কম খরচে রাজার পাহাড় অভিযান | শেরপুর | রাজার পাহাড় | Sherpur Adventure শেরপুরের দর্শনীয় স্থান ।

Описание к видео কম খরচে রাজার পাহাড় অভিযান | শেরপুর | রাজার পাহাড় | Sherpur Adventure শেরপুরের দর্শনীয় স্থান ।

রাজার পা হাড়শেরপুর জেলার শ্রীবরদী পৌর শহর থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে
কর্নঝো র্ন রা বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত। গারো পাহাড়ে যতগুলো পাহাড় রয়েছে তার মধ্যে
রাজার পাহাড়ের উচ্চতা সবচেয়ে বেশি। এ পাহাড়ের বৈশিষ্ট্য সিলেট বা বান্দরবানের পাহাড়ের
মতো না হলেও, সবুজের ঐশ্বর্যে সে কারও চেয়ে কোন অংশে কম নয়। শহুরে পর্যটকর্য দের কাছে
এখনো এই পাহাড় খুব পরিচিত না হলেও, স্থানীয়েদের কাছে এটি জনপ্রিয় বিনোদন স্পট। বছরে
প্রায় সব সময়ই শতশত মানুষ রাজার পাহাড়ের নির্মলর্ম পরিবেশে বেড়াতে আসেন।


ঢাকা থেকে শেরপুরের সড়ক যোগাযোগ খুবই ভাল। ঢাকা মহাখালী থেকে সোনার বাংলা, সাদিকা,
শেরপুর টেনিস ক্লাব পরিবহণের বাসে শেরপুর আসতে পারেন, ভাড়া ৩০০-৫০০ টাকা। শেরপুর
শহর থেকে বাস, সিএনজি আসতে হবে শ্রীবরদী, ভাড়া ২৫-৪৫ টাকা। শ্রীবরদী থেকে সিএনজিতে
কর্ণঝো র্ণ ড়া/বালিঝুড়ি বাজার, ভাড়া ৪০-৫০ টাকা। কর্নঝো র্ন ড়া ও বালিঝুড়ি এই দুই বাজারের
মাঝামাঝি ৩/৪ কিলো দূরদূ ত্বে রাজার পাহাড়ে, রিজার্ভ অটো নেবে ২০০-৫০০ টাকা।
কর্নঝো র্ন ড়া বাজার ও বালিঝুড়ি বাজার থেকে প্রতিদিন ২ টি বাস সকাল ও সন্ধ্যায় ঢাকায় চলাচল
করে। শ্রীবরদী উপজেলা থেকেও প্রা য় সারাদিন ঢাকাগামী সরাসরি বাস সার্ভিসর্ভি রয়েছে। সীমান্তবর্তী
সড়ক থেকে রাজার পাহাড় পর্যন্তর্য ১ কিলোমিটার রাস্তা কাঁচা কাঁ ও বন্ধুর হওয়ায় বর্ষা কা র্ষা লে একটু সমস্যা
হয়।



Music Cradit
Adventures by A Himitsu   / a-himitsu  
Creative Commons — Attribution 3.0 Unported— CC BY 3.0
Music released by Argofox    • A Himitsu - Adventures [Royalty Free ...  
Music promoted by https://www.chosic.com/free-music/all/

Комментарии

Информация по комментариям в разработке