‘খোলা’ তালাক কাকে বলে?
খোলা’ তালাক বলা হয় স্ত্রী থেকে স্বামী বিনিময় গ্রহণ করে তাকে তালাক দেওয়া ‘খোলা’ তালাকের প্রতি ইসলামী শরিয়ত কাউকে উদ্বুদ্ধ করে না।
নির্দিষ্ট সময়ে বিশেষ প্রয়োজনে শর্ত সাপেক্ষে তা বৈধ। শর্ত পাওয়া না গেলে তালাকের বিনিময় গ্রহণ করা অবৈধ। ‘খোলা’ তালাকের বিধান হলো, যদি স্বামীর অন্যায় বা দোষের কারণে স্ত্রী তালাকের আবেদন করে, এ অবস্থায় তাকে তালাক দিতে স্বামী বিনিময় চাইতে পারবে না; বরং তা তার জন্য হারাম হবে। (ফাতহুল কাদির : ৩/২০৩, ফাতাওয়ায়ে হিন্দিয়া : ১/৫১৫)
আর যদি স্ত্রীর সীমা লঙ্ঘন বা অন্যায়ের কারণে তালাক দিতে হয়, সে ক্ষেত্রে স্বামী তার থেকে তালাকের বিনিময় গ্রহণ করতে পারবে। উভয়ে সম্মতিক্রমে যে পরিমাণ বিনিময়ের ওপর একমত হবে, তা-ই নেওয়া বৈধ। তবে এ ক্ষেত্রেও বিনিময়টি বিয়েতে ধার্যকৃত মহরের বেশি না হওয়া উত্তম। (বাদায়েউস সানায়ে : ৩/১৫০, আলবাহরুর রায়েক : ৪/৮৩)
মহান আল্লাহ এ বিষয়ে কোরআনে ইরশাদ করেন, ‘হে মুমিনরা, তোমাদের জন্য হালাল নয় যে তোমরা জোর করে নারীদের (সত্তা বা সম্পদের) উত্তরাধিকারী হবে। আর তোমরা তাদের আবদ্ধ করে রেখো না—তাদের যা দিয়েছ, তা থেকে তোমরা কিছু নিয়ে নেওয়ার জন্য। তবে যদি তারা প্রকাশ্য অশ্লীলতায় লিপ্ত হয়।’ (সূরা নিসা, আয়াত, ১৯)
মহান আল্লাহ অন্যত্র ইরশাদ করেন, ‘আর তোমাদের জন্য হালাল নয় যে তোমরা তাদের যা দিয়েছ, তা থেকে কিছু নিয়ে নেবে। তবে উভয়ে যদি আশঙ্কা করে যে আল্লাহর সীমারেখায় তারা অবস্থান করতে পারবে না। সুতরাং তোমরা যদি আশঙ্কা করো যে তারা আল্লাহর সীমারেখায় অবস্থান করতে পারবে না, তাহলে স্ত্রী যা দিয়ে নিজেকে মুক্ত করে নেবে, তাতে কোনো সমস্যা নেই।’ (সুরা : বাকারা, আয়াত : ২২৯)
আয়াতদ্বয় দ্বারা প্রমাণিত হয়, স্বামীর অন্যায় আচরণ বা কোনো দোষের কারণে যদি স্ত্রী ন্যায়সংগতভাবে স্বামীর থেকে তালাকের আবেদন করে, সে ক্ষেত্রে স্বামীর উচিত হলো, কোনো বিনিময় ছাড়াই তালাক দিয়ে দেওয়া। এ অবস্থায় যদি সে বিনিময় দাবি করে, তাহলে তা তার জন্য অবৈধ হবে। আর যদি স্ত্রী প্রকাশ্যে অনৈতিক কাজে লিপ্ত হয়—অর্থাৎ স্ত্রী দোষী হয়, এ অবস্থায় স্বামী তাকে তালাক দেওয়ার সময় তার থেকে ন্যায্য বিনিময় দাবি করতে পারবে। এটিই ‘খোলা’ তালাক। (আহকামুল কোরআন : ২/৮৯)
👉হাদিস শরিফে খোলা তালাক
একাধিক হাদিসে ন্যায়সংগত ও ন্যায্য ‘খোলা’ তালাকের বিনিময়ের বৈধতার প্রমাণ পাওয়া যায়। যথা—এক. ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, সাবিত ইবনু কায়সের স্ত্রী নবী করিম (সা.)-এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসুল! চরিত্রগত বা দ্বিনি বিষয়ে সাবিত ইবনু কায়সের ওপর আমি দোষারোপ করছি না। তবে আমি ইসলামের ভেতরে থেকে কুফরি করা (অর্থাৎ স্বামীর সঙ্গে অমিল) পছন্দ করছি না। রাসুলুল্লাহ (সা.) বলেন, তুমি তার বাগানটি ফিরিয়ে দেবে? (সাবেত মোহরানা হিসেবে তাকে বাগান দিয়েছিল) সে বলল, হ্যা। রাসুলুল্লাহ (সা.) সাবিতকে বলেন, তুমি বাগানটি গ্রহণ করো এবং ওই নারীকে এক তালাক দিয়ে দাও। (বুখারি, হাদিস, ৫২৭৩)
