সবচেয়ে কম খরচে এত সুন্দর পার্ক || বিনোদিয়া ফ্যামিলি পার্ক যশোর
যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্ক | Binodia Family Park Jessore | tourist place in jessore
যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্ক এ তাত ও কুটির শিল্প মেলা ২০২৪-২৫ ❤️
বিনোদিয়া ফ্যামিলি পার্ক যশোর | Binodia Family Park Jessore |
Binodia family park jessore || সবচেয়ে কম খরচে এত সুন্দর পার্ক || বিনোদিয়া ফ্যামিলি পার্ক #jessore
বিনোদিয়া ফ্যামিলি পার্ক।।Binodia family park jessore 2024
যশোর জেলা শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে যশোর ক্যান্টনমেন্টের শানতলা নামক স্থানে বিনোদিয়া ফ্যামিলি পার্ক (Binodia Family Park) নির্মাণ করা হয়েছে। লেফটেন্যান্ট কর্ণেল ফয়েজ আহমেদ ১৯৯৮ সালে বিনোদিয়া ফ্যামিলি পার্ক তৈরী করেন। চিত্তবিনোদনের জন্য বিনোদিয়া ফ্যামিলি পার্কে আছে বিভিন্ন আকর্ষণীয় রাইড, মিনি চিড়িয়াখানা, শিশু পার্ক, নদী, রবীনহুডের ঘর, কৃত্রিম ঝর্ণা, কনফারেন্স রুম এবং খাবারের ব্যবস্থা। পার্কটিতে পিকনিক, পূনর্মিলনী সহ যেকোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থা রয়েছে। শুরুতে এই পার্কটি সকলের জন্য উন্মুক্ত থাকলেও পরবর্তীতে প্রবেশের জন্য টিকিটের ব্যবস্থা করা হয়। বিনোদিয়া ফ্যামিলি পার্ক সাপ্তাহের সাতদিন সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। পার্কে প্রবেশ মূল্য ও অন্যান্য খরচ যেকোন প্রাপ্ত বয়স্ক দর্শনার্থীদের জন্য পার্কে প্রবেশ টিকেটের মূল্য ৫০ টাকা এবং ছোট বাচ্চাদের প্রবেশ করতে ৩০ টাকা খরচ করতে হয়। শিশুদেরকে বিভিন্ন রাইড উপভোগের জন্য ২০ থেকে ৩০ টাকা দিয়ে টিকিট কাটতে হয়। বিনোদিয়া ফ্যামিলি পার্ক সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে। রান্না ঘর, পানি ও কার্পেট সুবিধা সহ স্পট ভাড়া করতে ১০০০ থেকে ৩৫০০ টাকা ব্যয় হয়। এছাড়া পূনর্মিলনী সহ যেকোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রতি ঘন্টার জন্য পার্কের ফি ৫০০ টাকা। বিনোদিয়া ফ্যামিলি পার্কে বাস, মাইক্রো/জীপ এবং মটর বাইকের পার্কিংয়ের জন্য যথাক্রমে ১০০, ২০ এবং ১০ টাকা প্রদান করতে হয়। বাংলাদেশের যেকোন জায়গা থেকে যশোর জেলা শহরের এসে রিক্সা অথবা ইজি বাইক নিয়ে পালবাড়ী মোড়ে আসতে হবে। পালবাড়ী মোড় হতে ইজিবাইকে চড়ে বিনোদিয়া পার্কে যাওয়া যায়। কোথায় থাকবেন রাতে থাকার জন্য যশোরে বেশকিছু সরকারি রেস্ট হাউস এবং আবাসিক হোটেল রয়েছে। এদের মধ্যে হাসান, মনিহার, মিডটাউন, মিডওয়ে, নয়ন, চৌধুরী, গ্রান্ড হোটেল এবং ম্যাগপাই উল্লেখযোগ্য। কোথায় খাবেন যশোরের বিখ্যাত জামতলার মিষ্টি, খেজুরের গুড়ের প্যারা সন্দেশ ও ভিজা পিঠা খেয়ে দেখতে পারেন। এছাড়া সময় সুযোগ থাকলে ধর্মতলার মালাই চা এবং চুক নগরের বিখ্যাত চুই ঝাল খাবারের স্বাদও নিতে পারেন।
Binodia Family Park has been constructed at a place called Shantala in Jessore Cantonment, just five kilometers away from Jessore district town. Lt. Col. Faiz Ahmed built Binodia Family Park in 1998. For entertainment, Binodia Family Park has various interesting rides, mini zoo, children's park, river, Robin Hood's house, artificial fountain, conference room and dining facilities. The park has facilities for organizing any kind of cultural events including picnics, reunions. Initially the park was open to all, but later entry was ticketed. Binodia Family Park is open to visitors seven days a week from 8 am to 6 pm. Park Entry Fee and Other Costs The park entry ticket costs 50 rupees for any adult visitor and 30 rupees for children. Children have to buy tickets for Tk 20 to Tk 30 to enjoy various rides. Binodia Family Park is open from 8 am to 6 pm. 1000 to 3500 rupees to rent a spot with kitchen, water and carpet facilities. Apart from this, the park fee is Rs 500 per hour for organizing any kind of cultural events including reunions. Parking for bus, micro/jeep and motorbike at Binodia Family Park requires payment of Tk 100, Tk 20 and Tk 10 respectively. From any part of Bangladesh you have to come to Jessore district city by rickshaw or easy bike and come to Palbari intersection. Binodia Park can be reached by easy bike from Palbari Junction. Where to Stay Jessore has several government rest houses and residential hotels for overnight stays. Among them Hassan, Manihar, Midtown, Midway, Nayan, Chowdhury, Grand Hotel and Magpie are notable. Where to eat Jessore's famous jamatla sweets, date molasses para sandesh and wet pitha can be tried. Besides, if you have time, you can also taste the Malai tea of Dharmatala and the famous Chui Jhal food of Chuk Nagar
binodia family park, binodia family park jessore, binodia family park zoo jessore, binodia park, binodia park jashore, binodia park jessore, binodia park zoo, jessore binodia park, park jessore, কিভাবে যাব যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্ক, বিনোদিয়া ফ্যামিলি পার্ক, বিনোদিয়া ফ্যামিলি পার্ক ২০২৪ সাল, বিনোদিয়া ফ্যামিলি পার্কের ভিতরের সৌন্দর্য্য, যশোর বিনোদিয়া পার্ক সুন্দর একটি পার্ক, যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্ক, যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্ক নতুন কি করছে
⭕For Business Promotion & Sponsors⭕
আপনার পণ্য বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য
যোগাযোগ করুন- ▶👇
[email protected]
Информация по комментариям в разработке