লায়লার কণ্ঠে লালনের গান । লালন মেলা । কার গোয়ালে কে ধোঁয়া দেয়

Описание к видео লায়লার কণ্ঠে লালনের গান । লালন মেলা । কার গোয়ালে কে ধোঁয়া দেয়

কার গোয়ালে কে ধোঁয়া দেয়,
সব দেখি তা না না না|
বসত বাড়ির ঝগড়া কেজে,
আমার কইতো মিটলোনা||
দেখে শুনে আত্মকলহ্,
বাড়ির কর্তাব্যক্তি হত হলো,
বিশ্বাসের ধন চুরি গেল,
এ লজ্জাতো যাবেনা||
ঘরের চোরে ঘর মারে যার,
বসতে সুখ হয় কিসে তার,
যেমন দেখি ভূতের প্রকার,
তেমনি তার বসতখানা||
সর্বজয় হাকিমের তরে,
আর্জি করি বারে বারে,
লালন বলে, সেও তো মোরে,
একবার ফিরে চাইলো না||
-লালন|

Комментарии

Информация по комментариям в разработке