ইউটিউব আমার ভিডিও ডিলিট করে দিলো |
YouTube removed your content #youtube #policy #violence
#problem #appeal #issue
📣 YouTube removed your content
টেক চ্যানেলের ভিডিওকে ইউটিউব সরাসরি ডিলিট করে দিচ্ছে।
আপনারা যদি টেক চ্যানেল নিয়ে কাজ করে থাকেন, তাহলে এই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন।
তা নাহলে আপনার সকল পরিশ্রম বিফলে যাবে।
১/ Mail form YouTube :
দেখতে পাচ্ছেন ইউটিউব আমাকে একটি মেইল দিয়েছে। মেইলে লেখা আছে,
YouTube Removed your content:
We wanted to let you know that our team reviewed your content, and we think that it violates our policy on personally identifiable information. We know that you may not have realised that this was a violation of our policies, so we're not applying a strike to your channel. However, we have removed the following content from YouTube:
তো বাংলা করলে,এখানে বলা হচ্ছে:
আমরা আপনাকে জানাতে চাই যে আমাদের দল আপনার বিডিও পর্যালোচনা করেছে, এবং আমরা মনে করি এটি ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য তথ্যের বিষয়ে আমাদের নীতি লঙ্ঘন করে৷ আমরা জানি যে আপনি হয়ত বুঝতে পারেননি যে এটি আমাদের নীতির লঙ্ঘন, তাই আমরা আপনার চ্যানেলে স্ট্রাইক প্রয়োগ করছি না। যাইহোক, আমরা YouTube থেকে নিম্নলিখিত বিষয়বস্তু সরিয়ে দিয়েছি:
২/ My Mistake:
তো, ভিডিওতে কি এমন ভূল ছিলো, যার কারনে ইউটিউব ভিডিওটি রিমুভ করেদিলো?
তো আমি এখন আপনাদেরকে সব সব কিছু দেখিয়ে দিচ্ছি।
প্রথমে আমার ইউটিউব চ্যানেল ড্যাশবো প্রবেশ করলাম। এবং
চ্যানেল ড্যাশবোর্ডে ইমপর্রটেন্ট নোটিফিকেশন নামে একটি ট্যাব দেখা যাচ্ছে।
তো এখানে চাপ দিলে ভায়োলেশন এর কারন সম্পর্কে ডিটেইলস দেখা যাবে।
অথবা ড্যাশবোর্ড এর নিচে কন্টেন্ট এ ক্লিক করেও আপনার ডিলিটকৃত ভিডিওটি দেখতে পারবেন। এখান থেকেও ভায়োলেশন ডিটেইলস দেখা যাবে।
যে কোন এক জায়গায় ক্লিক করার পর Review and issu পেজে আসতে পারবেন।
প্রথমে Get started ট্যাব এ দেখতে পারছেন, এবং স্ক্রল ডাউন করে Here's how it impacts your content এর নিচে, চ্যানেল এ গ্রিন মার্কে Not Effected দেখাচ্ছে। এবং ডান পার্শে Visibility, রেড মার্কে Removed দেখাচ্ছে।
এর মানে হচ্ছে আপনার চ্যানেলে কোন স্ট্রাইক বা কোন রকম সমস্যা হয়নি।
তবে আপনার ভিডিও টি চ্যানেল থেকে মুছেফেলা হয়েছে।
কিন্তু কি কারনে মুছে-ফেলা হলো?
