ভৌতিক রহস্যে ভরা দেশের সবচেয়ে দুর্গম ও ভয়ংকর ট্রেইল মেলখুম । Melkhum Mirsharai । Melkhum Chittagong।

Описание к видео ভৌতিক রহস্যে ভরা দেশের সবচেয়ে দুর্গম ও ভয়ংকর ট্রেইল মেলখুম । Melkhum Mirsharai । Melkhum Chittagong।

ভৌতিক রহস্যে ভরা দেশের সবচেয়ে দুর্গম ও ভয়ংকর ট্রেইল মেলখুম । Melkhum Mirsharai । Melkhum Chittagong।

মামুন ভাইয়ের মেলখুম ভ্লগ দেখে নিতে পারেন সম্পূর্ণ গাইডলাইনের জন্য ‪@grambanglarrup‬ :    • Melkhum Trail Mirsarai Chittagong | ত...  

মেলখুম :
চট্টগ্রামের সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জে যতো ঝিরি আছে সবচেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন ঝিরি এটি। এই ঝিরির কোথাও কোনো পাথর পাবেন না আপনি।

স্বচ্ছ পানিতে সূর্যের কিরণ লেগে সুন্দরীর সাদা বালির নাকফুলের মতো ঝিলিক দিয়ে আপনাকে বিমোহিত করবে পুরোটা পথ। আলো ছায়ার খেলায় স্বচ্ছ পানি কখনো কখনো গাঢ় নীল মনে হবে।

চোখের সামনে উড়ে বেড়াবে রং-বেরঙের ঘাস ফড়িং, প্রজাপতির ঝাঁক, পানিতে চুপচাপ দাঁড়িয়ে থাকলে পায়ে এসে খুনসুঁটি খেলবে ঝিরি ছোট মাছ, তারপর দেখা মিলবে গন্তব্যের মেলখুম।

কূপের ভেতর দিয়ে যেতে যেতে চোখে পড়বে তারা পাহাড়ের বিস্তীর্ণ কঠিন সরু পিচ্ছিল পথ। সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে হবে। হালকা-পাতলা মানুষ হলে যেতে সুবিধা হবে।

নারী পর্যটকদের বেশি ভেতরে প্রবেশ না করাই ভালো। পিচ্ছিল পথে পড়ে হাত-পায়ে বা মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ার ঝুঁকি বাড়ে।

মেলখুমের নামকরণ:
মেলখুমের আশপাশের স্থানীয় কৃষকরা জানিয়েছেন, কোনো এক সময়ে পাহাড়ে মেল পাতা পিষে কুমের ভেতর দেওয়া হতো, পাতার বিষে খুমের ও পাহাড়ি ছড়ায় মাছ মারা যেত।

মেল মিশ্রিত ছড়ার পানি যতটুকু যেত, ততটুকুতেই মাছ মরে থাকতো। এভাবে মাছ শিকারের জন্য মেল পাতার ব্যবহার করতে করতে এই এলাকার নাম হয়ে উঠে মেলখুম।

ট্রেইলের পথ পরিচিতি:
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের জোরারগঞ্জ বাজার থেকে সোজা পূর্বদিকে সোনাপাহাড় এলাকায় নাহার এগ্রোর সামনে নামবেন। তারপর হাঁটা পথে পূর্বদিকে যে রাস্তা ধরে মূল ট্রেক, হাঁটা শুরু করলে ৫ মিনিট পর রেললাইন পাওয়া যাবে।

তারপর আর পাকা রাস্তা নেই, মাটির পাহাড় কাটা রাস্তা। মেঠো পথ ধরে যখন হাঁটবেন ১৫ মিনিট হাঁটার পর পাবেন ছোট একটি কালভার্ট।

কালভার্ট থেকে হাতের ডানদিকে ছোট একটি ঝিরি আছে, সেই ঝিরিতে কোনো পাথর নেই। চিকন একটি ঝিরি, ৬-৭ ফিটের মতো। পাশে সেই ঝিরি ধরে উজানে হাঁটা শুরু করলেই ১.৫ ঘন্টা হাঁটলেই মেলখুমের সামনে যেতে পারবেন।

পুরো ট্রেইল শেষ করে ঘুরে আসতে ৩ থেকে ৪ ঘণ্টা সময় লাগবে। হাতের ডানে বামে অনেক পাহাড়ি ছোট রাস্তা আছে আপনি ঝিরি পথটা ধরে হাঁটতে হাঁটতে মেলখুমে পৌঁছে যাবেন।

সতর্কতা:
যারা সাঁতার জানেন না, শ্বাসকষ্ট কিংবা ঠান্ডাজনিত সমস্যা আছে তারা যে কোনো খুমে যাওয়া এড়িয়ে চলুন। কারণ খুমের পানি অনেক বেশি ঠান্ডা। মোবাইল নেটওয়ার্কের বাইরে এই জায়গা।

অবশ্যই কয়েকজন মিলে যাবেন। বেশি ভারি ব্যাগ নিয়ে যাওয়া যাবে না। মেলখুমের রাস্তায় ভালো খাবার দোকান নেই তাই আপনার পছন্দমতো খাবার নিয়ে যেতে পারেন।

দূর দূরান্ত থেকে আসলে খাবার ও থাকার হোটেল হিসেবে বেছে নিতে পারেন বারইয়ার হাঁট পৌরসভার কিছু হোটেল রেস্তোরাঁ।

মেলখুমের প্রবেশের আগে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের আধা কিলোমিটার উত্তরে পাবেন আরশিনগর ফিউচার পার্ক ও রেস্তোরাঁ, তিন কিলোমিটার দক্ষিণে পাবেন মহামাইয়া লেক ও হান্ডি রেস্তোরাঁ।

#melkhum
#melkhumchittagong
#melkhummirsarai
#মেলখুম
#মেলখুমট্রেইল

মেলখুম,
মেলখুম ট্রেইল,
মেলখুম কিভাবে যাবেন,
melkhum mirsarai,
Melkhum Chittagong,
Melkhum trail,
Melkhum,

My Facebook page:   / farhadmonir2  

My Facebook ID :   / monir.feni.12  

Music use:
Music: Power Music Factory
Channel URL :

/ powermusicfactory

===================================================
=========

Supreme by JayJen   / jayjenmusic  
Creative Commons — Attribution 3.0 Unported — CC BY 3.0
Free Download / Stream: http://bit.ly/JayJenSupreme
Music promoted by Audio Library

• Supreme – JayJen ...

🎵 Song: 'Shahed - Indian Fusion' is under a YouTube Free license.
   / djshahmoneybeatz​  
🎶 Music promoted by BreakingCopyright:
   • 🐯 Indian Music (No Copyright) "Indian...  

Track: Feel — Land of Fire [Audio Library Release]
Music provided by Audio Library Plus
Watch:    • Feel — Land of Fire | Free Background...  
Free Download / Stream: https://alplus.io/feel
––––––––––––––––––––––––––––––

Комментарии

Информация по комментариям в разработке