জীবনকে বদলে দিতে পারে সুরা লোকমান! Bijoy TV

Описание к видео জীবনকে বদলে দিতে পারে সুরা লোকমান! Bijoy TV

#সুরা_লোকমান

পবিত্র কোরআনের ৩১তম সুরা লোকমান। সুরাটি অবতীর্ণ হয় পবিত্র মক্কায়। যারা নামাজ আদায় করে, যাকাত দেয় এবং আখিরাতে বিশ্বাস রাখে, তাদের জন্য এ সুরাটি একটি মহামূল্যবান জীবনপথের নির্দেশিকা।
পবিত্র কোরআনে সুরা লোকমান এক অনন্য দিকনির্দেশনা। মুলত লোকমান হাকিম, যিনি তাঁর পুত্রকে দিয়েছিলেন কিছু অসাধারণ উপদেশ, সেই উপদেশগুলোর মূল বার্তাগুলো সুরা লোকমানে উল্লেখ করা হয়েছে। যে উপদেশগুলো জীবনের চলার পথকে বদলে দিতে পারে।
আল্লাহর একত্ববাদ মেনে চলাই হচ্ছে ইসলামের মূল ভিত্তি। শরিক করা সবচেয়ে বড় গুনাহ এবং এটি চরম সীমালঙ্ঘন। তাই সুরা লোকমানে এমন কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
নামাজ শুধু দৈনিক এক প্রকার ইবাদত নয়, বরং এটি আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। নামাজে দাঁড়ালে মনকে স্থির রাখার চেষ্টা করা জরুরি, যেন শয়তান আমাদের মনোযোগ বিভ্রান্ত না করে। তাই নামাজে একাগ্রতা রাখা জরুরী।
তাড়াহুড়ো করে খাওয়ার ফলে বিপদ ঘটতে পারে। খাবার ভালোভাবে চিবিয়ে ধীরে খাওয়ার অভ্যাস জীবন রক্ষায় সহায়ক। সুরা লোকমানে খাবার ধীরে খাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
অন্যের গোপনীয়তায় হস্তক্ষেপ করা থেকে বিরত থাকা উচিত। দৃষ্টির হেফাজত আমাদের নিজেদের মর্যাদা রক্ষার অংশ। তাই অহেতুক হস্তক্ষেপ থেকে সকলের বিরত থাকা উচিত।

copyright © A BIJOY TV Production-2024

সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook:   / bijoytvlimited  
Youtube:    / bijoytvofficial  

Комментарии

Информация по комментариям в разработке