এটি দেখার জন্য, দ্বিতীয় স্টেপ Look at your content এ ক্লিক করুন
এবার এখানে আপনার ডিলিট কৃত ভিডিওটি প্লেকরে দেখতে পারবেন। এখানে, ভিডিওর কোন জায়গায় গাইডলাইন ভায়োলেশন ডিটেক্ট হয়েছে সেটা টাইম মার্ক করে দেয়া আছে।
তো আমি প্লে করে দেখাচ্ছি, কি কারনে ভিডিওটিকে ডিলেট করা হয়েছে।
আপনারা দেখতে পারছেন ভিডিওতে আমি অনলাইনে জব এপ্লাই করা সম্পর্কে দেখাচ্ছিলাম। যেখানে ভিউয়ার্সদের বুজানোর প্রয়োজন বসোতো আমি আমার ব্যাক্তিগতো নাম ঠিকানা এ্যাড্রেস, ফোন নম্বর, ফটো এগুলো দেখিয়েছি।
আর এইটাই হচ্ছে ভায়োলেন্স এর মূল কারণ।
3/Important message about channel
ভিউয়ার্স! খুবই important একটি বিষয়ে কথা বলছি, আবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন।
না হলে অপনার চ্যানেল পর-পর ৩ টি স্ট্রাইক খেয়ে একিবারে নাই হয়ে যাবে।
আপনাদের চ্যানেলের প্রতি মায়া থাকলে
অপনারা আপনাদের ভিডিওতে কখোনই ব্যক্তিগতো ইনফরমেশন যেমন= নাম, এ্যড্রেস, ফোন নম্বর, ব্যাংক এ্যাকাউন্ট ইত্যাদি
শেয়ার করবেন না। ইউটিউব কখনোই কারো ব্যক্তিগতো ইনফরমেশন শেয়ার করা ALLOW করে না।
আর, একই ভূল বার-বার করলে ইউটিউব আপনার চ্যানেলে স্ট্রাইক দিতে বাধ্যহবে।
4/ how to know policy name:
তো নিচের বাম পার্শে দেখতে পারছেন, Policy: Harassment & cyberbullying
অর্থাৎ, এই ভিডিওর ভায়োলেশনটি Harassment & cyberbullying এর আন্ডারে পরেছে।
এবং সব ডান দিকের কর্নারে Red policy দেয়া আছে, তো আপনি যদি চান, আপনার ভিডিও যে পলিসি-ইসূর কারনে রিমুভ করা হয়েছে, সুধুমাত্র সেই ইসূ সম্পর্কে জানবেন,
তাহলে এই Red policy তে ক্লিক করে এমন একটি ভিডিও পেয়ে জাবেন, যেখানে আপনার ভিডিওতে আসা পলিসি-ইসূ সম্পর্কে বুজানো হয়েছে।
আর অপনি যদি সকল পলিসিও ইউটিউব রুলস সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে প্রতমে Get start এ যেতে হবে।
এবং নিচের Blue color এ Guidelines এ ক্লিক করার মাধ্যমে
আপনি ইউটিউব এর সকল পলিসি ও রুলস, পড়েনিতে পারবেন। যা পরবর্তী তে আপনার সকল ইউটিউব ভিডিও মেকিং এ অনেক উপকারে আসবে।
5/ Appel System:
এখন, সব লাষ্ট স্টেজে দেখতে পারছেন Tak Action Button দেয়া আছে, এখানে আপনাকে দুইটি Option দেয়া হবে,
একটি হলো- Appel The decision, আরেকটি - Take no action
আপনি যদি মনে করেন, আপনার বিডিওতে কোন ভায়োলেন্স নেই বা আপনি কোন ইউটিউব রুলস ভঙ্গ করেন নি, তাহলে
Appel The decision, এ Submit button এ ক্লিক করে আপনি আপনার ভিডিওটি ফিরিয়ে পাবার জন্য ইউটিউব কে আপিল করতে পারেন।
এবং, দ্বিতীয় Take no action টি হচ্ছে, ইউটিউব এর সাথে সহমত হওয়া, মানে আপনি যে ভূল করেছেন সেটা মেনে নেয়া।
তার জন্য আপনি Take no অ্যাকশন এ ক্লিক করতে পারেন।
এবং এর যেকোনো একটি অপশন আপনি একবারি ব্যবহার করতে পারবেন।
তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন আমি আশা করছি অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পেয়ে অপনাদের সময়ের যথাযথ মূল্যায়ন হয়েছে। তাই উপকৃত হয়ে থাকলে ভিডিওতে একটা লাইক ও কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। Thank You.
Disclaimer :-
------------------------------------------
This video is for Educational & Entertainment purposes only. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
Non-profit, educational or personal use tips the
balance in favor of fair use.
Информация по комментариям в разработке