ডিভোর্স হয়ে গেলেও 'স্ত্রীকে খোরপোষ দেওয়ার প্রয়োজন নেই', নির্দেশ আদালতের | Maharashtra | Divorce Case

Описание к видео ডিভোর্স হয়ে গেলেও 'স্ত্রীকে খোরপোষ দেওয়ার প্রয়োজন নেই', নির্দেশ আদালতের | Maharashtra | Divorce Case

#marriage #law #divorce #aajtakbangla #aajtak

স্বামীর চেয়ে বেশি উপার্জন করেন স্ত্রী! তাহলে সংসার নিজেই চালাতে পারবেন স্ত্রী। তাই ডিভোর্সের পরে খোরপোষ দেওয়ার প্রয়োজন স্বামীর নেই। একথা বলছে আদালত। একটি খোরপোষের মামলায় এমনই রায় দিল মহারাষ্ট্রের একটি দায়রা আদালত। এই ধরনের যাবতীয় যুক্তিতেই অন্তর্বর্তীকালীন রায়ে স্ত্রীর খোরপোষের আবেদন খারিজ করল আদালত। বিচারক জানান, সংসার চালানোর মতো উপার্জন করেন স্ত্রী। অতএব, আপাতত নতুন করে খোরপোষের কোনও প্রয়োজন নেই বলেই পর্যবেক্ষণ বিচারকের। 2021 সালে স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করেন তরুণী। তিনি অভিযোগ করেছিলেন, সন্তানের জন্মের পর তাঁকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেয় শ্বশুর বাড়ির সদস্যরা। এমনকি তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয় বলেও অভিযোগ করেন তিনি। মামলা আদালতে উঠলে শিশুর ভরণপোষণের জন্য 10 হাজার টাকা করে দিতে বলা হয় তরুণীর স্বামীকে। তরুণী নিজের ভরণপোষণের আবেদন করলেও তা থেকে অব্যাহতি দেওয়া হয় স্বামীকে। এরপরেই দায়রা আদালতে খোরপোষের জন্য ফের মামলা করেন তরুণী।

ডিভোর্স হয়ে গেলেও 'স্ত্রীকে খোরপোষ দেওয়ার প্রয়োজন নেই', নির্দেশ আদালতের | Maharashtra | Divorce Case

Follow Us on:

Facebook:   / aajtakbangla  
Twitter:   / aajtakbangla  
Instagram:   / aajtakbangla  

Комментарии

Информация по комментариям в разработке