না।’’ (সূরা ফাত্বির ৪৫ আয়াত, সূরা নাহলের ৬১নং আয়াতও এই অর্থেরই।)
মহান আল্লাহ পাক আরও বলেন, আমি কুরআন সহজ করেছি, (তিলাওয়াত, অনুধাবন) উপদেশ গ্রহণের জন্য। সুতরাং কোনো উপদেশ গ্রহণকারী আছে কী? (সূরা আল ক্বমার; আয়াত ১৭)
রাসুলুল্লাহ (স.) বলেছেন, "তোমাদের মধ্যে ঐ ব্যক্তি সর্বোত্তম, যে নিজে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।" (বুখারী হাদিস নং ৪৬৫৭)
কুরআন শিক্ষা চ্যানেলে আমরা পবিত্র কুরআন তিলাওয়াত শেখার নিয়ম সম্বলিত ভিডিও আপলোড করি।
এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং দেখে আপনি আত্মবিশ্বাসের সাথে, দ্বিধাহীনভাবে, সহীহ-শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করা শিখতে পারবেন।
আমাদের চ্যানেলে আপনি কুরআন তিলাওয়াতের উন্নতিতে সাহায্য পেতে পারেন। এর পাশাপাশি, ইসলামী জ্ঞান, ইসলামের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। সুতরাং, কুরআন শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলাম সম্পর্কে আরও মূল্যবান তথ্য জানুন।
আপনার মূল্যবান পরামর্শ আমাদের অগ্রযাত্রার পাথেয় হবে।
জাজাকুমুল্লাহ খায়ের।
#shorts
#youtubeshorts
Информация по комментариям в разработке