হযরত হাজী খাজা শাহ্ বাজ (র): জামে মসজিদ ও মাজার শরীফ । Haji Khwaja Shah Baj (R:) Mosque and Mazar
হাজী শাহাবাজের মাজার ও মসজিদ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের রমনা এলাকায় (হাই কোর্টের পিছনে) অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মোগল শাসনামলে শাহজাদা আযমের সময়কালে ১৬৭৯ খ্রিষ্টাব্দে এটি নির্মিত হয় । মসজিদটি হাইকোর্টের পিছনে এবং তিন নেতার মাজার এর পূর্ব পার্শ্বে অবস্থিত। এর চত্ত্বরে হাজী শাহবাজের সমাধি অবস্থিত। দৈর্ঘ্যে মসজিদটি ৬৮ ফুট ও প্রস্থে ২৬ ফুট। এতে তিনটি গম্বুজ রয়েছে।
মাজার আঙিনায় ২০০ বছরের পুরনো একটি কাঁঠাল গাছও দেখালেন তিনি। গাছের ছায়াতেই শুয়ে আছেন শাহবাজ খান। প্রত্নতত্ত্ব বিভাগের নোটিস বোর্ড থেকে জানা যায়, ষোড়শ শতাব্দির মুঘল স্থাপত্যরীতি মেনে ঢাকায় বেশ কয়েকটি মসজিদ নির্মাণ করা হয়। ওই ধারাতেই তৈরি হয়েছিল তিন গম্বুজ শাহবাজ খান মসজিদ।
আকারে তুলনামূলক ছোট ও প্রাচীন মসজিদটিতে নামাজ পড়তে আসেন লালবাগ-চৌধুরীবাজারের বাসিন্দা আবরার ফাহিম। ঢাকার একটি মাদ্রাসার দাওরায়ে হাদিসের এই শিক্ষার্থী বলেন, ‘ঐতিহ্যবাহী মসজিদগুলোতে নামাজ পড়তে বরাবরই এক ধরনের ভালোলাগা কাজ করে। শাহবাজ খান মসজিদে যখন নামাজ পড়ি এই অনুভূতি বেশ ভালোমতো ছুঁয়ে যায়। মসজিদের দেয়ালে বসানো লাল ইট, তিনটি অতিকায় গম্বুজ ইতিহাসের কত উত্থান-পতনের নীরব সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে আছে।’
ইতিহাস
ঐতিহাসিক মুনতাসীর মামুনের মতানুসারে হাজী শাহবাজ ছিলেন একজন অভিজাত ধনী ব্যবসায়ী, যিনি কাশ্মীর হতে সুবা বাংলায় এসে টঙ্গী এলাকায় বসতি স্থাপন করেন। ১৬৭৯সালে তিনি জীবিত থাকাকালেই এই মসজিদ ও নিজের মাজার নির্মাণ করেন। তৎকালে সুবাহদার ছিলেন শাহজাদা মুহম্মদ আজম।
স্থাপত্য-রীতি
মসজিদ ভবনটির স্থাপত্যে উত্তর ভারতীয় মোগল-রীতি লক্ষ্য করা যায়।
মসজিদটি আয়তক্ষেত্রাকার এবং অভ্যন্তরে মসজিদটি তিনটি সমান বিভাগে বিভক্ত, যার প্রতিটিতে ছাদসহ একটি পেঁয়াজ গম্বুজ রয়েছে। মসজিদের পূর্ব বহির্ভাগে তিনটি খিলান রয়েছে, এবং উত্তর ও দক্ষিণ বহির্ভাগে একটি খিলান রয়েছে। নামাজ কক্ষে তিনটি আধা-অষ্টভুজাকৃতির মিহরাব রয়েছে। কেন্দ্রীয় মিহরাবটি বৃহত্তর।
১৯৫০ সালে, পাকিস্তান প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটিতে সংস্কারের কাজ করে।
যেভাবে যাবেন
ঢাকার যেকোনো প্রান্ত হতে তিন নেতার মাজার হাই কোর্ট এরিয়াতে এসে আশে পাশের যেকোনো মানুষকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দিবে। ঢাকার দোয়েল চত্বরের একটু সামনে হাতের ডাইনে বিভিন্ন স্থাপনার পাশাপাশি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে লাল মসজিদ- যা হযরত হাজী খাজা শাহ্ বাজ রাহ: জামে মসজিদ ও মাজার শরীফ।