দুই. রুবায়্যি বিনতে মুআব্বিজ (রা.)-এর ব্যাপারে বর্ণিত হয়েছে, তিনি রাসুলুল্লাহ (সা.)-এর যুগে তার স্বামী থেকে ‘খোলা’ তালাক নিয়েছেন। তালাকের সময় রাসুলুল্লাহ (সা.) তাকে ঋতুস্রাব গণনার মাধ্যমে ইদ্দত পালন করার নির্দেশ দিয়েছিলেন। (সুনানে তিরমিজি, হাদিস, ১১৮৫)
এই হাদিসগুলোতে স্বয়ং রাসুলুল্লাহ (সা.) ন্যায়সংগত ‘খোলা’ তালাকের নির্দেশ বা তাতে সমর্থন দিয়েছেন।
ঠিকানা ও অবস্থান
কার্যালয়ঃ কুমিল্লা কাজী অফিস/নিকাহ রেজিষ্টারের কার্যালয়
কুমিল্লা জজ কোর্ট: ৩৫০০
যোগাযোগ: 01407174138
✅ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 💝
✅ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত মুসলিম বিবাহ/ তালাক নিবন্ধন করিয়ে থাকি।
✅এই কাজী অফিসটির প্রধান কাজী হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী মোহাম্মদ নজরুল ইসলাম, এছাড়া কাজী সাহেবের কাজে সার্বিক সহযোগিতার জন্য একজন সহযোগী কাজী আছে।
✅ #আমাদের#সেবা#সমূহ✅
✅ বাংলাদেশ সরকার কর্তৃক ধার্যকৃত রেজিস্ট্রেশন ফি দ্বারা বিবাহ/তালাক নিবন্ধন করা হয়।( নোটারি পাবলিকেশন এর মাধ্যমে কোর্ট ম্যারেজ করানো হয়)
✅ whatsapp/telegram/imo এর মাধ্যমে ইসলামিক শরিয়া মোতাবেক এবং বাংলাদেশ সরকার কর্তৃক প্রদানকৃত রেজিস্ট্রি বইয়ের মাধ্যমে বিবাহ/ তালাক/ (নোটারি পাবলিকেশনের মাধ্যমে ) বিবাহ সম্পাদন করা হয়।
✅ বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন
✅ বিয়ে ও তালাক সংক্রান্ত ব্যাপারে সৌজন্য মূলক পরামর্শদান।
✅ ভিন্ন ধর্মের লোকদের বিয়ে ও তালাক ব্যাপারে পরামর্শ ও ব্যবস্থা গ্রহণ করা।
✅যারা পূর্বে শরিয়া অনুযায়ী বিয়ে করেছেন কিন্তু সরকারি কাজী অফিসে বিবাহ রেজিস্ট্রি করেননি তাদের জন্য নতুন করে বিবাহ রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট প্রদান।
✅ ম্যারেজ সার্টিফিকেটের বাংলা ইংরেজি অনুবাদ স্টাম্পিং এবং বিশেষ প্রয়োজনে আইন উপরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করা হয়।
✅ বিয়ে এবং তালাক সংক্রান্ত অথবা পারিবারিক যেকোনো সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমাধান দেয়ার চেষ্টা করব।
কন্টাক্ট : 01407174138
কুমিল্লা জর্জ কোর্ট কাজী অফিস।
যে কোন বিবাহ ও কোর্ট ম্যারেজ সম্পর্কে জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের রয়েছে অনলাইনের মাধ্যমে বিবাহ সম্পন্ন করার সুযোগ সুবিধা। আপনি প্রবাসী অথবা অন্য জেলায় অবস্থান করেও আমাদের মাধ্যমে বাংলাদেশ আইন অনুযায়ী বিবাহ রেজিস্ট্রেশন করতে পারবেন কম খরচেই এবং কোর্ট ম্যারেজের সম্পূর্ণ করতে পারবেন বাসায় বসে। আমাদের রয়েছে হোম সার্ভিস সুবিধা এবং রয়েছে ক্যাশ অন ডেলিভারি সুযোগ-সুবিধা 1000 টাকা দিয়ে বুকিং কনফার্ম করে কোর্ট ম্যারেজ ও বিবাহ রেজিস্ট্রি করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তাই প্রতারিত অথবা দালালের খপ্পরে না পড়ে কাজী অফিসে যোগাযোগ করতে পারেন।
বিস্তারিত জানতে অবশ্যই আমাদের গ্রুপ এডমিন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে ধন্যবাদ।
কুমিল্লা জজ কোট কাজী অফিস।
WhatsApp IMO contact: 01407174138
Информация по комментариям в разработке