কেন ছোট্ট এই দ্বীপটির জনসংখ্যা রাশিয়ার চেয়ে বেশি | আদ্যোপান্ত | Why Java Has More People Than Russia

Описание к видео কেন ছোট্ট এই দ্বীপটির জনসংখ্যা রাশিয়ার চেয়ে বেশি | আদ্যোপান্ত | Why Java Has More People Than Russia

ইন্দোনেশিয়ার এক জাভা দ্বীপের জনসংখ্যা রাশিয়ার চেয়েও বেশি কি কারণে ?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 :    / adyopanto  

আদ্যোপান্ত'র আজকের ভিডিওটির স্পন্সর Arogga অ্যাপ। অ্যাপটি ইন্সটলের সাথে সাথে ৪০ টাকা বোনাস পেতে ইন্সটল করুন নিচের লিংক থেকে:
https://www.arogga.com/s/ADPN/ari

অথবা ADPN কোডটি ব্যবহার করুন অ্যাপের রেফার বক্সে।

ইন্দোনেশীয় দ্বীপপুঞ্জের অন্তর্গত জাভা দ্বীপের অবস্থান দক্ষিণ পূর্ব এশিয়ায়। তবে ইন্দোনেশিয়ার সবগুলো দ্বীপের মধ্যে এটি আয়তনে পঞ্চম বৃহত্তম। দেশটির আরো চারটি দ্বীপ এই জাভার তুলনায় আয়তনে বড় হলেও এক জাভার জনসংখ্যা বাকি দ্বীপগুলোর সম্মিলিত জনসংখ্যার তুলনায় অন্তত ১০ মিলিয়ন বেশি। জাভা বিশ্বের ১৩তম বৃহত্তম দ্বীপ। কিন্তু প্রায় ১৫ কোটি জনসংখ্যা অধ্যুষিত জাভা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে জনবহুল দ্বীপ হিসেবে তালিকার অপর ১২টি দ্বীপকে টেক্কা দিয়েছে। এই দ্বীপগুলোর মধ্যে রয়েছে জাপানের হনশু যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় শহর টোকিও। রয়েছে যুক্তরাজ্যের গ্রেট ব্রিটেনও।

কিন্তু সবচেয়ে বিস্ময়কর তথ্য হচ্ছে, বৃহত্তম দ্বীপের তালিকায় ১৩ নম্বরে থাকা জাভার জনসংখ্যা বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ার জনসংখ্যার চেয়েও বেশি। যেখানে রাশিয়ার জনসংখ্যা ১৪ কোটি ৬০ লাখের মতো, সেখানে রাশিয়ার তুলনায় আয়তনে প্রায় ১২৩ গুণ ছোটো জাভার জনসংখ্যা ১৪ কোটি ৮০ লাখেরও ওপরে। এখানে আরেকটি তুলনা করা যাক। জাভার পাশেই রয়েছে অস্ট্রেলিয়া মহাদেশ। কিন্তু গোটা অস্ট্রেলিয়া মহাদেশের জনসংখ্যার তুলনায় জাভার জনসংখ্যা সাড়ে ৫ গুনেরও বেশি। মোট কথা, এক লাখ ২৪ হাজার বর্গ কিমি আয়তনের জাভা যদি কোনো স্বাধীন দেশ হতো, তবে জনসংখ্যার দিক দিয়ে এটি থাকতো তালিকার নবম স্থানে। সুতরাং বুঝতেই পারছেন, জাভা হচ্ছে বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ জায়গা। এক কথায় বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দ্বীপ।


💻 যুক্ত হোন:
ফেইসবুক:   / adyopanto  

💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com

📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]

Комментарии

Информация по комментариям в разработке