প্রিয় দর্শক,11tv bangla–এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের ভালবাসা কে পুঁজি করে ইতিমধ্যে 11tv bangla অনেক দূর এগিয়ে গেছে। আশা করি এমনি করে আগামী দিন গুলোতেও আপনাদের পাশে পাবো। গাল ভরা শিরোনাম নয়, ভালো মান সম্পন্ন অনুষ্ঠান উপস্থাপন করাই আমাদের লক্ষ্য, সুধী দর্শক আপনাদের নিকট আমাদের প্রত্যাশা,আমাদের সকল ভিডিও গুলো আপনারা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে,আর ভালো না লাগলে গঠনমূলক সমালোচনা করবেন,আমরা সাদরে গ্রহণ করবো। আমার সোনার বাংলা,আমি তোমায় ভালবাসি, আমার প্রিয় মাতৃভূমির বিভিন্ন অনুষ্ঠান দিয়ে আমাদের এই চ্যানেলটির ভিডিও গুলো সাজানো। যদি এর একটি অনুষ্ঠানও আপনাদের ভালো লাগে তবেই এই চ্যানেল এর যাত্রা স্বার্থক। ভালো লাগা ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। আর একটি বিনীত অনুরোধ,অবশ্যই চ্যানেলটি সাবক্রাইব করবেন। ভিডিও গুলো আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক , কমেন্ট এবং শেয়ার করবেন । নিয়মিত ভিডিও পেতে চ্যানেল টি সাবস্ক্রাইব করুন এবংবেল আইকনটি কনফার্ম করুন। আরো নতুন নতুন, ভিডিও পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। আমরা সর্বদা চেষ্টা করব আপনাদের মনের মত ভিডিও তৈরি করতে। এজন্য আপনারা আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করতে ভুলবেন না । ধন্যবাদ |
educational or personal use tips the balance in favor of fair use. https://www.facebook.com/profile.php?... / 11tv-bangla-. . / wonderful-20. . https://l.facebook.com/l.php?u=https%...
#11tv Bangla, #201 Gombuj masjid, ২০১ গম্বুজ মসজিদের লেটেস্ট (বর্তমান) আপডেট ৯৯% কাজ শেষ, Latest (current) update of 201 Dome Mosque, ২০১ গম্বুজ মসজিদ ছবি, বাংলাদেশের বিস্ময়কর ২০১ গম্বুজ মসজিদ, গিনেস বুকে রেকর্ড বাংলাদেশের বিস্ময়কর ২০১ গম্বুজ মসজিদ, শতকোটি টাকার ২০১ গম্বুজের মসজিদ, ২০১ গম্বুজ মসজিদ নিয়ে টিভি চ্যানেলে প্রতিবেদন, গিনেজ রেকর্ড বুকে শত কোটি টাকার বাংলাদেশের ২০১ গম্বুজ মসজিদ, বিশ্বরেকর্ড করা বাংলাদেশের ২০১ গম্বুজ মসজিদ নিয়ে বিশেষ পর্ব, ২০১ গম্বুজ মসজিদ টাঙ্গাইল, বিশ্বের শ্রেষ্ঠ ২০১ গম্বুজ মসজিদ, বাবরী মসজিদ ভাঙতে গিয়ে কি হলো, বিশ্বরেকর্ড করা বাংলাদেশের ২০১ গম্বুজ মসজিদ নিয়ে বিশেষ পর্ব, পৃথিবীর সবচেয়ে বড় ও সুন্দর ১০টি মসজিদ সম্পর্কে জেনে নিন, বাবরি মসজিদ সম্পর্কে হেযবুত তওহীদের মন্তব্য, পৃথিবীর ১০ টি অসাধারন সুন্দর মসজিদ. 201 Dome Mosque, কেঁদে কেঁদে বক্তব্য দিলেন ২০১ গম্বুজ মসজিদ নির্মাণকারী।। 201 domed mosque builder spoke with tears, কেঁদে কেঁদে বক্তব্য দিলেন ২০১ গম্বুজ মসজিদ নির্মাণকারী,
#11tv Bangla,
২০১ গম্বুজ মসজিদের লেটেস্ট (বর্তমান) আপডেট ৯৯% কাজ শেষ Latest (current) update of 201 Dome Mosque
বিশ্বের শ্রেষ্ঠ ২০১ গম্বুজ মসজিদ, ২০১ গম্বুজ মসজিদ বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের অর্ন্তগত ঝাওয়াইলের সন্নিকটে দক্ষিণ পাথালিয়া গ্রামে যমুনার নদীর শাখা নদী ঝিনাই নদীর তীরে অবস্থিত। মসজিদটি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কণ্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হচ্ছে। ২০১৩ সালের ১৩ জানুয়ারি এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রিজিয়া খাতুন।
Информация по комментариям в разработке