২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর ১৮৮ দিন আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত বিশ্বকাপের ড্র। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতেই প্রকাশিত হয় সম্পূর্ণ গ্রুপ তালিকা।
ড্র অনুযায়ী বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা পড়েছে ‘জে’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ—অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। শক্তির বিচারে গ্রুপসেরা হয়ে নকআউটে যাওয়া আর্জেন্টিনার জন্য মসৃণ পথ তৈরি হয়েছে বলেই মনে করছে ফুটবলবিশ্ব।
অন্যদিকে ‘সি’ গ্রুপে আছে ব্রাজিল। তাদের সঙ্গে রয়েছে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। বিশেষ করে মরক্কোকে নিয়েই নেইমার-বাহিনীকে সবচেয়ে সতর্ক থাকতে হবে।
সবচেয়ে নজর কাড়ে ‘এল’ গ্রুপ, যেখানে ইংল্যান্ডের সঙ্গে আছে ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা—যা এই আসরের ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে বিবেচিত হচ্ছে।
ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল পড়েছে ‘কে’ গ্রুপে—সঙ্গে কলম্বিয়া, উজবেকিস্তান ও একটি আন্তঃমহাদেশীয় প্লে-অফ জয়ী দল। কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে ফ্রান্সের জন্যও, যারা ‘আই’ গ্রুপে পেয়েছে সেনেগাল ও নরওয়েকে।
ড্র অনুষ্ঠানে বিশেষ মুহূর্ত তৈরি হয় যখন আয়োজকরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেন শান্তি পুরস্কার। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সার্টিফিকেট পড়ে শোনান। পুরস্কার নিয়ে ট্রাম্প বলেন, “পৃথিবী এখন অনেক নিরাপদ। এটি আমার জীবনের অন্যতম সম্মান।”
ড্র শেষে ১২টি গ্রুপের তালিকা হলো—
গ্রুপ তালিকা (A–L):
গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, ইউরোপিয়ান প্লে-অফ ডি
গ্রুপ বি: কানাডা, সুইজারল্যান্ড, কাতার, ইউরোপিয়ান প্লে-অফ এ
গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি
গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, ইউরোপিয়ান প্লে-অফ সি
গ্রুপ ই: জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাও
গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি
গ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে
গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, আন্তঃমহাদেশীয় প্লে-অফ ১
গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান
গ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, আন্তঃমহাদেশীয় প্লে-অফ ২
গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা
ড্রয়ের আগে পট থেকে বল তোলা অনুষ্ঠানে ছিলেন চার ক্রীড়া কিংবদন্তি—টম ব্রেডি, ওয়েইন গ্রেটস্কি, অ্যারন জাজ ও শাকিল ও’নিল। আয়োজক তিন দেশের প্রেসিডেন্ট/প্রধানমন্ত্রীরাও অংশ নেন ড্রয়ে।
এবারের বিশ্বকাপে ৪২ দল ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। বাকি ৬ দল নির্ধারিত হবে ইউরোপ ও আন্তঃমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে। আগামী ১১ জুন মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।
Информация по комментариям в разработке