বাজরিগার, লাভ বার্ড, কোকাটেল, ফিঞ্চ পাখির মাল্টিভিটামিন।

Описание к видео বাজরিগার, লাভ বার্ড, কোকাটেল, ফিঞ্চ পাখির মাল্টিভিটামিন।

বাজরিগার, লাভ বার্ড, কোকাটেল, ফিঞ্চ পাখির মাল্টিভিটামিন।
আজকের ভিডিওতে আমরা পোষা পাখির ভিটামিন ও মাল্টিভিটামিন নিয়ে আলোচনা করবো। এছাড়া আরো আলোচনা করবো কখন কখন পোষা পাখি কে ভিটামিন দিতে হবে এবং বাজরিগার লাভ বার্ড কোকাটেল ফিঞ্চ পাখির জন্য কোন মাল্টিভিটামিন ভালো।

আমরা যারা শখ করে বাসায় পাখি পালন করি আমাদের সবারই অল্প পরিমাণে পাখি আছে। এই কারণে বাজার থেকে আমরা মাল্টিভিটামিন বা ভিটামিন ঔষধ বাজার থেকে কিনে ব্যবহার করতে পারি। বাজারে যে ভিটামিন সাপ্লিমেন্ট গুলো পাওয়া যায় সবগুলোর পরিমাণ ও দাম অনেক বেশি। এই কারণে আজকে আমরা পাখির জন্য এমন একটি মাল্টি ভিটামিন ব্যবহার করব যেটির দাম কম এবং পোষা পাখির জন্য খুব ভালো কাজ করে। বাজরিগার পাখি পালন, লাভ বার্ড পাখি পালন, কোকাটেল পাখি পালন, বাজরিগার পাখির মাল্টিভিটামিন, বাজরিগার পাখির ভিটামিন, লাভ বার্ড পাখির ভিটামিন, বাজরিগার পাখির ব্রিডিং টিপস, লাভ বার্ড পাখির বেটিং টিপস, বাজরিগার পাখির ভিটামিন কোর্স, লাভ বার্ড পাখির ভিটামিন কোর্স, কোকাটেল পাখির ভিটামিন কোর্স।

বাজরিগার, লাভ বার্ড, কোকাটেল ও ফিঞ্চ পাখির জন্য যে মাল্টিভিটামিনটি সবচেয়ে বেশি কাজ করে সেটি হচ্ছে রেনা ডব্লিউ এস (Rena-WS). ঋতু পরিবর্তন, পাখি থেকে অনেকবার ব্রিড নেয়ার পরে, পাখির শরীর দুর্বল হয়ে পড়লে, পাখিরে স্থান পরিবর্তন করলে পাখিকে এই মাল্টিভিটামিন দেয়া যায়। এছাড়া আপনাদের যাদের পাখি অনেকগুলো ডিম দেয় কিন্তু দুই একটি ডিম ফুটে তারা এই মাল্টি ভিটামিন টি ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা অনেকেই প্রশ্ন করেন ভাই আমার পাখি অনেকগুলো ডিম দিচ্ছে কিন্তু একটি বাঁচাও ফুটছে না, আপনারাও এই মাল্টিভিটামিন কোর্সটি করে ফেলতে পারেন।

বাজিগর পাখির মাসিক কোর্স, লাভ বার্ড পাখির মাসিক কোর্স, কোকাটেল পাখির মাসিক কোর্স, ফিঞ্চ পাখির মাসিক কোর্স, বাজরিগার পাখির ব্রিডিং কোর্স, লাভ বার্ড পাখির ব্রিডিং কোর্স, ককাটেল পাখির ব্রিডিং কোর্স। এছাড়া আমরা যারা আমাদের পোষা পাখি কে সুস্থ রাখতে চাই তাদের প্রতি মাসে একবার এই মাল্টিভিটামিন কোর্সটি করা উচিত। এতে আপনার পাখি অনেক সুস্থ থাকবে এবং বেশি বেশি ডিম বাচ্চা করবে।
#lovebird
#budgerigar
#budgies
#কোকাটেল
#baazigar_pakhi
#ভিটামিন_কোর্স
#বাজরিগার_পাখির_মাসিক_কোর্স

Комментарии

Информация по комментариям в разработке