ফল আর কিনে খেতে হবে না এখন ছাদ বাগানে সব ধরনের ফল সহজেই ফলছে/Rooftop fruit garden/

Описание к видео ফল আর কিনে খেতে হবে না এখন ছাদ বাগানে সব ধরনের ফল সহজেই ফলছে/Rooftop fruit garden/

#rooftop_farming #green_friends

ছাদ বাগানেই ফুলছে সমস্ত ধরনের ফল আর খুব সহজে যত্ন কম বিভিন্ন ছাদ বাগানে এখন আমরা ঘুরতে গিয়ে দেখতে পাচ্ছি সবচেয়ে সহজ ফল গাছ করা যার যত্ন কম পরিচর্যা কম ও এক বছর দেড় বছরের মধ্যে সমস্ত গাছের ফল চলে আসছে খুব সহজে।

সেই সমস্ত বাগানগুলিকে আমরা চিহ্নিত করে আপনাদের সামনে তুলে ধরছি যেগুলি অতি সহজে ফল আমরা পেয়ে যাচ্ছি।

কোনরকম ফল গাছ নিয়ে চিন্তা করার দরকার নেই। আপনারা বাজার থেকে বা আমরা যে সমস্ত নার্সারি পরিদর্শনগুলো আপনাদের সামনে তুলে ধরছি সেগুলি সব খুব সহজেই আপনার বাড়িতে গাছ পৌঁছে দেবে আপনারা অনায়াসে চলে আসতে পারেন এই সমস্ত নার্সারি গুলোতে সহজ পরিচর্যা করুন আর ছাদের সহজেই বাগান করুন কোন অসুবিধা নেই ছাদে বাগান করতে গেলে কোন রকম অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনার বাগান করতে কি অসুবিধা হচ্ছে।

দিনের পর দিন বাগানে বিভিন্ন ধরনের প্রজেক্ট বা কেউ পদ্ম ড্রাগন এইসব নিয়ে কাজ করছে বা ব্যবসা শুরু করছে। সেগুলি নিয়েও এখন আমরা আলোচনা করছি যাতে অতি সহজেই সবাই ব্যবসাও করতে পারে এবং ছাদ বাগান থেকে।

এছাড়া রোজ দুপুরে ভিডিও দেখলে আপনার বিভিন্ন ধরনের আইডিয়া পেয়ে যাবেন শুধুমাত্র বাগান করার ক্ষেত্রে।

Комментарии

Информация по комментариям в разработке