Sultan's Dine কি তাহলে ঢাকার বেস্ট কাচ্চি ? 🤔🔥 সুলতানস ডাইন এর বিখ্যাত কাচ্চি এখন গুলশান-২ । Kacci

Описание к видео Sultan's Dine কি তাহলে ঢাকার বেস্ট কাচ্চি ? 🤔🔥 সুলতানস ডাইন এর বিখ্যাত কাচ্চি এখন গুলশান-২ । Kacci

Sultan's Dine কি তাহলে ঢাকার বেস্ট কাচ্চি ? 🤔🔥 সুলতানস ডাইন এর বিখ্যাত কাচ্চি এখন গুলশান-২ । Best Kacci in Dhaka City . New Kacci Video 2024


অনেকদিন ধরে প্ল্যান করছিলাম সবাই মিলে কাচ্চি খেতে যাব। কিন্তু সেই কাঙ্ক্ষিত সময়টাই হাতে ধরা দিচ্ছিল না। অবশেষে সেমিস্টার ফাইনালের বোঝা মাথা থেকে  নামতেই কয় বন্ধু মিলে প্ল্যান করলাম এবার তাহলে সুলতান ডাইনসের কাচ্চিটা খেয়েই আসি।।

গুলশান ২ মেইন পয়েন্ট থেকে পায়ে হেঁটে ঠিক ১ মিনিট দূরত্ব , অর্থাৎ কাকলী বনানী রোডে যেতে হাতের ডান পাশে শামসুদ্দিন ম্যানসনের দ্বিতীয় তলায় সুলতান ডাইনস।

ভেতরে ঢুকতেই দুটি বিষয় নজর কেড়েছে একটি হচ্ছে সুন্দর ডেকোরেশন এবং আরেকটি হচ্ছে প্রচুর মানুষের ভিড়, কোথাও কোন খালি জায়গা নাই বললেই চলে।
তাদের ইন্টেরিয়র ডিজাইন টা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো , যে কোন ভজন প্রিয় মানুষের নজর কারবে।

তাদের মেনু বুকটা মূলত সাজানো দুইটা ক্যাটাগরিতে ডাইন ইন এন্ড টেক আউট।

কাচ্চি বাসমতি হাফ ২৯৯ টাকা
সাথে যদি বাসমতি,‌যরদা অথবা ফিরনি নেন তাহলে ৪২০ টাকা।

এখন আমরা ডাইনিং এ কি কি খাবার আছে সেগুলো একটু দেখি,
চিকেন দুম বিরিয়ানি  single প্লেটার ১৯৯ টাকা
3 জনের প্লেটার ৫৮০ টাকা এবং
899 টাকা যেটি পাঁচজন খেতে পারবে।

এইবার আসি কাচ্চি তে

কাঁচ্চি বাসমতি সিঙ্গেল প্লেটারে পাবেন ৪৯৯ টাকা এবং তিনজনের প্লেটার পাবেন ১৩৪৯ টাকা এবং পাঁচ জনের প্লেটার পাবেন ২৩৪৯ টাকা।
সাথে যদি বোরহানি জর্দা অথবা ফিরনি যোগ করেন তাহলে সিঙ্গেল প্লেটার পড়বে 620 টাকা তিনজনের প্লেটার পড়বে ১৬৯৯ টাকা এবং পাঁচজনের প্লেটার পড়বে ২৯৯৯ টাকা
এবং
এর পরও যদি চিকেন রোস্ট অ্যাড করা যায় তাহলে প্রাইস টা আরো একটু বেশি হবে ।।
বোরহানি ৭০ টাকা প্রতি গ্লাস

আমি মাটনটা যদি একটু ভালোভাবে দেখাই, এটা যে কি পরিমান সফট, এন্ড ওয়েল কুক্ড । মাটন এর কালার এন্ড টেকচারটা খুবই সুন্দর। বাহিরে অনেক কাচ্চি পাওয়া যায় যাদের মাটন টা ভালো হবে কুক হয় না । এটা খুব বেশি ওয়েলেলি না আবার খুব বেশি ড্রাই না বলতে গেলে একদম পারফেক্ট।

এক কথায় খুবই খুবই মজাদার যার জন্য হয়তো প্রাইসটা একটু বেশি।
আমরা তিনজনের প্যাকেজে চারজন খেয়েছি এবং রাইচ যথেষ্ট পরিমাণে ছিল ।

একটা কথা না বললেই নয় ,ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার সেই কাচ্চি লাভার ফ্রেন্ডসকে।
আজকের মত বিদায় নিচ্ছি এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ

Key Words:
Sultan's Dine
ঢাকার বেস্ট কাচ্চি
সুলতানস ডাইন
Best Kacci
Kacci vlog Video
New Food Vlog
Kacci Vlog Video 2024
Kacci review 2024
Sultan Dine Kacci 2024
Sultan Dine kacci Gulshan 2
Kacci vai Vs Sunltan Dine
Dum Biriani
Kacci Price

Комментарии

Информация по комментариям в разработке