কবিতা নূরলদীনের সারাজীবন কবি সৈয়দ শামসুল হক | আবৃত্তি করেছেন কাজী হেলাল |
কবিতা নূরলদীনের সারাজীবন কবি সৈয়দ শামসুল হক আবৃত্তি কাজী হেলাল, কাজী হেলালের কবিতা, কাজী হেলাল কবিতা আবৃত্তি, কবিতা নূরল দীনের সারা জীবন সৈয়দ শামসুল হক, সৈয়দ শামসুল হকের কবিতা, নূরুল দীনের সারা জীবন কবিতা, নুরলদীনের সারা জীবন, সৈয়দ শামসুল হকের কবিতা আবৃত্তি, কবিতা আবৃত্তি, kobita nuroldiner sarajibon kobi syed samsul haq, syed samsul haq er kobita, kazi helal kobita abritti, quazi helal peom recitation, quazi helal kobita abritti, new kobita, bangla kobita abritti, kobita, quazi helal kobita, quazi helal,
নূরলদীনের সারাজীবন
সৈয়দ শামসুল হক
নিলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ঐ নীলে অগণিত আর
নিচে গ্রাম, গঞ্জ, হাট, জনপদ, লোকালয় আছে ঊনসত্তর হাজার।
ধবলদুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ-পূর্ণিমার।
নষ্ট খেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার
তখন হঠাৎ কেন দেখা দেয় নিলক্ষার নীলে তীব্র শিস
দিয়ে এত বড় চাঁদ?
অতি অকস্মাৎ
স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি? কোন শব্দ? কিসের প্রপাত?
গোল হয়ে আসুন সকলে,
ঘন হয়ে আসুন সকলে,
আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে।
অতীত হঠাৎ হাতে হানা দেয় মরা আঙিনায়।
নূরলদীনের বাড়ি রংপুরে যে ছিল,
রংপুরে নূরলদীন একদিন ডাক দিয়েছিল
১১৮৯ সনে।
আবার বাংলার বুঝি পড়ে যায় মনে,
নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়;
নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায়;
নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়;
নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়;
নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন আমারই দেশে এ আমার দেহ থেকে রক্ত ঝরে যায়
ইতিহাসে, প্রতিটি পৃষ্ঠায়।
আসুন, আসুন তবে, আজ এই প্রশস্ত প্রান্তরে;
যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে,
তখন কে থাকে ঘুমে? কে থাকে ভেতরে?
কে একা নিঃসঙ্গ বসে অশ্র“পাত করে?
সমস্ত নদীর অশ্র“ অবশেষে ব্রহ্মপুত্রে মেশে।
নূরলদীনের কথা যেন সারা দেশে
পাহাড়ী ঢলের মতো নেমে এসে সমস্ত ভাসায়,
অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায়
যে, আবার নূরলদীন একদিন আসিবে বাংলায়,
আবার নূরলদীন একদিন কাল পূর্ণিমায়
দিবে ডাক, “জাগো, বাহে, কোনঠে সবায়?”
#কবিতায়_ডুব_সাঁতার
#কবিতা_নূরলদীনের_সারাজীবন
#কবি_সৈয়দ_শামসুল_হক
#Quazi_helal_kobita_abritti
#বাংলা_কবিতা_আবৃত্তি
#কাজী_হেলাল_কবিতা_আবৃত্তি
#Kobitay_Dub_Shatar_Official_channel
Информация по комментариям в разработке